ভাগ্যিস কুকুরের কোনও প্রভু ছিল না। তা হলে সাড়ে তিন লক্ষের উপর টাকা চুরির দায়ে তাকে জেলে থাকতে হতো। রাস্তার কুকুর, অগত্যা তার নামেই পুলিশের কাছে চুরির অভিযোগ জমা পড়েছে। গোপালগঞ্জের মীরগঞ্জ থানার লাইন বাজারের ঘটনাটি।
ঘটনাটি দু’দিন আগের। পুলিশকে জানানো হয়েছে কাল রাতে। ওই এলাকার আলু ব্যবসায়ী নকছেদ মিঁয়ার ঘরে তখন ছেলে, মেয়ে এবং স্ত্রী রয়েছেন। সকাল সাড়ে ৮টা। ঘরের পিছনে তারা অন্য কাজে ব্যস্ত ছিলেন। ঘরে, বিছানার কাছে একটি পলি ব্যাগে রাখা ছিল ৩ লক্ষ ৬০ হাজার টাকা। হঠাৎ করে সেই ব্যাগটি নিয়ে উধাও রাস্তার ‘ভোলা’। কিছুক্ষণ পরে ঘরে এসে তারা দেখেন টাকার ব্যাগটি নেই। খোঁজ করতে গিয়ে সারা মহল্লায় রটে গেল নকছেদের ঘর থেকে টাকা চুরি হয়ে গিয়েছে। খোঁজ খোঁজ। জানা গেল রাস্তার কুকুর খাবার ভেবে সেই ব্যাগটি নিয়ে পালিয়েছে। মেয়ের বিয়ের জন্য রাখা ছিল ওই টাকা। খবর পেয়ে ছুটে আসেন নকছেদ। সারা জায়গায় খোঁজ করতে গিয়ে শেষে মিলল ১ লক্ষ ২৫ হাজার টাকা। চরনিকরণ এলাকার মুখিয়া মোহনপ্রসাদ সেই টাকা কুড়িয়ে পান রাস্তা থেকে। তিনি নকছেদের কাছে সেই টাকা পাঠিয়ে দেন। কিছুটা না হয় স্বস্তি হল। কিন্তু বাকি ২ লক্ষ ৩৫ হাজার টাকার কোনও খোঁজ নেই। নকছেদ মিঁয়া আজ জানান, “আমার এক ছেলে সৌদি আরবে কাজ করে। সে বোনের বিয়ের জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা পাঠিয়েছে। বাকি ছিল আমার টাকা। সব এক সঙ্গে রেখেছিলাম। অনেকেই দেখেছে কুকুর একটি ব্যাগ মুখে করে আমার ঘরে থেকে পালিয়ে যাচ্ছে।” তিনি বলেন, “আমি নিশ্চিত কেউ আমার ঘরে সেই সময় ঢোকেনি।” |