|
|
|
|
সুশান্ত গরহাজির, হল না দাসেরবাঁধ মামলার চার্জগঠন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অসুস্থ থাকায় শুক্রবার মেদিনীপুর আদালতে হাজির হতে পারেননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা গড়বেতার সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ। ফলে ফের পিছিয়ে গেল দাসেরবাঁধ কঙ্কাল কাণ্ডের মামলার চার্জগঠন। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি। ওই দিন চার্জগঠন সংক্রান্ত শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ দিন এই মামলায় ধৃত অরুণ মণ্ডলের জামিনের আবেদন জানানো হয়েছিল আদালতে। আদালত অবশ্য সেই আবেদন খারিজ করে দেয়।
গত বছরের ২৩ সেপ্টেম্বর এই মামলায় চার্জশিট পেশ করেছিল সিআইডি। তারপর চার্জগঠন হয়ে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা। তবে, মামলার দিনগুলোতে কোনও না-কোনও অভিযুক্ত অনুপস্থিত থাকার জন্য মামলাটি পিছিয়ে যাচ্ছে। শুক্রবার মেদিনীপুরের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে দাসেরবাঁধ কঙ্কাল কাণ্ডের মামলার চার্জগঠন হওয়ার কথা ছিল। হাজির ছিলেন সুশান্তবাবু ছাড়া জামিনে-মুক্ত ১৫ জনই। জেলবন্দি ৫ জনকেও আদালতে হাজির করা হয়েছিল।
এদিন মামলার শুরুতে চার্জগঠনের শুনানি শুরু করার পক্ষে সওয়াল করেন সরকারপক্ষের আইনজীবী শক্তি ভট্টাচার্য। তাঁর বক্তব্য, “দ্রুত মামলার চার্জগঠন হওয়া জরুরি।”
পাল্টা সওয়াল করতে গিয়ে অভিযুক্তপক্ষের আইনজীবী রাণা গঙ্গোপাধ্যায় বলেন, “সুশান্ত ঘোষ অসুস্থ। চিকিৎসক তাঁকে অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি নিজে হাজির না-থাকলে চার্জগঠন হবে কী ভাবে?” শক্তিবাবু পাল্টা বলেন, “সুশান্ত ঘোষের আইনজীবী আপনি। আপনি তো হাজির রয়েছেন। চার্জগঠন না-হোক, চার্জগঠনের শুনানি তো শুরু করা যেতে পারে।”
দু’পক্ষের বক্তব্য শুনে আগামী ১৯ ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেন বিচারক অভিজিৎ সোম। এ দিন অভিযুক্তপক্ষের আইনজীবী বিশ্বনাথ ঘোষ আদালতের কাছে জানান, প্রশান্ত ঘোষের পায়ে আঘাত রয়েছে। তাঁর ঠিক মতো চিকিৎসা হচ্ছে না। জেল কর্তৃপক্ষই ঠিক মতো চিকিৎসার ব্যবস্থা করছেন না। এরপর বিচারক নিজে ওই অভিযুক্তের কাছে জানতে চান, ‘আপনার চিকিৎসা চলছে তো?’ উত্তরে প্রশান্তবাবু জানান, ‘‘চিকিৎসা চলছে।’’ |
|
|
|
|
|