চোলাই বিক্রির অভিযোগে গ্রেফতার ৩ |
চোলাই বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে দু’টি মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় শতাধিক লিটার চোলাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহকুমায় সম্প্রতি বিভিন্ন এলাকা থেকে চোলাইয়ের রমরমা ব্যবসার খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। স্বরূপনগরের কাঁচদহ গ্রাম থেকে নলিনী রায় এবং হাড়োয়ার উচিলদহ গ্রাম থেকে বাবলু সর্দার এবং নিকুঞ্জ মণ্ডল নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। হাড়োয়ার আটপুকুরের উচিলদহ গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দু’জনকে। অন্যদিকে, বেশ কিছুদিন ধরেই চোলাই বিক্রির প্রতিবাদে সোচ্চার হচ্ছিলেন স্বরূপনগরের কাঁচদহ গ্রামের মহিলারা। তাঁরা অভিযোগ করেন, চোলাইয়ের বিক্রি বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের পরিবারে বাড়ছে অশান্তি। পাশাপাশি গ্রামে বাড়ছে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। পুলিশের কাছে এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানান তাঁরা। নির্দিষ্ট অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে এক চোলাই বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ।
|
সন্দেশখালিতে ৩টি মন্দিরে ডাকাতি |
ফের ডাকাতির ঘটনা ঘটল বসিরহাটে। বৃহস্পতিবার রাতে সন্দেশখালিতে পর পর তিনটি মন্দিরে তালা ভেঙে পিতলের চারটি মূর্তি, প্রায় ১৩ ভরি সোনা ও ১৫ কেজি রুপোর অলঙ্কার, ৩০ কেজি ওজনের পিতলের ঘন্টা এবং পুজোর অন্যান্য জিনিসপত্র লুঠ করে পালাল দুষ্কৃতীরা। গত কয়েক দিন ধরে হাড়োয়া, বাদুড়িয়া ও স্বরূপনগরে পর পর ডাকাতির পর বৃহস্পতিবার রাতে সন্দেশখালির তিনটি মন্দিরে ফের লুঠপাটের ঘটনা ঘটে। সন্দেশখালির মঠবাড়ি গ্রামে স্থানীয় দাস পরিবারের শিবকালী, রাধাগোবিন্দ এবং শীতলা মন্দির নিয়ে তিনটি মন্দির আছে। পরিবারের পক্ষে পিন্টু দাস জানান, রাধাগোবিন্দের মন্দির থেকে পিতলের গোবিন্দ, বলরাম, নাড়ুগোপাল এবং গৌরাঙ্গ মূর্তিসহ সোনা-রুপোর অলঙ্কার এবং প্রায় ১৪ লাখ টাকার জিনিসপত্র নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।
|
ফের দিনেদুপুরে মোটরসাইকেল আরোহী দুষ্কৃতীর হানায় হার ছিনতাই হল এক মহিলার। শুক্রবার, বারুইপুর থানার আটঘড়ার সাদাপাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মেয়েকে স্কুলে পৌঁছে ফিরছিলেন স্থানীয় বাসিন্দা শাশ্বতী বসু। বাড়ির কাছে আসতেই মোটরসাইকেল থেকে এক জন নেমে তাঁর মাথায় রিভলভার ঠেকিয়ে হার ছিনতাই করে। তিনি চিৎকার করে লোকজনকে ডাকার আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। শাশ্বতীদেবী বলেন, “এক জন হেলমেট পড়া ছিল। বাকি দু’জনের মুখ খোলা ছিল।” শাশ্বতীদেবীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসারেরা।
|
জমির দখল নিয়ে তৃণমূল এবং সিপিএমের সমর্থকদের মধ্যে মারপিটে জখম হলেন দু’পক্ষের ৭ জন। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার জগদীশপুর গ্রামে ওই ঘটনায় আহতদের কুলপি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এবং ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। তবে রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
|
আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১ |
আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জীবনতলা থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে চণ্ডীবাড়ি এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম জাফর মোল্লা। বাড়ি ওই এলাকায়। তার কাছ থেকে একটি রিভলভার ও দু’রাউণ্ড গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। |