জন্মের পরে জানানো হয়েছিল ছেলে হয়েছে। কিন্তু রাতে মায়ের কাছে সন্তানকে দিতেই দেখা গেল ছেলে নয়, সে মেয়ে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে শিশু বদলের এমনই অভিযোগ তুললেন এক প্রসূতির পরিবার। সুপারের ঘরের সামনে বিক্ষোভও দেখালেন তাঁরা। পরে পুলিশের কাছে এ নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে আরজিকর হাসপাতালে।
আরজিকরের ডেপুটি সুপার সিদ্ধার্থ নিয়োগী বলেন, “খাতায় ভুল করে ‘বয়’ লেখা হয়েছিল। সেটিই পরে কেটে ঠিক করা হয়। তবে ওই প্রসূতির পরিবার অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তের জন্য ৫ সদস্যের কমিটি গড়া হয়েছে।”
পুলিশ সূত্রে খবর, গত ১৬ জানুয়ারি রাত সাড়ে ১০টা নাগাদ হাসপাতালে ভর্তি হন রাজারহাট-গোপালপুর পুর এলাকার দক্ষিণ নারায়ণপুরের বাসিন্দা অন্তঃসত্ত্বা সরোয়ারি বেগম (৩০)। পরের দিন অর্থাৎ ১৭ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টের সময় তিনি একটি সন্তানের জন্ম দেন। ওই বধূ ও তাঁর পরিবারের অভিযোগ, সন্তানের জন্মের পরে হাসপাতালের তরফে জানানো হয়েছিল, ছেলে হয়েছে। কিন্তু রাত ৯টা নাগাদ মায়ের কাছে সদ্যোজাতকে দেওয়ার সময় ছেলের বদলে মেয়ে দেওয়া হয়। সরোয়ারি বলেন, “আয়াদের বলি আমার ছেলে হয়েছে। ওঁরা কথা শোনেননি।”
প্রসূতির পরিজনদের অভিযোগ, এর পরেই সরোয়ারি চিকিৎসকদের বিষয়টি বলেন। কিন্তু কেউই তাঁর কথায় আমল দেননি। তখন তিনি বাড়ির লোকেদের বিষয়টি জানান। পুলিশ জানায়, শুক্রবার সকালে হাসপাতালের সুপারের সঙ্গে দেখা করেন সরোয়ারির পরিবারের লোকেরা। সন্তান বদলের প্রতিবাদে বিক্ষোভও দেখান। |