জয়ী খড়্গপুর
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
খড়্গপুরে দক্ষিণ-পূর্ব রেলের ইন্টার ডিভিশন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে জয়ী হল খড়্গপুর ডিভিশন। শুক্রবারের এই খেলায় রানার্স হয় রাঁচি ডিভিশন। পাঁচটি ডিভিশন এই খেলায় যোগদান করেছিল।
|
ঘরের মাঠে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে লজ্জাজনক হারের মুখোমুখি হল অস্ট্রেলিয়া। ব্রিসবেনে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭৪ রানে শেষ হয়ে যায় মাইকেল ক্লার্কদের ইনিংস। গত সাতাশ বছরের অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে কম রানের ইনিংস। নুয়ান কুলাশেখারা একাই ধসিয়ে দেন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। দশ ওভারে ২২ রান দিয়ে পাঁচটি উইকেট নেন তিনি। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রান মিচেল স্টার্কের (২২)। তবে জয়ের জন্য প্রয়োজনীয় ৭৫ রান তুলতেও যথেষ্ট বেগ পেতে হয় শ্রীলঙ্কাকে। কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। টেস্ট সিরিজে দাপটের সঙ্গে জেতার পর পরপর দুই ম্যাচে হার অস্ট্রেলিয়াকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল শ্রীলঙ্কা।
|
অবশেষে মিলল সমাধানসূত্র। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের জট কাটল। বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ মুম্বই থেকে সরানো হল কটকে। সমস্যার নেপথ্যে ছিল মুম্বইয়ের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতি। এ দিন ঘোষণা করা হয়, পাকিস্তান-সহ গ্রুপ বি-র সব ম্যাচই অনুষ্ঠিত হবে কটকের বরাবাটি স্টেডিয়ামে। তবে বিশ্বকাপের বাকি ম্যাচগুলি আয়োজিত হবে মুম্বইতেই। গত কয়েক দিন ধরেই পাক ম্যাচ নিয়ে অশান্তি চলছিল।
|
মালয়শিয়ান সুপার সিরিজের সেমিফাইনালে পৌঁছে গেলেন বিশ্বের দু’নম্বর ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। এ দিনের কোয়ার্টার ফাইনালে জাপানের প্রতিপক্ষ নজোমি ওকুহারাকে ২১-১১, ১৪-২১-এ হারালেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী সাইনা।
|
বৃষ্টিতে হল না সচিনদের খেলা |
বৃষ্টির কারণে ভেস্তে গেল রঞ্জি সেমিফাইনালের মুম্বই ও সার্ভিসেস ম্যাচের তৃতীয় দিনের খেলা। প্রচণ্ড বৃষ্টিতে মাঠ ও সাইটস্ক্রিন ক্ষতিগ্রস্ত হওয়ায় খেলা বন্ধ রাখতে হয়। দ্বিতীয় দিনের শেষে মুম্বইয়ের রান ছিল ৩৮০-৬। রঞ্জির অন্য সেমিফাইনালে তৃতীয় দিনের শেষে পঞ্জাব প্রথম ইনিংসে ২৯৪-৯। হরভজন সিংহ ২৯ রানে অপরাজিত রয়েছেন।
|
হকি ইন্ডিয়া লিগে পাকিস্তানি খেলোয়াড়দের দেশে ফেরত পাঠানোকে ‘লজ্জাজনক’ বললেন ভারতীয় হকি দলের কোচ মাইকেল নবস। “খেলাকে কখনওই রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয়। কিন্তু এটাই এখন ঘটছে,” বলছেন নবস। তবে পাক প্লেয়াররা দেশে ফিরে যাওয়ায় লিগের খেলায় কোনও প্রভাব পড়বে বলে মনে করছেন না তিনি।
|
সিএবি আয়োজিত অনূর্ধ্ব ১৪ অম্বর রায় টুর্নামেন্টে দক্ষিণ কলকাতা সংসদ (ডিকেএস) সিসিসি ৬৩ রানে হারাল সাউথ পয়েন্ট সিসিসি-কে। দক্ষিণ কলকাতা সংসদের বরুণ গাঁধী ৬৮ নঃআঃ। গৌরব মোহতা ৩-১০। |