|
|
|
|
ঘূর্ণাবর্ত হিম-হাওয়া টেনে নেওয়ায় বিপন্ন শীত |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
উত্তর ও পূর্ব ভারত জুড়ে মাঘের চেনা শীত উধাও। তরতরিয়ে শুধু পারদই বাড়ছে না, উত্তর-পশ্চিম ভারতে হচ্ছে বৃষ্টিও। অনেকেই বলছেন, আবহাওয়ার এই ভোলবদলে তাল কেটে গিয়েছে উত্তুরে হাওয়ার।
দিল্লির মৌসম ভবন বলছে, পঞ্জাবের অমৃতসর বা হরিয়ানার হিসারে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬-৮ ডিগ্রি উপরে উঠে গিয়েছে। এ রাজ্যেও পারদ ঊর্ধ্বমুখী। আবহবিদদের আশ্বাস, আজ, শনিবার থেকে উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা কমবে। কিন্তু কলকাতা ও সংলগ্ন এলাকায় আপাতত তেমন কোনও সম্ভাবনা দেখছেন না তাঁরা।
আবহবিজ্ঞানীরা বলছেন, এ বছর সাইবেরিয়ায় বায়ুপ্রবাহের প্রকৃতি বদলে যাওয়ায় একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হচ্ছে কাশ্মীরে। সেগুলি সমতলে নেমে আসায় উত্তর ও পূর্ব ভারতে জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল। জানুয়ারির গোড়ায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গ প্রবল শৈত্যপ্রবাহের মুখে পড়ে। দমদমে তাপমাত্রা নেমে গিয়েছিল ৬.৮ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর বলছে, শীতের এমন কেরামতি সচরাচর দেখা যায় না। এক দিনের জন্য হলেও কলকাতার তাপমাত্রা লন্ডনকেও টেক্কা দিয়েছিল!
তা হলে পরিস্থিতি হঠাৎ এ ভাবে প্রায় উল্টো মুখে ঘুরে গেল কী করে?
আবহবিজ্ঞানীদের ব্যাখ্যা, সম্প্রতি কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাকিস্তানে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল। সেটি পরে সরে আসে রাজস্থানের দিকে। ওই ঘূর্ণাবর্তটি পশ্চিমী ঝঞ্ঝাটিকে উত্তর-পশ্চিম ভারতের দিকে টেনে নিয়ে গিয়েছে। তার প্রভাবে হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশে বৃষ্টি হচ্ছে। মৌসম ভবন জানিয়েছে, হরিয়ানা ও রাজস্থানে গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টি হয়েছে। এর মধ্যে হরিয়ানার হিসারে এবং রাজস্থানের চুরুতে যথাক্রমে ২৪.৪ এবং ৩০.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উপগ্রহ-চিত্র দেখে আবহবিজ্ঞানীদের বিশ্লেষণ, উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের আকাশে মেঘ রয়েছে। আজ, শনিবারেও ওই রাজ্যগুলিতে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কমতে পারে তাপমাত্রাও। ওই ঘূর্ণাবর্ত উত্তুরে হাওয়াকে টেনে নেওয়ায় কোণঠাসা হয়ে পড়েছে শীত।
এই অবস্থায় বাংলার শীত-প্রত্যাশীদের আপাতত কোনও সুখবর শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, এ দিন কলকাতা এবং সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। অন্তত দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে।
তা হলে শীত কি আদৌ ফিরে আসবে রাজ্যে? ফিরলে কবে?
এক আবহবিদ জানান, এ রাজ্যে শীত নির্ভর করে উত্তর ভারত থেকে বয়ে আসা পশ্চিমী ঝঞ্ঝা ও উত্তুরে হাওয়ার উপরে। মৌসম ভবন জানিয়েছে, রাজস্থানের ঘূর্ণাবর্তটি এ দিন সন্ধ্যার পরে দুর্বল হয়ে গিয়েছে। আগামী দিন কয়েকের মধ্যে ফের নতুন একটি ঝঞ্ঝা কাশ্মীরে আসছে। সেটি উত্তর ভারত পেরিয়ে পূর্ব ভারতের দিকে সরে এলে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়বে এ রাজ্যে। |
|
|
|
|
|