টুকরো খবর |
শহরে ভিজি ট্রফি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বোর্ডের বিশ্ববিদ্যালয় ভিজি ট্রফির সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে কলকাতায়। দু’টো সেমিফাইনালের জন্য বাছা হয়েছে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠ এবং কল্যাণীকে। ফাইনাল হবে ইডেনে। এ দিকে, অম্বর রায় সাব-জুনিয়র অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমি (৩৮৮-৪) ৩০২ রানে হারাল মিলন সমিতিকে (৮৬)। মেনল্যান্ডের শুভজিৎ আচার্য (১১৯) ও রোহিত রায় (১০২) সেঞ্চুরি করে। আব্দুল কালাম ৫-১৫।
|
সেমিফাইনালে উত্তরের দল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সাব জুনিয়র দলগত বিভাগে উত্তরবঙ্গের ছেলেরা সেমিফাইনালে উঠল। ক্যাডেটে দলগত বিভাগে সেমিফাইনালে উঠেছে উত্তরবঙ্গের ছেলে এবং মেয়েরা। বৃহস্পতিবার জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতায় সাবজুনির বিভাগে ছেলেরা ৩-১ গেমে হরিয়ানাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। প্রিকোয়ার্টারে তারা ৩-১ গেমে হারায় কর্নাটককে। তামিলনাড়ুকে ৩-০ হারিয়ে ক্যাডেট বিভাগে সেমিফাইনালে উঠেছে উত্তরবঙ্গের মেয়েরা। প্রিকোয়ার্টার ফাইনালে তারা পণ্ডীচেরিকে ৩-০ গেমে হারিয়েছে। সাব জুনিয়র বিভাগে মেয়েরা রাজ্য টেবল টেনিস সংস্থার কাছে হেরে যায়।
|
সাইনা এখন বিশ্বের দু’নম্বর |
ব্যাডমিন্টনের বিশ্ব র্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এলেন অলিম্পিকের ব্রোঞ্জ পদক প্রাপ্ত সাইনা নেহওয়াল। এটাই তাঁর কেরিয়ারের সেরা র্যাঙ্কিং। সাইনার র্যাঙ্কিং পয়েন্ট ৮০০৯১.৭৪। এক-এ রয়েছেন চিনের লি জুয়েরুই। একইসঙ্গে চিনের পুই ইন ইপকে ২১-১২, ২১-৯এ হারিয়ে মালয়েশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সাইনা। তবে ছেলেদের বিশ্ব র্যাঙ্কিংয়ে এগারো-তম স্থানে থাকা কাশ্যপ চোটের কারণে সরে গেলেন মালয়েশিয়া ওপেন থেকে।
|
আর্মস্ট্রংয়ের পদক ফেরত চাওয়া হল |
ডোপিংয়ের অভিযোগ স্বীকার করবেন কি না তিনি তা নিয়ে জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই লান্স আর্মস্ট্রংকে সিডনি অলিম্পিকের ব্রোঞ্জ পদক ফিরিয়ে দেওয়ার কথা বলল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। পদক ফেরত দেওয়ার জন্য আইওসি আর্মস্ট্রংকে চিঠি দেবে বলে জানা গিয়েছে।
|
মেসির গোল ড্র বার্সার |
|
সংগ্রহশালা। মালাগা ম্যাচের আগে ফিফার বর্ষসেরার স্মারক নিয়ে মেসি। ছবি: এএফপি |
কোপা দেল রে-তে হোঁচট খেল বার্সেলোনার বিজয়রথ। চারদিন আগে লা লিগার ম্যাচে ৩-১ গোলে হারালেও কোপা দেল রে-র মালাগার বিরুদ্ধে ম্যাচটি ড্র হয়ে গেল। ম্যাচের ফল ২-২। তবে বার্সেলোনা না জিতলেও মেসি ম্যাজিক এই ম্যাচেও অব্যাহত। ম্যাচটিতে একটি করে গোল করেন মেসি ও পুওল। |
রিয়াল ছাড়তে চান কাকা |
আগামী মরসুমে রিয়াল মাদ্রিদের দুঃস্বপ্নের সফর শেষ করতে চান কাকা। রিয়াল মাদ্রিদ ছেড়ে এসি মিলানে ফিরে যেতে চান ব্রাজিল তারকা কাকা। যদিও কাকার রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন কোচ হোসে মোরিনহো। “আমি মনে করি না যে, কাকা ক্লাব ছেড়ে যাবে। ওর থাকাটা দলের জন্য ভাল।” বলছেন মোরিনহো।
|
লিগের দৌড়ে পিছিয়ে চেলসি |
প্রিমিয়ার লিগে ক্রমশ পিছিয়ে পড়ছে চেলসি। লিগে সাউদাম্পটনের বিরুদ্ধে প্রথম থেকে এগিয়ে থাকলেও ম্যাচটি ড্র হয়ে যায়। ম্যাচের ফল ২-২। এই ম্যাচটি জিততে না পারায় লিগ টেবিলের শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে চেলসির পয়েন্টের পার্থক্য দাঁড়াল তেরো।
|
রঞ্জিতে এগিয়ে যাচ্ছে মুম্বই |
রঞ্জি সেমিফাইনালে সার্ভিসেসের বিরুদ্ধে বড় রান গড়ার পথে মুম্বই। দ্বিতীয় দিনের শেষে মুম্বইয়ের রান ছয় উইকেট হারিয়ে ৩৮০। মুম্বইয়ের হয়ে অজিত আগরকর ১১৩ ও আদিত্য তারে ১০৮ রানে অপরাজিত রয়েছেন। অন্য দিকে রঞ্জির অপর সেমিফাইনালে সৌরাষ্ট্র ৪৭৭ রানে অল আউট হয়ে যায়। সৌরাষ্ট্রর হয়ে ১০৭ রান করেন শেলডন জ্যাকসন। হরভজন সিংহ ৩৭ ওভারে ১০২ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন। দ্বিতীয় দিনের শেষে পঞ্জাব ৪১-০।
|
অন্য খেলা |
ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের বার্ষিক ক্রীড়ায় সেরা সঈদ মারিয়া ও অভিষেক বসাক। খুদেদের ১০০ মিটারে জয়ী উতথ্য বসু। ছিলেন প্রাক্তন ফুটবলার বদ্রু বন্দ্যোপাধ্যায়। |
|