টুকরো খবর |
ফের ট্রেনে ডাকাতি, হত এক যাত্রী |
রেলে ডাকাতি করতে এসে বাধা পেয়ে গুলি চালিয়ে এক যাত্রীকে খুন করল দুষ্কৃতীরা। এ ছাড়াও ডাকাতদের ছোড়া গুলিতে জখম হলেন আরও দুই যাত্রী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ভোর তিনটে নাগাদ গোরক্ষপুর-মুজফ্ফরপুর প্যাসেঞ্জার ট্রেনে, মোতিহারির সুগৌল এবং টেমরা স্টেশনের মাঝে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় প্রহরারত রেল পুলিশের চারজনকে সাসপেন্ড করা হয়েছে। রেল পুলিশ সূত্রের খবর, উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে ট্রেনটি মুজফ্ফরপুরে আসছিল। সুগৌল ছাড়ার পরে সাত জনের একটি দল ডাকাতির উদ্দেশে যাত্রীদের উপর চড়াও হয়। বাধা দেওয়ায় দুষ্কৃতীরা তিন জন গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রভূষণ নামে মোতিহারির জহিন্দ্রা এলাকার এক বাসিন্দার। গুলি লাগে তাঁর ভাইয়ের গায়েও। আঘাত গুরুতর হওয়ায় তাঁকে পটনায় স্থানান্তরিত করা হয়েছে। এ ছাড়াও গুলিতে জখম হরিদর্শন চৌধুরী নামে এক ব্যক্তি। তাঁকে মোতিহারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুজফ্রপুরের রেল পুলিশ সুপার শিউ কুমার ঝা বলেন, “এই ঘটনায় রেল পুলিশের গাফিলতি ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত করা হবে।”
|
কুপওয়ারায় শ্বাসকষ্টে মৃত্যু দুই জওয়ানের |
দম বন্ধ হয়ে মারা গেলেন দুই ভারতীয় জওয়ান। কুপওয়ারা জেলার নওগাম এলাকার ঘটনা। নিহত ওই দুই জওয়ানের নাম, রাম চান্দের ও সুরেশ কুমার। গত দু’দিন ধরে উত্তর কাশ্মীরে চলছে প্রবল তুষারপাত। হাড়কাঁপানো শীতের হাত থেকে বাঁচতে বাঙ্কারে কাঠকয়লার আগুন জ্বালিয়েছিলেন নওগামের তিন সীমান্ত রক্ষী। অক্সিজেনের অভাবে জ্ঞান হারান তিন জওয়ান। তাঁদের মধ্যে এক জনকেই বাঁচানো যায়। এক সেনা কর্তা জানান, বরফঢাকা রাস্তা পেরিয়ে অসুস্থ দুই জওয়ানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি।
|
নাগা সচিবালয়ে আগুন |
আগুন লেগে পুড়ে গেল নাগাল্যান্ড সচিবালয়ের একাংশ। আজ সকালে কোহিমায় সচিবালয়ের ‘পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস’ দফতরে আগুল লাগে। আগুনে নাগাল্যান্ডে কর্মরত ও প্রাক্তন আইএএস ও এনসিএস আমলাদের বহু গুরুত্বপূর্ণ ফাইল, কর্মসংস্থান সংক্রান্ত প্রচুর নথি পুড়ে ছাই হয়ে যায়। রাজ্যের বহু গুরুত্বপূর্ণ তথ্য পূর্ণ ৬টি কমপিউটারও পুড়ে গিয়েছে।
|
ছাত্র মৃত্যু ঘিরে বিক্ষোভ |
ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল চিরাং জেলার বিজনি। পুলিশ জানায়, সকালে একটি গাড়ির ধাক্কায় মফিজুল ইসলাম নামে এক ছাত্রের মৃত্যু হয়। উত্তেজিত জনতা কয়েকটি গাড়িতে আগুন দেয়। পুলিশের সঙ্গেও হাতাহাতি হয়। পরে পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। |
|