এ যেন ট্রেন অবরোধের উন্মত্ত উৎসব!
এক দিকে বিদ্যুতের ওভারহেড তার থেকে কলাপাতা সরাতে সরাতে এগোচ্ছে রেলের ‘টাওয়ার ভ্যান’। সঙ্গে সঙ্গেই তারের উপরে নতুন করে ফেলা হচ্ছে কলাপাতা। কোথাও সেই কলাপাতা সরানো মাত্র লাইনের উপরে রাখা হচ্ছে কাঠের স্লিপার। রেলের হিসেব অনুযায়ী শুক্রবার শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় প্রায় ৪০০ কলাপাতা সরাতে হয়েছে। বৃহস্পতিবার সরানো হয় হাজারেরও বেশি। দু’দিনে কাঠের স্লিপার সরাতে হয় শ’তিনেক।
ট্রেন অবরোধের এমন ‘উন্মাদনা’ দেখে চোখ কপালে উঠেছে পূর্ব রেলের কর্তাদের। এক রেলকর্তা বলেন, “কয়েক দিন ধরে গুচ্ছ গুচ্ছ কলাপাতা এনে ফেলা হচ্ছে বিদ্যুতের তারের উপরে। কলাপাতা বা স্লিপার ফেলে বা অবরোধ আগেও দেখেছি। প্রতিটি ক্ষেত্রেই বিক্ষোভকারীরাও ঘটনাস্থলে থাকেন। এ বার মাইলের পর মাইল এলাকা জুড়ে কোথাও কলাপাতা, কোথাও স্লিপার ফেলা রয়েছে। কিন্তু কোথাও কোনও বিক্ষোভকারীর দেখা নেই। এমন আজব কাণ্ড আগে কখনও দেখিনি!”
আর এই কারণেই এই ধরনের ঘটনার পিছনে অন্য রকম ‘গন্ধ’ পাচ্ছেন রেলকর্তারা। তাঁদের সন্দেহ, রেল সম্পর্কে জনমানসে খারাপ ধারণা তৈরি করার জন্যই ‘পরিকল্পনামাফিক’ এই কাজ করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য পূর্ব রেলের জেনারেল ম্যানেজার রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্রকে চিঠি লিখেছেন। রেলকর্তাদের অভিযোগ, পুলিশ কার্যত নিশ্চুপ হয়ে থাকায় অবরোধের উপদ্রব বেড়েই চলেছে। কিন্তু কী কারণে এই অবরোধ, বোঝা সম্ভব হচ্ছে না।
রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী এর মধ্যে রাজনৈতিক কারণ দেখতে পেয়েছেন। তিনি বলেন, “আমরা যাতে রেল পরিষেবা ঠিকমতো দিতে না-পারি, এটা তারই ছক। আমরা সুষ্ঠু পরিষেবা দিতে পারছি না, এটাই দেখানোর চেষ্টা চলছে। এই অপচেষ্টা অবিলম্বে বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছি।”
রেল সূত্রের খবর, শিয়ালদহ দক্ষিণ শাখায় টানা ১১ দিন লাইনে কাঠের স্লিপার, ওভারহেড তারে কলাপাতা ফেলে অবরোধ চলছে। রেল-কর্তৃপক্ষের বক্তব্য, কুয়াশা হলে ট্রেন চলাচলে দেরি হবেই। গোটা উত্তর-পূর্ব ভারতেই কুয়াশা হচ্ছে। কিন্তু তা নিয়ে অন্য কোথাও এমন বিক্ষোভ হচ্ছে না। বিক্ষোভকারীদের দাবি, রোজ রোজ ট্রেন দেরি করছে বলেই এই অবরোধ। যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী বলেন, “কুয়াশা না-থাকায় শুক্রবার কোনও ট্রেনই দেরি করেনি। তবু এ দিন কলাপাতা ফেলা হয়েছে। এর জেরে বেলা প্রায় ১১টা পর্যন্ত লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকে।”
শিয়ালদহের রেল পুলিশ সুপার উৎপল নস্কর বলেন, “দু’টি স্টেশনের মধ্যে বিভিন্ন এলাকায় ওভারহেড তারে কলাপাতা বা লাইনে স্লিপার ফেলে দেওয়া হচ্ছে। মাইলের পর মাইল তো পুলিশ দাঁড় করিয়ে পাহারা দেওয়া সম্ভব নয়।” তবু আজ, শনিবার ভোর থেকে কলাপাতা ও স্লিপার ফেলা রুখতে পুলিশবাহিনী নামানো হবে বলে জানান তিনি। |