|
|
|
|
ত্রিপুরা |
কর্মীদের বিরুদ্ধে থানায় কংগ্রেস নেতা |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
প্রার্থীপদ নিয়ে ত্রিপুরা কংগ্রেসের দলীয় কোঁদল এ বার থানা পর্যন্ত গড়াল। কংগ্রেস নেতা অভিযোগ দায়ের করল কংগ্রেসেরই কর্মীদের বিরুদ্ধে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখাপাত্র তথা দলের প্রাক্তন বিধায়ক তাপস দে দলীয় কয়েকজন কর্মীর বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করে বসলেন। তাপসবাবুর অভিযোগ, তাঁর বাড়িতে কিছু দুষ্কৃতী গত কাল চড়াও হয়। যাওয়ার আগে দুষ্কৃতীরা তাপসবাবুকে খুনের হুমকিও দিয়ে যায়। উল্লেখ্য, তাপসবাবু কংগ্রেস নেতা তথা ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ কিশোরের ঘনিষ্ঠ বলে পরিচিত।
তাপস দের অভিযোগ, ‘‘বাড়িতে ঢুকেই গৌতম দেববর্মা, তপন সাহা এবং বিবেক রায়-সহ পাঁচ জন আমার এবং মহারাজা প্রদ্যোৎকিশোর দেববর্মার প্রাণনাশের হুমকি দিয়ে গিয়েছে।’’ দুষ্কৃতীরা যাওয়ার আগে চড়িলাম কেন্দ্রে দলের ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে প্রদ্যোৎকিশোরকে কোনও রকম সমর্থন না করার জন্যও তাঁকে শাসিয়ে যায়। উল্লেখ্য, চড়িলাম কেন্দ্রে কংগ্রেসের ঘোষিত প্রার্থী, হিমানি দেববর্মার পরিবর্তে মহারাজা প্রদ্যোৎকিশোরকে প্রার্থী করা নিয়ে এলাকায় এখনও স্থানীয় কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখিয়ে চলেছে।
কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তাপসবাবু আগরতলার পশ্চিম থানায় এ বিষয়ে একটি এফআইআর দায়ের করেছেন। প্রসঙ্গত, অভিযুক্ত গৌতম দেববর্মা চড়িলাম কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিমানি দেববর্মার পরিবারের সদস্য। তা ছাড়া, অভিযুক্তরা প্রত্যেকেই এলাকায় কংগ্রেস কর্মী বলে পরিচিত। রাজনৈতিক শিবিরের একাংশের ধারণা, তাপসবাবুর মদতেই চড়িলামে ঘোষিত প্রার্থীর বদলে প্রদ্যোৎকিশোরকে প্রার্থী করার জন্য বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ প্রসঙ্গে প্রদ্যোৎকিশোর সরাসরি কিছু না বললেও জানিয়েছেন, ‘‘এআইসিসি নির্দেশ দিলে, চড়িলাম কেন্দ্রে থেকে দলীয় প্রার্থী হতে আমি রাজি।’’
প্রদ্যোৎকিশোর আরও বলেন, ‘‘সিপিএম বা কংগ্রেস, যে কোনও দলের কর্মীর গুণ্ডামি নিন্দনীয়। গুণ্ডারা যে ভাবে তাপস দে’র বাড়িতে গিয়ে তাঁর প্রাণনাশের হুমকি দিয়েছে, তার প্রতিবাদ করছি। রাজ্যের পুলিশ প্রধানকে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্যও অনুরোধ করেছি।’’ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব অবশ্য এই ব্যাপারে এখনই মুখ খুলতে রাজি নয়। |
|
|
|
|
|