|
|
|
|
রাষ্ট্রপতি শাসন জারির বিরুদ্ধে পথে নেমে আন্দোলন বিজেপির |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
কলকাতায় বসেই ঝাড়খণ্ডে রাষ্ট্রপতি শাসন জারির নির্দেশিকায় সই করলেন প্রণব মুখোপাধ্যায়। গতকালই কেন্দ্রীয় মন্ত্রিসভা এ বিষয়ে রাজ্যপালের সুপারিশে অনুমোদন দিয়েছিল। ঝাড়খণ্ড রাজ্য গঠনের পর এই নিয়ে তৃতীয়বার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হল। সরকারি সূত্রের খবর, প্রাক্তন স্বরাষ্ট্রসচিব মধুকর গুপ্তা এবং সিআরপিএফের সদ্য অবসরপ্রাপ্ত ডিজি কে বিজয় কুমারকে ঝাড়খণ্ডের রাজ্যপাল সৈয়দ আহমেদের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হবে।
লাগাতার আন্দোলনের ডাক দিল রাজ্য বিজেপি। আগামী ২২ তারিখ বিজেপি ‘তালাবন্দি’ আন্দোলনের ডাক দিয়েছে। ঝাড়খণ্ডে রাষ্ট্রপতি শাসন জারি হলে তাঁরা যে বৃহত্তর আন্দোলনের দিকে এগোবেন তা আগেই জানিয়ে দিয়েছিলেন বিজেপি রাজ্য নেতৃত্ব। বৃহস্পতিবারই রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন তাঁরা। তাঁদের দাবি ছিল, বিধানসভা ভেঙে দিয়ে রাজ্যে অবিলম্বে নির্বাচন করতে হবে। শুক্রবার রাজ্য বিজেপি-র মুখপাত্র প্রদীপ সিংহ বলেন, “২২ তারিখ তালাবন্দি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সে দিন রাজ্যের সমস্ত সরকারি অফিসে তালা লাগিয়ে দেওয়া হবে।” |
|
পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে হাজির পুলিশ। শুক্রবার ধানবাদে চন্দন পালের তোলা ছবি। |
রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে জনমত তৈরি করতে আজ গোটা রাজ্যে আইন অমান্য করে বিজেপি কর্মীরা। রাঁচিতে রাজভবনের সামনে আইন অমান্য করে গ্রেফতার হন দলের রাজ্য সভাপতি দীনেশানন্দ গোস্বামী। অন্য দিকে, আইন অমান্য চলার সময় ধানবাদের রণধীর বর্মা চকে বিজেপি কর্মীদের সামনেই অর্জুন মুন্ডার কুশপুতুল দাহ করার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। পুলিশ জানায়, বিজেপি-র আইন অমান্য চলার সময়ই কংগ্রেসের একটি মিছিল মুখোমুখি চলে আসে। দু’পক্ষে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। ইট ছোড়াছুড়িও হয়। তবে রাস্তায় পুলিশ থাকায় গোলমাল খুব বেশি ছড়ায়নি। রাঁচি, ধানবাদ, জামশেদপুর, সাহেবগঞ্জ, দুমকা-সহ সাঁওতাল পরগনার বিভিন্ন জায়গায় আইন অমান্য চলে বিজেপির। গোটা রাজ্যে এ দিন আনুমানিক চার হাজার কর্মী গ্রেফতার হয়েছে বলে দাবি করেছেন বিজেপি-র রাজ্য কমিটির সদস্য শিবলাল ঘোষ। |
|
|
|
|
|