চুঁচুড়া আদালতের এক আইনজীবীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। ‘প্রতারিত’ ব্যক্তি সুরাহা চেয়ে পুলিশ প্রশাসনের পাশাপাশি আদালতের দ্বারস্থ হয়েছেন। আব্দুল গফ্ফর নামে চুঁচুড়ার চকবাজারের বাসিন্দা ওই ব্যক্তির অভিযোগ, সংশ্লিষ্ট আইনজীবী লক্ষাধিক টাকা প্রতারণা করেছেন। তিনি বলেন, “আইনজীবী গোপাল চট্টোপাধ্যায়কে আমি ১ লক্ষ ২৫ হাজার টাকা ধার দিই ওঁর অনুরোধে। কিন্তু ৪ বছর ধরে উনি প্রতিশ্রুতি দেওয়ার পরেও টাকা ফেরত দিচ্ছেন না। পুলিশ-প্রশাসনে দরবার করেও সুরাহা না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছি।” আব্দুল গফ্ফর যে টাকা পান, তা অস্বীকার করেননি গোপালবাবু। তবে তাঁর বক্তব্য, “ধার নেওয়া টাকার বেশির ভাগটাই শোধ করে দিয়েছি। এখন উনি মাত্র ২৫ হাজার টাকা পান। কিন্তু লোকজনকে নানা কথা বলে বেড়াচ্ছেন। মনে হচ্ছে কারও দ্বারা উনি প্রভাবিত হয়ে এ সব করছেন। বিষয়টি আদালতের বিবেচনাধীন। আমি বাকি টাকা ফেরত দেব।”
|
কৃষি সমবায় সমিতির কর্মীর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাগনানের খালোড় গ্রামের কাছে। পুলিশ সূত্রের খবর, শ্যামপুরের বাছরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির কর্মী শ্যামল পাত্র এ দিন দুপুর সাড়ে ১১টা নাগাদ বাগনানের একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে প্রায় দু’লক্ষ টাকা তুলে সমিতির কার্যালয়ে মোটর সাইকেলে ফিরছিলেন। বাগনান-শ্যামপুর রোড ধরে আসার সময়ে পিছন থেকে অন্য একটি মোটর বাইকে চড়ে তি দুষ্কৃতী তাঁর বাইকে ধাক্কা মারে। তিনি রাস্তার ধারে পড়ে যান। সঙ্গে সঙ্গে দুষ্কৃতীরা তাঁরা কাছ থেকে টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
নিখোঁজ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ভদ্রেশ্বরের চাঁপদানির ছাইগাদা এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম মানিকচাঁদ চৌধুরী(২২)। তিনি নর্থব্রুক জুটমিলে কুলি লাইনের বাসিন্দা ছিলেন। গত ৮ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। চন্দননগরের এসডিপিও সৈকত ঘোষ বলেন, “বস্তাবন্দি মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। খুনের মামলা করে তদন্ত শুরু হয়েছে।”
|
দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটর বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পান্ডুয়া থানার জায়ের গ্রামে। মৃতের নাম রাসেশ্বর কর্মকার(১৮)। বাড়ি স্থানীয় আলাসিন গ্রামে। |