করিম বেঞ্চারিফা তাঁর টিম নিয়ে শুক্রবার বিকেলে সমুদ্রসৈকতে যখন অনুশীলন করছেন, তখন নিজের শাস্তি থেকে কী ভাবে বাঁচবেন তা ঠিক করতে আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসলেন অধিনায়ক ওডাফা ওকোলি।
কর্তারা ক্লাবের নির্বাসন তুলতে ফেডারেশনের কর্মসমিতির সভায় উপস্থিত হয়েছিলেন। সেই রাস্তাতেই শাস্তি কমাতে নিজেই শৃঙ্খলারক্ষা কমিটির সভায় সওয়াল করবেন ওডাফা। কোনও আইনজীবী নয়, সঙ্গে নিয়ে যাচ্ছেন এজেন্ট চিমা ওকোরিকে। ডার্বি ম্যাচে তিনি যে রেফারির গায়ে হাত দেননি, মারতেও যাননি, সেটা প্রমাণ করতে ফেডারেশনের সভায় সেই ম্যাচের সিডি নিয়ে যাচ্ছেন। |
ফের আই লিগ যাত্রা। গোয়া যাওয়ার আগে দমদম
বিমানবন্দরে নবিরা। শুক্রবার। ছবি: শঙ্কর নাগ দাস |
তবে সভায় কী বলবেন, তা নিয়ে ক্লাবেরই এক কর্তার অফিসে আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি। সেখানে ওডাফা বলেন, “রেফারির গায়ে হাত দিইনি। তা হলে কেন দু’বার শাস্তি পাব? দু’ম্যাচ তো শাস্তি পেয়েই গিয়েছি লাল কার্ড দেখার জন্য। দশ হাজার টাকা জরিমানাও দিচ্ছি।”
নির্বাসন ওঠার পর মোহনবাগানের প্রথম ম্যাচ রবিবার সালগাওকরের বিরুদ্ধে। সেই ম্যাচ খেলতে এ দিন গোয়া পৌঁছলেন নবিরা। মাপুসা পৌঁছেই বিকেলে সমুদ্রসৈকতে অনুশীলন হল। তবে রবিবারের ম্যাচে তো নেই-ই, যুবভারতীতে ইউনাইটেড ম্যাচেও পাওয়া যাবে না ওডাফাকে। ফেডারেশন সূত্রের খবর, বাকি মরসুম না হোক আরও কিছু ম্যাচ নির্বাসন হতে পারে মোহন-অধিনায়কের। সেটার থেকে বাঁচতে মরিয়া তিনি। ওডাফা সভায় নাকি বলবেন, “ফুটবল খেলাই আমার রুটি-রুজি। তাই আমার পা থেকে বল কেড়ে নেবেন না। যদি শাস্তি দিতেই হয়, জরিমানা করুন।” |