|
|
|
|
গ্রেফতার পুত্র |
মন্ত্রী-বাবার গাড়িতে মদ পাচার |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মন্ত্রী-বাবার লালবাতি লাগানো গাড়িই মদ চোরাচালানের বর্ম হিসেবে ব্যবহার করছিল নাগাল্যান্ডের মন্ত্রীপুত্র, টুসি কে লংকুমার। গাড়ির সামনে ‘মিনিস্টার, নাগাল্যান্ড’ লেখা বোর্ডের সৌজন্যে অতীতে পার পেয়ে গেলেও, এ বার বাধ সাধল নির্বাচনী আচরণ বিধির ফাঁস।
নাগাল্যান্ডের জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী এন কে লংকুমারের ছেলে টুসি রীতিমতো কনভয় করে, মন্ত্রীর গাড়ি হাঁকিয়ে অসম থেকে নাগাল্যান্ডে ঢুকছিল। কিন্তু পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে অসমে এখন কনভয় করে যাওয়া নিষিদ্ধ। পুলিশ কনভয় থামায়। তখনই ধরা পড়ে কুকীর্তি। পুলিশের হাতে ধরা পড়ে মন্ত্রীপুত্র। আপাতত পুলিশের হেফাজতেই হয়েছে মন্ত্রীর গাড়ি ও পুত্র। পুলিশ সূত্রে খবর, যোরহাট জেলার মরিয়ানিতে মদ চোরাচালান রুখতে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় ধোদর অলি দেবেরাপার এলাকায় নাগাল্যান্ডের মন্ত্রীর কনভয় হাজির হয়। তার সামনের গাড়িতে ‘মিনিস্টার, নাগাল্যান্ড’ লেখা থাকলেও পিছনের চারটি গাড়িতে অসমের নম্বর ছিল। নাগাল্যান্ডের একটি জিপসিও ছিল কনভয়ে।
মন্ত্রীর গাড়ি থামানোর ‘দুঃসাহস’ দেখানোয় টুসি প্রথমে বেশ খানিকটা হম্বিতম্বি করে। কিন্তু পুলিশ তল্লাশি চালিয়ে একের পর এক মদের বোতল বের করে আনতে থাকে। পুলিশ জানায়, সব মিলিয়ে ছ’টি গাড়ি থেকে ৪৭৯৬ বোতল রম, ৫৭৮ বোতল বিয়ার, ২৬৫ বোতল ভারতে তৈরি হুইস্কি ও ২৪ বোতল স্কচ হুইস্কি আটক করা হয়েছে। নিয়ম মতো নাগাল্যান্ডে মদ কেনাবেচা নিষিদ্ধ। চোরা বাজারে চড়া দামে বিক্রির জন্যই অসম থেকে মদ নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে। খোদ মন্ত্রীর সরকারি গাড়ি ব্যবহার করে মদ পাচারের ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ ও আবগারি বিভাগ। |
|
|
|
|
|