|
|
|
|
চাপ মামলা প্রত্যাহারের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মামলা প্রত্যাহার করতে মহিলার উপর নানা রকমের চাপ সৃষ্টির অভিযোগও উঠেছে। তাতে জড়িয়ে পড়েছে তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়ের নাম। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি দীনেনবাবু। ক্ষিপ্ত হয়ে তাঁর বক্তব্য, “চিনি না, জানি না এমন কেউ কী অভিযোগ করল, তা নিয়ে কী বলার থাকতে পারে।” পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মেদিনীপুর শহরের কাছে একটি গ্রামের বাসিন্দা ওই মহিলার কয়েক বছর আগে বিয়ে হয়েছিল। একটি কন্যাসন্তানও হয়েছিল। বছর তিনেক আগে তাঁর স্বামীর মৃত্যুর পর তিনি মেয়েকে নিয়ে মা ও মামাদের সঙ্গে থাকতে শুরু করেন। এই সময় স্বামীর বন্ধুর পরিচয়ে কোতয়ালি থানা এলাকার মুনসি পাটনা গ্রামের দীপক চন্দ তাঁদের বাড়িতে যাতায়াত শুরু করেন। ধীরে ধীরে দু’জনের মধ্যে তৈরি হয় ঘনিষ্ঠতা। ওই মহিলার অভিযোগ, “প্রায় ১ বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে দীপক চন্দ। এরপর বিয়ের জন্য চাপ দিতেই আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। এমনকী খুনের হুমকিও দেয়।”
গত বছরের ১৯ ডিসেম্বর ওই মহিলা কোতয়ালি থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন। তারপর থেকেই মামলা প্রত্যাহারের জন্য বারবার ফোনে খুনের হুমকি এসেছে বলে অভিযোগ। কিছুদিন আগে তৃণমূলের কিছু লোকও আত্মীয়দের দিয়ে টাকার বিনিময়ে মামলা প্রত্যাহারের প্রস্তাব পাঠায় বলে অভিযোগ। ওই মহিলা বলেন, “তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় আমাদের আত্মীয়দের দিয়ে মামলা তুলে নেওয়ার জন্য প্রস্তাব পাঠিয়েছে। এতে আমি আরও আতঙ্কিত হয়ে পড়েছি। আগে থেকেই খুনের হুমকি চলছিল, তার উপর তৃণমূল নেতৃত্ব যোগ দেওয়ায় আতঙ্কে দিন কাটছে।” ওই মহিলা প্রশাসনিক সাহায্যের জন্য জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে বুধবার লিখিত আবেদন জানিয়েছেন। জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব। ওঁর নিরাপত্তার বিষয়টিও দেখা হবে।” |
|
|
|
|
|