বোমা ফেটে আহত যুবক
নিজস্ব সংবাদদাতা • কালনা |
বোমার আঘাতে আহত হলেন এক যুবক। বৃহস্পতিবার কালনার ওসমানপুর গ্রামে ঘটনাটি ঘটে। সাহেব মান্ডি নামে ওই যুবক এ দিন জমিতে যাওয়ার সময় বোমা বুঝতে না পেরে গোলাকার কিছু দেখতে পেয়ে তা সরাতে যান। তখনই বোমাটি ফেটে হাত ও পায়ে মারাত্মক জখম হন সাহেববাবু। তাঁকে প্রথমে কালনা মহকুমা হাসপাতাল ও পরে বর্ধমান জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কালনা ২ ব্লকের তৃণমূল সভাপতি প্রণব রায়ের অভিযোগ, সিপিএমের লোকেরাই তৃণমূল সমর্থক লালটু মীরের জমিতে ওই বোমা রেখেছিল। সিপিএমের কালনা জোনাল কমিটি অবশ্য অভিযোগ মানতে নারাজ। প্রসঙ্গত কয়েকদিন ধরেই এলাকায় দু’দলের গণ্ডগোল চলছিল। তৃণমূলের অভিযোগ, কয়েকজন সিপিএম সমর্থক তাঁদের নেত্রী সম্পর্কে খারাপ মন্তব্য করেন। এরই প্রতিবাদে মঙ্গলবার এলাকায় প্রতিবাদসভা করে সিপিএম। বুধবার তৃণমূল পাল্টা একটি মিছিলও করে।
|
বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হল কালনার অ্যাকমে অ্যাকাডেমি স্কুলে। বুধবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে ছিলেন রাজ্যের ক্ষুদ্র কুটির, বস্ত্র ও ভূমি দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ-সহ বিশিষ্টেরা। স্কুলের তরফে সুশীল মিশ্র জানান, ১৬ বছর ধরে চলছে এই সাংস্কৃতিক চর্চা। |