যাত্রী-নিরাপত্তার স্বার্থে আজ, শনিবার থেকে পুলিশ ট্যাক্সিচালকদের নথি পরীক্ষা করবে। আইন ভাঙলে জরিমানা হবে। শুক্রবার পরিবহণমন্ত্রী মদন মিত্রর সামনে চালক-মালিকদের এক সমাবেশে এ কথা জানান বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন (বিটিএ)-র সাধারণ সম্পাদক বিমল গুহ। বিমলবাবু এবং মদনবাবু জানান, যাত্রী প্রত্যাখ্যানের অভিযোগ এলে দোষী চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিটিএ-র তরফে বলা হয়, যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করা চলবে না। বাড়তি ভাড়া না-নেওয়া, চার জন যাত্রী ছাড়াও তাঁদের অপ্রাপ্তবয়স্ক সঙ্গী নেওয়া, ফেলে যাওয়া জিনিস ট্যাক্সি-সংগঠনের অফিসে অথবা থানায় জমা দেওয়া চালকদের সতর্ক হতে হবে তা নিয়েও। |
শিক্ষা
যাত্রীদের প্রতি সুব্যবহারের পাঠ ট্যাক্সিচালকদের। —নিজস্ব চিত্র |
চালকদের সচিত্র পরিচয়পত্র-সহ বিভিন্ন নথি ট্যাক্সিতে রাখা আবশ্যিক। এ কথা জানিয়ে মদনবাবু বলেন, “মালিকদের বলা হয়েছে, চালকের সঠিক পরিচয় পেতে যেন ‘গ্যারাজ রেজিষ্টার’ যথাযথ রক্ষণাবেক্ষণ হয়।” সম্প্রতি একটি ঘটনায় এক ফেরারি ট্যাক্সিচালকের খোঁজ পেতে পুলিশের সমস্যা হয়। বিমলবাবু বলেন, “দিল্লিতে লাঞ্ছিতা নারীর মৃত্যুর প্রেক্ষিতে গোটা দেশে আলোড়ন চলছে। সতর্ক থাকতে হবে, এ শহরে কোনও ট্যাক্সিতে যেন এমন না ঘটে।” পরিবহণমন্ত্রী বলেন, টিফিন অথবা রাতে গ্যারাজে ফেরার সময়ে সেই মর্মে নোটিস ট্যাক্সিতে ঝোলানো থাকলে চালকের বিরুদ্ধে যাত্রী প্রত্যাখ্যানের অভিযোগ গৃহীত হবে না।
এর আগে সমাবেশে অভিনেত্রী-বিধায়ক দেবশ্রী রায় আবেদন করেন, “ট্যাক্সিতে পশু, বিশেষত চিকিৎসার জন্য নেওয়া অসুস্থ পশু নিতে যেন চালকেরা অস্বীকার না করেন।” ট্যাক্সিতে কুকুর-বেড়াল নিলে পুলিশ ঝামেলা করে এই মন্তব্য করে কিছু চালক প্রশ্ন তুললে দেবশ্রী বলেন, “সমস্যা হবে না। পরিবহণমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।” তাঁর তরফে এ ব্যাপারে ১৯৯০-এ কেন্দ্রের একটি বিজ্ঞপ্তির প্রতিলিপি সমাবেশে দেওয়া হয়। বিমলবাবু জানান, এটি চালকদেরও দেওয়া হবে। |