টুকরো খবর
ধর্মঘট চলবেই, অনড় ট্রেড ইউনিয়নগুলি
হলদিয়ায় ‘বেঙ্গল লিডসে’র মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বন্ধ-অবরোধের বিরুদ্ধে যে বার্তা দিয়েছেন, ২০-২১ ফেব্রুয়ারির সাধারণ ধর্মঘটেই তার জবাব দিতে চায় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী হলে কনভেনশন করে আইএনটিইউসি, সিটু, এআইটিইউসি, বিএমএস-সহ সব সংগঠনের নেতৃত্বই রাজ্যে ধর্মঘট সফল করতে প্রত্যয়ী আহ্বান জানান। এআইটিইউসি-র সাধারণ সম্পাদক গুরুদাস দাশগুপ্তের বক্তব্য, “যতই ব্যঙ্গোক্তি হোক, পশ্চিমবঙ্গে ধর্মঘট হবেই।” সিটুর তপন সেনের ঘোষণা, “রাজ্যে শ্রমিকের অধিকারকে যে ভাবে কোণঠাসা করা হয়েছে, ধর্মঘটই হবে তার জবাব।” ডিজেলের দাম বিনিয়ন্ত্রণের কড়া প্রতিবাদ করেছেন গুরুদাস, তপনবাবুরা। তাঁদের মতে, এর ফলে পরিবহণের খরচ বাড়বে। জিনিসপত্রের দাম চড়বে।

কর্মবিরতির হুমকি পেট্রোলিয়াম ডিলারদের
ডিপো থেকে পাম্পে ডিজেল আনার সময়ে ডিলারদের পরিবহণ শ্রমিকেরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। এর বিহিত না-হলে কর্মবিরতির হুমকি দিয়েছেন পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার সেন। বৃহস্পতিবার এ নিয়ে দুই মন্ত্রী মদন মিত্র ও অরূপ রায় এবং রাজ্য পুলিশের ডিজি-র কাছে ৩ দিনের মধ্যে দোষীদের ধরার দাবি জানানো হয়। তুষারবাবুর অভিযোগ, “এ জন্য পরিবহণের সঙ্গে যুক্ত ঠিকাদারদের একাংশ দায়ী। নেপথ্যে আইওসি-র একাংশের হাত আছে।” তিনি জানান, বৃহস্পতিবার মৌড়িগ্রাম ডিপোর কাছে ডিলারের ট্যাঙ্কারের চালক ও খালাসি প্রহৃত হওয়া নিয়ে নাজিরগঞ্জ থানায় ডায়েরি করা হয়েছে। আইওসি-র পূর্বাঞ্চলীয় এগ্জিকিউটিভ ডিরেক্টর ইন্দ্রজিৎ বসু বলেন, “ডিপোর বাইরে আইন-শৃঙ্খলা রক্ষার দায় প্রশাসনের। ঠিকাদার ও ডিলার, উভয়পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।” পরিবহণমন্ত্রী জানান, জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কেন্দ্র সিডিএমএ স্পেকট্রামের দর অর্ধেক করল
আসন্ন নিলামে সিডিএমএ স্পেকট্রামের ন্যূনতম দর ৫০% কমানোয় বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সায় দিয়েছে বলে জানান টেলিকম মন্ত্রী কপিল সিব্বল। ৮০০ মেগাহার্ৎজ ব্যান্ডের ৫ মেগাহার্ৎজ স্পেকট্রামের ক্ষেত্রে পুরনো দর ১৮,২০০ কোটি টাকা। এর উপর ভিত্তি করেই সংস্থাগুলিকে এককালীন স্পেকট্রাম ফি-ও দিতে হবে। তবে সিডিএমএ সংস্থাগুলির সংগঠন জানিয়েছে, এই দরও যথেষ্ট চড়া। তবে এতে প্রতিযোগিতার পরিবেশ ক্ষুণ্ণ হবে বলে প্রতিবাদ জানিয়েছে জিসিএম সংস্থার সংগঠন সিওএআই। তারা এ নিয়ে আদালতে যেতে পারে।

বিলগ্নিকরণ নিয়ে
ব্যাঙ্ক, বিমা-সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার কেনার ব্যাপারে অনুমোদন পেল জাতীয় বিনিয়োগ তহবিল। মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেওয়ায় কেন্দ্রের বিলগ্নিকরণ পরিকল্পনা রূপায়ণে সুবিধা হবে বলে সরসারি সূত্রের খবর। ব্যাঙ্কগুলিকে নতুন মূলধনও জোগাবে এই তহবিল।

অশোধিত ভোজ্যতেলে আমদানি শুল্ক
দেশে কৃষকদের সুরক্ষা দিতে অশোধিত ভোজ্যতেলে ২.৫% আমদানি শুল্ক বসাল মন্ত্রিসভা।

নতুন নিয়োগ
সুদীপ সেন উত্তরপ্রদেশ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান হলেন। পদটি রাজ্যের প্রতিমন্ত্রী মর্যাদার। তিনি কলকাতার ব্যবসায়ী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.