সংস্কৃতির নতুন অঙ্গন জয়দেবে
য়দেবে একটি কেন্দ্র থাকবে, যেখানে নিরবিচ্ছিন্ন সংস্কৃতি চর্চা করা যাবে। সমাবেশ ঘটবে জেলা ও জেলান্তরের কবি, লেখক, নাট্যকার, সঙ্গীত শিল্পী এবং বাউলদের। স্বপ্ন ছিল কবি জয়দেবের এই ভূমিতেই গড়ে উঠবে ক্ষুদ্র পত্র-পত্রিকা বা লিটিল ম্যাগাজিনের সংরক্ষণ কেন্দ্র, বাউল অ্যাকাডেমি এবং কবি জয়দেবের সংগ্রহশালা। বহু বছরের অপেক্ষার পর জয়দেব সংস্কৃতি পরিষদের সেই স্বপ্ন এখন বাস্তবায়িত হওয়ার পথে। বিধায়কের এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ সাহায্যে কিছু দিন আগেই জয়দেব কেঁদুলিতে অজয়ের পাড় ঘেঁষে তৈরি হয়েছে ‘ভক্তিভবন’ নামে একটি ভবন।
ভক্তিভবনে সাজানো লিটল ম্যাগাজিন।—নিজস্ব চিত্র।
ওই ভবনটির দায়িত্ব মাত্র দিন কয়েক আগেই পেয়েছে জয়দেব সংস্কৃতি পরিষদ। এ বার জয়দেব মেলাকে উপলক্ষ করে দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবায়িত করার উদ্দেশ্য নিয়ে পথ চলা শুরু হল। দু’ চার জন শুভানুধ্যায়ীর ব্যক্তি-সংগ্রহ থেকে ইতিমধ্যেই ভবনে এসে পৌঁছেছে কয়েকশো লিটিল ম্যাগাজিন। যে-গুলিকে নব নির্মিত ভবনে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। চলছে সাহিত্যসভা, তথ্যচিত্র প্রদর্শনী, বাউল ও ফকিরি গানের আসর, আলোচনাসভা ইত্যাদি। জয়দেব আঞ্চল সংস্কৃতি সেবা সমিতি বা পরিষদের সম্পাদক রণজিৎ মুখোপাধ্যায় বা সভাপতি শান্তি রজকেরা জানালেন, গত ৩৭ বছর ধরে চলছে তাঁদের এই প্রয়াস। তাঁদের কথায়, “সংস্কৃতি প্রেমী তথা এলাকার প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক ভক্তিপদ ঘোষের জন্যই এই ভবনটি এই অঞ্চলে গড়ে উঠল। সংস্কৃতি চর্চার পাশাপাশি বাউল অ্যাকাডেমি গড়ে বাউলদের উন্নতি ঘটানো ও জয়দেবকে তুলে ধরার লক্ষ্যে কাজ করব। তবে ভবন হলেও আমাদের ভাবনাগুলিকে বাস্তবে রূপ দিতে উপযুক্ত পরাকাঠামো গড়ে তুলতে হবে। আর সেই জন্য আরও অর্থের প্রয়োজন। প্রশাসনকে সে বিষয়ে বলা হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.