টুকরো খবর |
কারখানার গেটে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
চাকরির দাবিতে ফের কারখানার গেটে বিক্ষোভ দেখালেন জমিদাতা পরিবারের যুবকেরা। শুক্রবার দুপুরে খড়্গপুর শিল্পতালুকে ট্রাক্টর ইন্ডিয়া লিমিটেড নামে একটি কারখানার বাইরে এই বিক্ষোভ কর্মসূচি হয়। পুলিশ জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে পদক্ষেপ করা হবে। কয়েক বছর আগে খড়্গপুর শিল্পতালুকে ট্রাক্টর ইন্ডিয়া লিমিটেড নামে একটি কারখানা গড়ে ওঠে। স্থানীয়দের বক্তব্য, শুরুতে জমিদাতা পরিবারের এক জনকে কারখানায় কাজ দেওয়া হবে বলে কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল। তবে কর্তৃপক্ষ সেই প্রতিশ্রুতি রাখেননি। কাজের দাবিতে সম্প্রতি চাঙ্গোয়ালের তৃণমূল পঞ্চায়েত প্রধান শিবপ্রসাদ মল্লিককেও ঘেরাও করে রাখেন প্রায় ৮৯ জন যুবক। তখন পুলিশ-প্রশাসনের তরফে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। ঠিক হয়েছিল, শুক্রবার বৈঠক হবে। সেই মতো পুলিশ-প্রশাসন প্রস্তুতও ছিল। পুলিশের বক্তব্য, বৃহস্পতিবার জমিদাতা পরিবারের যুবকদের জানানো হয়, শুক্রবার খড়্গপুর মহকুমাশাসকের দফতরে বৈঠক হবে। হাজির থাকবেন খড়্গপুরের মহকুমাশাসক আর বিমলা, এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য প্রমুখ। কিন্তু বৈঠকে যুবকদের কোনও প্রতিনিধি আসেননি। স্থানীয় যুবকদের বক্তব্য, মহকুমাশাসককেই এলাকায় এসে তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে। তা না হওয়ায় এ দিন দুপুরে কারখানার গেটে বিক্ষোভ দেখান।
|
দলতন্ত্রের অভিযোগ, কলেজ সমিতিতে যুব তৃণমূল নেতা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ঘুরে-ফিরে সেই দলতন্ত্রেরই অভিযোগ। কলেজ পরিচালন সমিতির শূন্য পদে সরকার মনোনীত প্রতিনিধি হলেন এক যুব তৃণমূল নেতা। শুক্রবারই রাজ্যের উচ্চশিক্ষা দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশ এসে পৌঁছেছে। ঘটনা মেদিনীপুর কলেজের। এই কলেজের পরিচালন সমিতির সদস্য ছিলেন সর্বরঞ্জন পড়্যা। সর্বরঞ্জনবাবু এক সময় শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠের (বালক) প্রধান শিক্ষক ছিলেন। পাশাপাশি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিলেন। কয়েক মাস আগে তাঁর মৃত্যু হয়। ফলে পরিচালন সমিতির একটি পদ শূন্য হয় পড়ে। সমিতির সদস্য হিসেবে শুক্রবার প্রসেনজিৎ চক্রবর্তীর নাম এসে পৌঁছেছে কলেজ কর্তৃপক্ষের কাছে। প্রসেনজিৎ যুব তৃণমূল নেতা। সংগঠনের রাজ্য সম্পাদকের পদে রয়েছেন। এক সময় যুব সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি ছিলেন। মেদিনীপুর কলেজের পরিচালন সমিতির সভাপতি পদেও রয়েছেন মেদিনীপুরের তৃণমূল পুরপ্রধান প্রণব বসু। ফলে, নতুন নির্দেশ ঘিরে দলতন্ত্রের অভিযোগ তুলছে বিরোধী-শিবির। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধীন্দ্রনাথ বাগ বলেন, “পরিচালন সমিতির নতুন সদস্যের নাম এসে পৌঁছেছে। নির্দেশ মতো পদক্ষেপ করা হচ্ছে।” যাঁর মনোনয়ন ঘিরে এত তরজা, সেই প্রসেনজিৎ বলেন, “কলেজের উন্নয়নে সব রকম চেষ্টা করব।”
|
বন দফতরের নানা অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
গোয়ালতোড়ের দলদলিতে বনমন্ত্রী। —নিজস্ব চিত্র। |
গোয়ালতোড়ের দলদলিতে পানীয় জলপ্রকল্পের উদ্বোধন করলেন বনমন্ত্রী হিতেন বর্মণ। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার একগুচ্ছ প্রকল্প উদ্বোধনের জন্য এসেছিলেন মন্ত্রী। প্রথমেই তিনি যান গোয়ালতোড়ে। যেখানে দীর্ঘ দিন ধরে বিশুদ্ধ পানীয় জলের আবেদন জানিয়ে এসেছিলেন সাধারণ মানুষ। এ বার কেন্দ্রীয় সরকারের ইন্টিগ্রেটেড অ্যাকশন প্লানে সেখানে ৫ লক্ষ টাকা ব্যয়ে একটি অগভীর নলকূপ তৈরি করে দিয়েছে বন দফতরের রূপনারারায়ণ বিভাগ। এ দিন সেই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। এর বাইরে গোয়ালতোড়ে বন দফতরের অফিসে ২৫ জনের হাতে ‘আমার বাড়ির’ শংসাপত্র তুলে দেন মন্ত্রী। স্থানীয় ২২৫ জন দরিদ্র মানুষকে কম্বল বিতরণ করা হয়। তারপরই মন্ত্রী চলে যান পানিকোটরে। সেখানে প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা খুবই খারাপ ছিল। পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের টাকায় বন দফতর নতুন করে প্রাথমিক বিদ্যালয় তৈরি করেছেন। মন্ত্রী সেটি উদ্বোধন করেন। রূপনারায়ণ বিভাগের বন আধিকারিক রবীন্দ্রনাথ সাহা বলেন, “বন দফতর জঙ্গল লাগোয়া এলাকাতেও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নেওয়া হয়েছে। মন্ত্রী এ দিন কয়েকটির উদ্বোধন করেন। ”
|
উদ্ধার নাবালিকা
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
অপহরণের প্রায় আড়াই মাস পরে এক নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। তাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার শেখ সিরাজুল নামে এক যুবককেও গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ধৃতকে মেদিনীপুর আদালতে হাজির করানো হয়। দাঁতন থানা এলাকার ষড়বং গ্রামে বাড়ি সিরাজুলের।ওই এলাকাতেই বাড়ি মেয়েটির। |
|