|
|
|
|
বকেয়া বেতন-ভাতা, ফুঁসছেন পাইলটরা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ক্ষোভ চরমে উঠেছে এয়ার ইন্ডিয়ার পাইলটদের।
বেতন হিসেবে তাঁরা যা পান, তার চেয়ে ওড়ার জন্য ভাতা বা ‘ফ্লাইং অ্যালাওয়েন্স’ পান প্রায় দশ গুণ। কিন্তু, গত জুলাই মাসের সেই ভাতা এখনও তাঁরা পাননি। কবে পাবেন, তারও ঠিক নেই। বৃহস্পতিবারেই ৬টি ড্রিমলাইনার বিমান বসিয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া। আর একই দিনে দিল্লি-মুম্বই-হায়দরাবাদ-কলকাতায় জরুরি বৈঠক করেছেন সংস্থার পাইলটেরা। এক পাইলটের কথায়, “আমরা সবাই মানসিক ভাবে বিপর্যস্ত। কর্তৃপক্ষকে আলাদা করে চিঠি দিয়ে সেই কথাই জানানোর চিন্তাভাবনা চলছে।” যার অর্থ, আবার বড়সড় ধাক্কার মুখে পড়তে চলেছে এয়ার ইন্ডিয়া।
অভিযোগ, গত কয়েক বছর ধরেই সংস্থার পাইলট-সহ সমস্ত শ্রেণির কর্মীদের বেতন ও ভাতা অনিয়মিত হয়ে পড়েছে। শেষ বেতন এসেছে নভেম্বরে। বেতন ও ভাতা না পেয়ে তিনি ‘মানসিক ভাবে বিপর্যস্ত’, এই যুক্তি তুলে নভেম্বরের গোড়ায় মুম্বই থেকে দিল্লি উড়তে অস্বীকার করেন এক সিনিয়র পাইলট। আর এক পাইলটের কথায়, “অসন্তোষ দানা বাঁধছে আঁচ করেই ১০ নভেম্বর এক মাসের ভাতা মিটিয়ে দিয়ে আবার চুপ করে যায় কর্তৃপক্ষ।”
সম্প্রতি কেন্দ্র ৫০০ কোটি টাকা অনুদান দিয়েছে এয়ার ইন্ডিয়াকে। কর্মীদের দাবি, সেই টাকা কর্মীদের বকেয়া বেতন ও ভাতা মিটিয়ে দেওয়ার জন্যই দেওয়া হয়েছে। এর মধ্যেই ৩ জানুয়ারি নোটিস দিয়ে কর্তৃপক্ষ জানান, জুলাই মাসের বকেয়া ভাতা ১৭ জানুয়ারি, বৃহস্পতিবার মেটানো হবে। কিন্তু, এ দিন সকাল থেকে অপেক্ষা করেও সেই ভাতা পাননি পাইলটেরা। কর্তৃপক্ষ জানিয়েছেন, টাকা নেই বলে দেওয়া যাচ্ছে না। এক পাইলটের কথায়, “তা হলে কেন্দ্রের দেওয়া টাকা কোথায় গেল? আমরা বৃহস্পতিবার মিটিং করার পরেই কর্তৃপক্ষ জানিয়েছেন, জুলাইয়ের ভাতা শুক্রবার দেওয়া হবে। কিন্তু, পরের মাসগুলির ভাতা কবে পাব? কত দিন এ ভাবে আমরা কাজ করব?”
এ নিয়ে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চাননি। |
|
|
|
|
|