টুকরো খবর
বরাদ্দ নিয়ে সমস্যা, বিক্ষোভে কর্মীরা
শিশু বিকাশ প্রকল্প আধিকারিকে কার্যালয়ের সামনে জমায়েত। নিজস্ব চিত্র।
সহায়িকা নিয়োগ, নিজস্ব ভবন তৈরি, বেতন, জ্বালানি ও সব্জি বাবদ খরচের টাকা এক সঙ্গে দেওয়া-সহ নানা দাবিতে বুধবার দুবরাজপুর ব্লক শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন বেশ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকা। ফব প্রভাবিত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের একটি সংগঠনের পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয়। পরে ১৬ দফা দাবিতে তাঁরা সিডিপিওকে স্মারকলিপি দেন। অঙ্গনওয়াড়ি কর্মী প্রভা হালদার, উষসী দেবী, ননীরানি মল্লিকদের ক্ষোভ, “খুব সমস্যার মধ্যেই চালাচ্ছি। বাসনপত্রের সমস্যাও রয়েছে। তাই নির্দেশ থাকলেও অধিকাংশ কেন্দ্রে খিচুড়ির পরিবর্তে ভাত-সব্জি রান্না করা সম্ভব হচ্ছে না।” তাঁদের দাবি, “জ্বালানি, সব্জি এবং ডিমের খরচ বাবদ যে টাকাটা বরাদ্দ আছে, প্রথমত সেই টাকায় হয় না এবং সেই টাকা পেতে চার পাঁচ মাস সময় লেগে যায়। বাধ্য হয়ে দোকানে ধার রাখতে হয় নতুবা নিজেদের কাছ থেকে খরচ করতে হয়।” ব্লকের ২৭৫টি কেন্দ্রের মধ্যে ১১৫টি কেন্দ্রের নিজস্ব ঘর বা রান্না ঘর নেই, সে কথা মেনে নিয়েছেন দুবরাজপুর ব্লক শিশু বিকাশ প্রকল্প আধিকারিক বিপ্লব সেন। তিনি বলেন, “সহায়িকা নিয়োগের প্রক্রিয়া চলছে। আর ব্যাঙ্কের সঙ্গে কথা বলে বেতনের সঙ্গেই জ্বালানি ও সব্জি খরচের টাকা দেওয়ার চেষ্টা করা হবে।”

ডাম্পারের ধাক্কায় খুঁটি ভেঙে বিদ্যুৎহীন
ডাম্পারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হল এলাকার ১৫টি বিদ্যুতের খুঁটি। তার মধ্যে ৯টি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। মঙ্গলবার রাতে মুরারই থানার চাতরা পশ্চিমবাজার এলাকায় চাতরা-সুলতানপুর রাস্তায় এই ঘটনায় শুধু ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি তা নয়, এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রতিবাদে বুধবার সকাল থেকে ওই রাস্তায় অবরোধ করেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা সুজয় দাস, পঞ্চানন উপাধ্যায়, শম্পা দত্ত, ধীমান সাহাদের ক্ষোভ, “দীর্ঘদিন ধরে এই রাস্তা সংস্কার হয়নি। তার উপরে ঝাড়খন্ডের সুন্দরপাহাড়ি এলাকার পাথর বোঝাই ট্রাক যাতায়াত করছে। এর ফলে রাস্তার হাল আরও খারাপ হচ্ছে। পথ অবরোধ করা হলেও পাথর বোঝাই ট্রাক যাতায়াত বন্ধ হয়নি।” তাঁরা জানান, দিনভর অবরোধ চললেও পুলিশ বা প্রশাসনের তরফ থেকে সদর্থক ভূমিকা নিতে দেখা যায়নি। রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির মুরারই গ্রাহক পরিষেবা কেন্দ্রের সহকারি বাস্তুকার শুভদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “যুদ্ধকালীন তৎপরতায় এলাকায় নতুন খুঁটি বসানোর কাজ চলছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।” এ দিকে, গভীর রাত পর্যন্ত পাথর শিল্পাঞ্চল এলাকায় যে সমস্ত গাড়ি যাতায়াত করে তাদের ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়েছেন মুরারই ১ ব্লকের বিডিও আবুল কালাম।

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত
সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল বছর পঁচিশের এক যুবকের বিরুদ্ধে। বুধবার বীরভূমের মহম্মদবাজার থানা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ওই ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে মঙ্গল হেমব্রম নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই ছাত্রীর বাবার অভিযোগ, এ দিন দুপুরে তাঁর মেয়ে গরু চরাতে স্থানীয় জঙ্গলের দিকে যাচ্ছিল। সেই সময় মঙ্গল মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বাড়িতে এসে সে ঘটনার কথা তার মাকে জানায়। অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় মঙ্গলকে পুলিশ ধরে। পুলিশ জানায়, ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য সিউড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

তার চুরি, ধৃত আরও ১ দুষ্কৃতী
রেলের তার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করল আরপিএফ। ধৃতের নাম শেখ সিরাজ। তার কাছ থেকে ৫২ কিলো তার উদ্ধার হয়েছে বলে আরপিএফের দাবি। আজ বৃহস্পতিবার ধৃতকে বোলপুর আদালতে হাজির করানো হবে। এর আগে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জন ধরা পড়েছে। উদ্ধার হয়েছিল প্রায় ৮০০-৯০০ মিটার তার। ধৃতেরা আরপিএফের হেফাজতে রয়েছে। হাওড়া ডিভিশনের বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনের সাঁইথিয়া-রামপুরহাটের মধ্যে বৈদ্যুতিক ট্রেন চালানোর জন্য বিদ্যুতের কাজ শুরু হয় গত নভেম্বর মাসে। কাজ শুরুর আগেই ওই মাসে বিদ্যুদয়নের জন্য আনা তার চুরি যায়। এর পরে গত ২২ ও ২৮ ডিসেম্বর এবং গত ৮ জানুয়ারি ফের চুরি হয় তার। দুষ্কৃতীদের ধরতে সাঁইথিয়ায় ঘাঁটি গাড়েন আরপিএফের সিআইডি হেডকোয়ার্টার (কলকাতা) ও হাওড়া ২ ডিভিশনের অফিসাররা। গত শনি ও রবিবার তল্লাশি চালিয়ে প্রেমলাল চৌধুরী, সুভাষ বাগদি, ছোটন অঙ্কুর, সঞ্জীত বাগদি ও বুদ্ধরাম সাউ ওরফে লোহা সিংকে ধরে রেলপুলিশ। তাদের জেরা করে ষষ্ঠ জনের সন্ধান মেলে সিউড়ির পুরন্দরপুরে।

যাবজ্জীবন
স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল স্বামীর। বুধবার রামপুরহাট ফাস্ট ট্র্যাক প্রথম আদালতের বিচারক সুধীর কুমার এই রায় দেন। সরকারি আইনজীবী দেবপ্রসাদ ভট্টাচার্য জানান, ২০১০ সালের ৩০ ডিসেম্বর রাতে স্ত্রী পাতাসি বিবিকে শ্বশুরবাড়ির লোকেরা কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ হয়েছিল। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি ওই বধূ মারা যান। মৃতার দাদা জামাই কুতুবউদ্দিন শেখ-সহ পাঁচ জনের বিরুদ্ধে বোনকে খুনের অভিযোগ দায়ের করেছিলেন। প্রমাণের অভাবে বাকিরা বেকসুর খালাস পেয়ে গেলেও কুতুবউদ্দিনকে দোষী সাব্যস্ত করে আদালত।

পথ অবরোধ
লুঠপাট ও ভাঙচুরে অভিযুক্তদের গ্রেফতার ও ক্ষতিপূরণের দাবিতে বুধবার ৩ ঘণ্টা ময়ূরেশ্বরের কোটাসুর মোড়ে সিউড়ি-বহরমপুর সড়ক অবরোধ করল বিজেপি। মঙ্গলবার স্থানীয় ব্রহ্মদৈত্যি মেলায় দু’টি গ্রামের বিবাদের জেরে ভাঙচুর এবং লুঠপাট চালানো হয় বলে অভিযোগ। পুলিশ জানায়, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

গ্রেফতার দুই
মোবাইলে ইন্টারনেট পরিষেবা উন্নত করার জন্য বাড়ির ছাদে টাওয়ার বসানোর নামে প্রতারণা করা হয়েছে। এই আভিযোগে দুই যুবককে মঙ্গলবার আটকে রেখেছিলেন সদাইপুর থানা এলাকার গুণসীমা গ্রামের বাসিন্দারা। পরে পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করে। বুধবার উদয় সিংহ, কল্যাণ রায় নামে খয়রাশোলের ওই দুই বাসিন্দাকে পুলিশ গ্রেফতার দেখায়। বোলপুর আদালতে হাজির করানো হলে তাদের তিন দিন পুলিশি হেফাজত হয়। অভিযুক্তদের নামে ইলামবাজার থানা এলাকায় একই ভাবে প্রতারণা করার আভিযোগ রয়েছে বলে পুলিশের দাবি।

উৎসব ঘিরে মেলা
প্রতি বছরের মতো মাঘ মাসের প্রথম দিন রামপুরহাট শহর সংলগ্ন বুংকেশ্বরী মায়ের বার্ষিক উৎসব ঘিরে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে। মঙ্গলবার বার্ষিক এই উৎসবকে ঘিরে মেলাও বসেছিল। এখানে একটি বিশ্রামাগার, পর্যাপ্ত আলো ও পানীয় দলের ব্যবস্থার দাবি জানান এলাকার বাসিন্দারা।

বোমা উদ্ধার
খবর পেয়ে বুধবার রামপুরহাটের বগটুই গ্রামের পূর্বপাড়ায় পুকুর থেকে ৩০০ বোমা উদ্ধার করে পুলিশ। এসপি সুপার মুরলীধর শর্মা বলেন, “ড্রাম ভর্তি করে বোমাগুলি মাটিতে পোঁতা ছিল। জেলা পুলিশের একটি প্সেশাল টিম গঠন করে বোমা উদ্ধার করা হয়। কে বা কারা বোমা রেখেছিল তদন্ত করে দেখা হচ্ছে।” গত সেপ্টেম্বর মাসে বগটুই গ্রামেই বোমা বাঁধতে গিয়ে ৭ জনের মৃত্যু হয়েছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.