এক বধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ ঘিয়ে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের করণদিঘিতে। শুক্রবার সকালে করণদিঘি থানার মোহনপুর এলাকার ঘটনা। পুলিশ জানায়, ওই বধূর নাম শান্তি সিংহ (২৯)। মোহপুরের বাসিন্দা ফনেস সিংহের সঙ্গে পনেরো বছর আগে তাঁর বিয়ে হয়। বৃহস্পতিবার ওই বধূ বাড়ির বাইরে বেরিয়ে আর ফেরেননি। এ দিন সকালে এলাকার একটি পুকুরের পাশে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই বধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় চিহ্ন দেখে সন্দেহ হচ্ছে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশ বধূর স্বামীকে আটক করেছে। করণদিঘি থানার আইসি সুকুমার মিশ্র বলেন, “মহিলার স্বামীকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।”
|
বদলা নিতে কুপিয়ে খুন স্বামীকে, ধরা পড়ল স্ত্রী |
একাধিক মহিলার সঙ্গে সম্পর্কের বদলা নিতেই আত্মসমপর্ণকারী মুল্টা জঙ্গি খুড়তুতো ভাই ও সঙ্গীদের ডেকে এনে রেশন ডিলার স্বামীকে খুনের ছক কষেছিলেন আলেয়া বিবি। ৭ জানুয়ারি তুফানগঞ্জের কৃষ্ণপুর গ্রামে বাড়িতে খুন হন গৃহকর্তা জাকির হোসেন (৫২)। বুধবার মৃতের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের ঘটনায় জড়িত মহিলার খুড়তুতো ভাই-সহ আরও চারজনের খোঁজে অসমে যাচ্ছে পুলিশ দল। জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “অবৈধ সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর গোলমাল চলছিল। নিহতের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে পুলিশ টিম অসমে যাচ্ছে।” পুলিশ সূত্রেই জানা গিয়েছে, নিহতের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক ছিল। মাঝেমধ্যে তিনি বাড়িতে মহিলাদেরও নিয়ে আসতেন বলে অভিযোগ। কয়েকবছর আগেও বাসিন্দারা নিহতের সঙ্গে এক মহিলার সম্পর্ক ধরে ফেলেন। এই নিয়ে হইচই পড়ে যায়। এই নিয়ে বিবাদের স্ত্রী তাঁকে খুনের ছক কষে।
|
সরকারি টাকা নয়ছয়ে অভিযুক্তের গ্রেফতারের দাবি জানাল স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ ফেডারেশন (ইউনিফায়েড) নেতৃত্ব। শুক্রবার বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান, দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ দশ দফা দাবির সঙ্গে ওই দাবিতে কোচবিহারের জেলাশাসকের দফতরের সামনে দিনভর অবস্থান-বিক্ষোভ দেখান সংগঠন সদস্যেরা। অভিযোগ, জেলাশাসকের দফতরের এক কর্মীর বিরুদ্ধে ১১ জানুয়ারি এফআইআর করা হলেও এখনো তাকে ধরা হয়নি। সংগঠনের জেলা সভাপতি কালিদাস ভট্টাচার্য বলেন, “অভিযুক্তকে ধরে দ্রুত সম্পত্তি নিয়ে শ্বেতপত্র প্রকাশের বিষয়টি বলেছি।” ভুয়ো ওয়ার্ক অর্ডার দেখিয়ে পছন্দের ঠিকাদারদের নামে অভিযুক্ত প্রায় ১ কোটির টাকার চেক দেন বলে অভিযোগ।
|
নিরাপত্তা চেয়ে স্মারকলিপি |
নিরাপত্তা ও কাজের পরিবেশ রক্ষার দাবিতে শুক্রবার সকালে ইসলামপুর মহকুমাশাসককে স্মারকলিপি দিলেন স্থানীয় একটি চা বাগানের শ্রমিকেরা। তাঁরা দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে বিক্ষোভও দেখান। শ্রমিকদের দাবি, প্রায় ৭৫০ শ্রমিক ওই বাগানের উপরে নির্ভরশীল। বাগানের জন্য জমি বিক্রি করে কাজ পেয়েছেন। অভিযোগ, স্থানীয় কিছু ব্যক্তি ওই বাগানে কাজের পরিবেশ নষ্ট করছেন। শ্রমিকদের জমিকে নিজের জমি বলে দাবি করে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। দেবেন মণ্ডল এক শ্রমিক বলেন, “গুন্ডারাজ চলছে। বাধা দিলে মারধর করা হচ্ছে।” মহকুমাশাসক সমনজিৎ সেনগুপ্ত বলেন, “বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
|
গর্ভবতী বধূকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে স্বামী-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার মেখলিগঞ্জের ভোটবাড়ি এলাকার ঘটনাটি। ধৃতদের নাম বাবলা সরকার ও কাশেম আলি। |