দুর্ঘটনায় মৃত দুই, আহত ১৮ |
যাত্রা দেখতে যাওয়ার পথে পিকআপ ভ্যান উল্টে মৃত্যু হল দু’জনের। আহত হলেন ১৮ জন। আহতদের পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-মানবাজার রাস্তায় দরডি মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, রানিডি গ্রামের গোরাচাঁদ মুর্মু (৫৫) ও নিতাই হেমব্রমের (২৮) ঘটনাস্থলেই মৃত্যু হয়। রানিডি গ্রামের এক দল বাসিন্দা মঙ্গলবার পিকআপ ভ্যানে চেপে আড়শা থানার কান্টাডিতে যাত্রা দেখতে যাচ্ছিলেন। গোরাচাঁদবাবুর সম্পর্কিত ভাই নিমাই মুর্মু বলেন, “আমরা সওয়া আটটা নাগাদ বাড়ি রওনা দিই। দরডি মোড়ের কাছে গাড়িটা গতি নিয়ন্ত্রণ করতে না পেরে উল্টে গেল। সকলেই ছিটকে পড়েছিলাম। এমন ভয়াবহ ঘটনা ঘটবে ভাবতে পারছি না।” পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।
|
খবর পেয়ে বুধবার রামপুরহাটের বগটুই গ্রামের পূর্বপাড়ায় পুকুর থেকে ৩০০ বোমা উদ্ধার করে পুলিশ। এসপি সুপার মুরলীধর শর্মা বলেন, “ড্রাম ভর্তি করে বোমাগুলি মাটিতে পোঁতা ছিল। জেলা পুলিশের একটি প্সেশাল টিম গঠন করে বোমা উদ্ধার করা হয়। কে বা কারা বোমা রেখেছিল তদন্ত করে দেখা হচ্ছে।” গত সেপ্টেম্বর মাসে ওই গ্রামে বোমা ফেটে ৭ জনের মৃত্যু হয়েছিল।
|
কোতুলপুরের বালিঠ্যা গ্রামে বুধবার থেকে শুরু হল বাসন্তী চণ্ডীর মেলা। বাসন্তী-চণ্ডীর মন্দির ঘিরে বসেছে দোকানপাট। ভিড় জমিয়েছেন আশপাশের গ্রামের মানুষজন। বাসিন্দারা জানান, এই মেলা শতবর্ষ পেরিয়েছে। মেলা শেষ হবে আজ বৃহস্পতিবার।
|
শহরের ট্যাক্সি স্ট্যান্ডে অনুষ্ঠান করে জেলার ৩২২টি স্কুলের দু’হাজার দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীকে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার দিল তৃণমূল। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো। |