রাস্তার পাশে পাথর থাকায় দুর্ঘটনায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
রাস্তার পাশে জমা করে রাখা পাথরের উপর নিয়ন্ত্রন রাখতে না পেরে লরি চাপা পড়ে মৃত্যু হল এক বালকের। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকালে চুঁচুড়া তালডাঙায় জিটি রোডে। পুলিশ জানিয়েছে মৃত বালকের নাম জয় বাড়ুই(১০)। এই দুর্ঘটনায় আরও এক বালক আহত হয়েছেন। তার নাম সৌমেন মণ্ডল। |
|
এখানেই ঘটেছে দুর্ঘটনা। ছবি: তাপস ঘোষ। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দু’জন বালক সাইকেলে চেপে রবীন্দ্রনগরের দিকে যাচ্ছিল। তালডাঙার কাছে উল্টোদিক থেকে আসা একটি গাড়িকে পাশ দিতে গিয়ে সাইকেল নিয়ে রাস্তার পাশে রাখা পাথরের উপর উঠে পড়ে তারা। সেই সময় পিছন দিক থেকে আসা চুঁচুড়াগামী পাথর বোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। স্থানীয় বাসিন্দারা আহত বালকদের উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় জয়কে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ অবশ্য ট্রাকটিকে আটক করেছে। চালকের খোঁজ চলেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা তৈরির জন্য বেশ কিছুদিন ধরেই জিটি রোডের পাশে পাথর জমা করে রাখা হয়েছে। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কিন্তু এ বিষয়ে প্রশাসনের নজর নেই। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তথাগত বসু বলেন, “তালডাঙার জিটি রোডের ঘটনাটি খুবই দুভার্গ্যজনক। রাস্তার পাশে থাকা পাথরগুলি সরানোর জন্য আমরা পূর্ত দফতরের সঙ্গে যোগাযোগ করেছি।” রাত পর্যন্ত পূর্ত দফতরের কর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। |
|