টুকরো খবর
আন্তঃকলেজ ক্যুইজ রানার্স রায়গঞ্জ
রাজ্য ভিত্তিক আন্তঃকলেজ ক্যুইজে সেরা বারাসত কলেজ ক্যুইজ দল। রানার্সের শিরোপা পায় রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ দল। উত্তর দিনাজপুর জেলা ক্যুইজ সংস্থা ও রায়গঞ্জ কালচারাল ফোরামের উদ্যোগে রবিবার থেকে রায়গঞ্জের বিধানমঞ্চে রাজ্য ভিত্তিক আন্তঃ কলেজ ক্যুইজ শুরু হয়েছিল। রাজ্যের বিভিন্ন জেলার ৩৮টি কলেজ অংশ নেয়। মঙ্গলবার সন্ধ্যায় চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন ও রানার্স দলের সদস্যদের হাতে স্মারক, শংসাপত্র, উপহার সামগ্রী ও আর্থিক পুরস্কার তুলে দেন ফোরামের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ, জেলা পরিষদের বিদ্যুত কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দে সহ প্রশাসনিক কর্তারা। এর পরে নাবার্ডের সহযোগিতায় আর্থিক সাক্ষরতা ও আর্থিক ভুক্তি বিষয়ে এক সেমিনারেরও আয়োজন করা হয়।

কলেজ সংসদ নির্বাচনের অনুমতি মিলল
রায়গঞ্জ ইউনিভাসির্টি কলেজে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমীরকুমার দাস। বুধবার। ছবি: তরুণ দেবনাথ।
রায়গঞ্জ ইউনির্ভাসিটি কলেজ কর্তৃপক্ষকে ছাত্র সংসদ নির্বাচনের অনুমতি দিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার দুপুরে কলেজে উপদেষ্টা কমিটির বৈঠকের পর ওই অনুমতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমীরকুমার দাসের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি দল কলেজ পরিদর্শন করেন। উপাচার্য বলেন, “রায়গঞ্জ ইউনির্ভাসিটি কলেজে ছাত্র সংসদ নির্বাচন করার মতো পরিবেশ রয়েছে। কর্তৃপক্ষ চাইলে যে কোনও সময়েই নির্বাচন প্রক্রিয়া শুরু করতে পারেন।” গত বছরের ৫ জানুয়ারি কলেজ চত্বরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ দে সরকার নিগ্রহ হন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর কলেজে সুষ্ঠু পরিবেশ না থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ছাত্র সংসদ নির্বাচনের ওপর স্থগিতাদেশ জারি করেন। বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবাশিস বিশ্বাস জানান, ক বছর ছাত্র সংসদ না থাকায় কলেজের পঠনপাঠন ও প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতে অসুবিধা হচ্ছিল। সাম্প্রতিক পরিস্থিতিতে এখনই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি না করার জন্য উপাচার্য, কলেজকে আর্জি জানায় টিএমসিপি।

প্রয়াত মহারানি জর্জিনা নারায়ণ
কোচবিহারের মহারানি জর্জিনা নারায়ণের মৃত্যু হয়েছে। গত সোমবার, ১৪ জানুয়ারি স্পেনে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮২ বছর। প্রয়াত মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের স্ত্রী জর্জিনা নারায়ণ কোচবিহারের বাসিন্দাদের কাছে মহারানি জিনা নারায়ণ নামে পরিচিত ছিলেন। বুধবার হেরিটেজ সোসাইটির কর্তাদের কাছে তাঁর মৃত্যুসংবাদ পৌঁছতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়। হেরিটেজ সোসাইটির সম্পাদক অরূপজ্যোতি মজুমদার বলেন, “অস্ট্রেলিয়া নিবাসী রাজপরিবারের এক আত্মীয় মারফত ই-মলে মহারানী জিনা নারায়ণের মৃত্যুর খবর জেনেছি। আমরা শোকাহত।” ১৯৫৬ সালে লন্ডনে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের সঙ্গে জর্জিনা নারায়ণের বিয়ে হয়।

আজ আন্দোলন, দুর্ভোগের আশঙ্কা
বকেয়ার দাবিতে আজ, বৃহস্পতিবার পরিষেবা বন্ধ করে আন্দোলনে নামছেন পানীয় জল সরবরাহের কাজে ঠিকাদার নিযুক্ত পাম্প অপারেটররা। পাম্প অপারেটর কর্মী ইউনিয়ন ও সিটুর সংগঠনের তরফে আলাদাভাবে প্রতীকি ধর্মঘটের ডাক দিয়েছেন। এতে কোচবিহার ও জলপাইগুড়ির তিন শতাধিক পাম্পে জল সরবরাহ বিঘ্নিত হলে প্রায় দু’লক্ষ বাসিন্দার দুর্ভোগে পড়ার আশঙ্কা আছে। অভিযোগ, সেপ্টেম্বর মাস থেকে ঠিকদার নিযুক্ত পাম্প অপারেটররা বেতন পাচ্ছেন না।

আজ আন্দোলন, দুর্ভোগের আশঙ্কা
বকেয়ার দাবিতে আজ, বৃহস্পতিবার পরিষেবা বন্ধ করে আন্দোলনে নামছেন পানীয় জল সরবরাহের কাজে ঠিকাদার নিযুক্ত পাম্প অপারেটররা। পাম্প অপারেটর কর্মী ইউনিয়ন ও সিটুর সংগঠনের তরফে আলাদাভাবে প্রতীকি ধর্মঘটের ডাক দিয়েছেন। এতে কোচবিহার ও জলপাইগুড়ির তিন শতাধিক পাম্পে জল সরবরাহ বিঘ্নিত হলে প্রায় দু’লক্ষ বাসিন্দার দুর্ভোগে পড়ার আশঙ্কা আছে। অভিযোগ, সেপ্টেম্বর মাস থেকে ঠিকদার নিযুক্ত পাম্প অপারেটররা বেতন পাচ্ছেন না।

দুর্ঘটনায় মৃত দুই
নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা মেরে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায়। পুলিশ জানায়, মৃতদের নাম প্রদীপ বর্মন (৪০) এবং অজয় সরকার(৩৫)।

জমি বিবাদ, বোমা
জমির সীমানা নিয়ে দুই গোষ্ঠীর বিবাদে বোমাবাজিতে বুধবার উত্তপ্ত হয়ে উঠল গোবিন্দপুর পঞ্চায়েতের মেহেঙ্গা এলাকা। বোমায় দু’জন জখম হন।

বিক্ষোভ মিছিল
পুলিশি নিষ্ক্রিয়তায় রায়গঞ্জের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে অভিযোগে আন্দোলনে নামল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফের রায়গঞ্জ লোকাল কমিটি। বুধবার সংগঠনের সদস্যরা শহরে বিক্ষোভ মিছিল করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.