অস্ট্রেলীয় ওপেনেও আমস্ট্রং-ছায়া! না, কেউ ডোপ করে খেলে ধরাটরা পড়েননি। বরং খেলাটার পাশাপাশি গ্যালারির বিনোদন বর্ধনকারী হাবভাবের জন্য বিখ্যাত দুই মজাদার চরিত্রের লড়াইয়ে রাদেক স্টেপানেককে প্রায় দাঁড় করিয়ে হারানোর পরে নোভাক জকোভিচ পড়লেন আমস্ট্রংয়ের কুকীর্তির নিন্দায়। সাংবাদিক সম্মেলনে বিশ্বের পয়লা নম্বর টেনিস তারকার সামনে কিংবদন্তি সাইক্লিস্টের মহাচাঞ্চল্যকর স্বীকারোক্তি প্রসঙ্গ ওঠামাত্র বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের শীর্ষ বাছাই উত্তেজিত ভাবে বলে দেন, “লান্স বাকি জীবনটা ওর এই পাপের ফল ভোগ করবে। ও গোটা ক্রীড়াবিশ্বকে প্রতারণা করেছে।” |
ম্যাচ জিতে বব-সানিয়া। ছবি: এএফপি |
জকোভিচের এমন কড়া মন্তব্য সোশ্যাল নেটওয়ার্কে গোটা বিশ্বে এমন ভাবে ছড়িয়ে পড়ে যে, এ দিন মেলবোর্ন পার্কে তৃতীয় রাউন্ডে লিয়েন্ডার পেজের ডাবলস পার্টনারের বিরুদ্ধে গোটা ম্যাচে তাঁর একটাও সার্ভিস না হারানোর তথ্য চাপাই পড়ে যায়। চেক প্রতিপক্ষকে ৬-৪, ৬-৩, ৭-৫ হারানোর পথে জকোভিচ নিজের ৪৩টা সার্ভিস পয়েন্টই জিতে নজিরই গড়ে ফেলেন। তবে স্বীকার করেছেন, তাঁর আসল লক্ষ্য, গ্র্যান্ড স্ল্যামের ওপেন যুগে প্রথম প্লেয়ার হিসেবে এ বার অস্ট্রেলীয় ওপেন খেতাব জয়ের হ্যাটট্রিক করার নজির গড়া।
জকোভিচের পাশাপাশি এ দিন পুরুষ ও মেয়েদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে বাছাই তারকাদের মধ্যে উঠেছেন ফেরার, বার্ডিচ, ওয়ারিঙ্কা, নিশিকোরি, অ্যাঞ্জেলিক কেরবার, অ্যাগনিয়েস্কা রাদওয়ানস্কা, ইভানোভিচ, না লি। শেষ জনের সামনে ‘সার্কিটের নয়া সুন্দরী’ আখ্যা পাওয়া জার্মানির জুলিয়া জর্জেস। অঘটন বলতে মাকারোভার কাছে বার্তোলির বিদায়। দুই প্রাক্তন বিশ্বসেরা মেয়ের লড়াইয়ে ইভানোভিচ হারান জানকোভিচকে।
রড লেভার এরিনা অবশ্য এ দিন নৈশালোকে একটি বিশেষ ম্যাচের দিকে তাকিয়েছিল। তৃতীয় রাউন্ডের হাই- প্রোফাইল সেই ম্যাচে সাত গ্র্যান্ড স্ল্যামের মালকিন ভেনাস উইলিয়ামসকে এক রকম উড়িয়ে দেন টগবগে ফর্মে থাকা মারিয়া শারাপোভা। চলতি মেজরে রুশ টেনিস সুন্দরী তাঁর তৃতীয় ম্যাচ এবং ৩৭তম গেমে এসে প্রথম সার্ভিস নষ্ট করেন। কিন্তু তার পর ভেনাসকে ৬-১, ৬-৩ হারিয়ে প্রি-কোয়ার্টারে উঠতে শারাপোভার আর মাত্র দুটো গেম লেগেছে। ১৯৮৯ অস্ট্রেলীয় ওপেনে স্টেফি গ্রাফের ২৪ বছর পরে শারাপোভাই প্রথম মেয়ে যিনি সাকূল্যে মাত্র চারটে গেম হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছবার নজির গড়লেন। “ভেনাসের এখন র্যাঙ্কিং যা-ই হোক না কেন, ও কী উঁচুমানের টেনিস খেলতে পারে সেটা জানি বলেই গোঁ নিয়ে নেমেছিলাম যে, এতটুকু হালকা দেব না। তবে মেলবোর্নে এত ভাল খেলছি কারণ আমি জানি এখানে আসার আগে আমার কেমন কেটেছে। কোনও ম্যাচ প্র্যাক্টিস ছাড়া কেমন নেমেছি গ্র্যান্ড স্ল্যামে!” বলেছেন শারাপোভা।
ভারতীয়দের মধ্যে এ দিন সানিয়া মির্জা মিক্সড ডাবলসে তাঁর নতুন তারকা ডাবলস পার্টনার বব ব্রায়ানকে নিয়ে প্রথম রাউন্ড জেতেন। স্থানীয় অস্ট্রেলীয় জুটি সামান্থা স্তোসুর-লুক স্যাভিয়েকে ৬-২, ৬-২ হারিয়ে। |