নিজস্ব সংবাদদাতা • সাঁকরাইল |
এক ট্রাক চালককে মারধরের অভিযোগ উঠল ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলের ধুলাগড়ি টোলপ্লাজার কাছে। অ্যান্টনি বৈরাগী নামে ওই ট্রাক চালককে গুরুতর জখম অবস্থায় আলমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। জেলা পুলিশ সুপার (গ্রামীণ) ভরতলাল মিনা বলেন, “প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ পেঁয়াজ নিয়ে ট্রাকটি খড়্গপুর থেকে আসছিল ধুলাগড়ি সব্জি বাজারে। রানিহাটি থেকে ট্রাফিক পুলিশ ট্রাকটিকে ধাওয়া করে। শেষ পর্যন্ত টোলপ্লাজায় এসে ট্রাকটি আটকে পড়ে। ট্রাফিক পুলিশ অ্যান্টনির কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র চায়। চালক জেরক্স করা কাগজপত্র পুলিশের হাতে দেন।
চালকের অভিযোগ, পুলিশ সেইসব কাগজপত্র ছিড়ে ফেলে। চালকের সঙ্গে ট্রাফিক পুলিশের বচসা বাধে। চালকের অভিযোগ, ট্রাক থেকে তাঁকে নামিয়ে টানতে টানতে কাছেই ট্রাফিক পুলিশের আউটপোস্টে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় তাঁকে নার্সিংহোমে নিয়ে যায় পুলিশ। ঘটনার প্রতিবাদে কয়েক জন ট্রাকচালক টোলপ্লাজার কাছে বিক্ষোভ দেখান।
জেলা পুলিশের এক কর্তা জানান, ট্রাকটিকে অনেক দূর থেকেই থামার জন্য সিগন্যাল দেওয়া হচ্ছিল। ট্রাকটি দ্রুতগতিতে চলতে শুরু করে। দুর্ঘটনাও ঘটতে পারত। ট্রাফিক পুলিশের পাল্টা দাবি, ট্রাকের চালকও তাদের ধাক্কা দেয় মারধর করে। |