মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে ফের প্রকাশ্যে এল জেলায় শাসকদলের গোষ্ঠীবিবাদ। বিধানসভা নির্বাচনের পর থেকেই চাপড়ায় বারবার দলের অর্ন্তদ্বন্দ্ব সামনে এসেছে। বুধবারও সেই দৃশ্যের পুনরাবৃত্তি হল। এ দিন চাপড়া পঞ্চায়েত সমিতির তৃণমূল সহ-সভাপতি উন্নয়নের প্রশ্নে দলীয় সভাপতির বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন। সহ-সভাপতি আব্দুর রশিদ মল্লিকের কথায়, “সভাপতির উন্নয়নমূলক কাজ করার কোনও মানসিকতা নেই। মঙ্গলবার একটি রাস্তার টেন্ডার ডাকার কথা থাকলেও সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ-সহ টেন্ডার কমিটির কেউ হাজির ছিলেন না। নির্বাচনের আগে উন্নয়নের বিষয়ে সভাপতির এই উদাসীনতার জন্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।” সভাপতি অপর্ণা বিশ্বাস বলেন, “পদত্যাগপত্র পেয়েছি। জেলা নেতৃত্ব যা বলবেন তাই করব।” দলের একাংশের দাবি, সম্প্রতি হাটখোলা হাইমাদ্রাসার পরিচালন সমিতিতে পঞ্চায়েত সমিতির প্রতিনিধি মনোনয়নকে কেন্দ্র করে সভাপতি ও সহ-সভাপতির মধ্যে বিবাদ চরমে ওঠে। তার জেরে আব্দুর রশিদ মল্লিক পদত্যাগের সিদ্ধান্ত নেন। স্থানীয় বিধায়ক রুকবানুর রহমান বলেন, “তাৎক্ষনিক উত্তেজনার বশে সহ-সভাপতি এটা করেছেন। আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে।”
|
ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে বৃহস্পতিবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের জঙ্গিপুর কলেজ চত্বর। সকাল থেকেই ছাত্রপরিষদ ও এসএফআইয়ের বচসা চলছিল। দুপুরে তা হাতাহাতিতে গড়ায়। পুলিশকে লাঠি চালাতে হয়। সংঘর্ষে অন্তত দশ জন ছাত্র জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ইটের ঘায়ে আহত হন তিন পুলিশকর্মীও। কলেজের অধ্যক্ষ আবু এল শুকরানা মণ্ডল বলেন, “দু’পক্ষই বহিরাগতদের নিয়ে জড়ো হয়েছিল। গণ্ডগোল প্রথমে কলেজের বাইরেই সীমাবদ্ধ ছিল। পরে দু’পক্ষই কলেজে ঢুকতে গেলে শুরু হয় ইটবৃষ্টি। বাধ্য হয়ে পুলিশ ডাকতে হয়।” তবে, শুক্র ও শনিবার মনোনয়পত্র স্ক্রুটিনি ও প্রত্যাহারের দিন বহিরাগতদের আটকাতে কলেজ গেটে পুলিশ প্রহরা বসানো হবে বলে আগাম জানিয়ে দিয়েছেন অধ্যক্ষ। এ দিন বিকেলের দিকে পরিস্থিতি থিতিয়ে গেলে অবশ্য কলেজে মনোনয়নপত্র জমা পড়ে। ৩৪টি আসনে ৯২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে কলেজ সূত্রের খবর। এ বার তৃণমূল ছাত্র পরিষদ একটিও মনোনয়নপত্র জমা দেয়নি। ৩০ জানুয়ারি কলেজের ছাত্র সংসদের নির্বাচন। এ দিনের ঘটনা নিয়ে এসএফআইয়ের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দেবাশিস রায় বলেন, “ছাত্র পরিষদ বহিরাগতদের এনে আমাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়।” ছাত্রপরিষদের জেলা সম্পাদক রিপন সাহার পাল্টা দাবি, “আমরা নয়, এসএফআই তাদের আশ্রিত গুন্ডা বাহিনী এনে আমাদের উপরে হামলা চালায়।”
|
গঙ্গায় নেমে তলিয়ে গেলেন বিল্টু দে (২৪)। পুলিশ জানিয়েছে, বুধবার আসানসোলের হীরাপুরের একটি দল মায়াপুরে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে তিন জন স্নান করতে নেমে তলিয়ে যান। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দু’জনকে উদ্ধার করা গেলেও বিল্টু দে-র হদিশ মেলেনি।
|
একাদশ শ্রেণির এক ছাত্রকে অপহরণের অভিযোগ উঠল। নাম অজয় মণ্ডল। সাগরদিঘির বেরুলিয়ার ওই ছাত্র বুধবার রাত থেকে নিখোঁজ। অভিযোগ, রাতেই বাড়িতে ফোন করে মুক্তিপণও চাওয়া হয়।
|
মারা গেলেন অবিভক্ত কমিউনিস্ট পার্টির মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক অপর্ণাকিঙ্কর ভট্টাচার্য। বৃহস্পতিবার বহরমপুর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
|
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জাল শংসাপত্র দাখিলের অভিযোগে সাসপেন্ড হয়েছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী রেজিস্ট্রার অশোক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে তথ্যপ্রমাণ দিয়ে জানান, ওই সব শংসাপত্র জাল নয়। তাঁর মক্কেলকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ফাঁসানো হয়েছিল। অশোকবাবু হাইকোর্টে মামলা করার সঙ্গে সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ ও তথ্য কমিশনের কাছে নিজের শংসাপত্র সম্পর্কে জানতে চেয়েছিলেন। পর্ষদ ও কমিশন জানায়, তাঁর কোনও শংসাপত্রই জাল নয়। এই সব তথ্য এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের শংসাপত্রও আদালতে জমা দিয়েছেন তিনি। অশোকবাবুকে সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক ওঙ্কারসাধন অধিকারীর সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। পরীক্ষা নিয়ামক তাঁর শংসাপত্র খতিয়ে দেখে মুখবন্ধ খামে হাইকোর্টকে রিপোর্ট দেবেন।
|
ফের ডাকাতি কল্যাণীতে। বুধবার রাতে কল্যাণীর দুই নম্বর মার্কেটের একটি সোনার দোকানে প্রায় এক ঘণ্টা ধরে ডাকাতি হয়। পাশের দোকনেও হানা দিয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু পুলিশ এসে পড়ায় পিছু হটে তারা। স্থানীয় ব্যবসায়ী কমিটির পক্ষে জনা চারেক প্রহরায় ছিলেন ওই বাজারে। মাঝ রাতে জনা আটেক দুষ্কৃতী ওই প্রহরীদের পিছমোড়া করে বেঁধে শুরু করে অপারেশন। দোকানের শাটার ভেঙে লুঠপাঠ চালায় তারা। পাহারাদার বিমল দাস বলেন, “আমাদের বেঁধে রেখে হুইসেল কেড়ে নিয়ে অপারেশন শুরু করে তারা।” গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
|
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে খড়গ্রামের মাঝিপাড়ার সাকিনা বিবির (৩০)। বুধবার তাঁকে কান্দি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পরদিন তাঁর মৃত্যু হয়েছে। |