ফের ডাকাতি সোনার দোকানে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
ফের সোনার দোকানে ডাকাতি। মঙ্গলবার রাতে বাদুড়িয়ার কেওটশা বাজারে হামলা চালায় দুষ্কৃতীরা। লুঠ করে ২ ভরি সোনা এবং ৮৫ ভরি রুপো। এছাড়া স্বরূপনগরের চারঘাট বাজারে একটি সোনার দোকানে লুঠপাট ছাড়াও পুলিশ চৌকির ঢিল ছোঁড়া দূরত্বে আরও তিনটি দোকানে দুষ্কতীরা হামলা চালায়। লুঠ করে ৩ ভরি সোনা, ৩৫ ভরি রুপো এবং বেশ কয়েক হাজার টাকা নগদ। লুঠপাটের চেষ্টা হয় ঘোষপুর ও গোপালপুর বাজারের দুটি দোকানেও। এই নিয়ে গত দু’সপ্তাহে হাড়োয়া, বাদুড়িয়া ও স্বরূপনগরে ১৩টি সোনার দোকানে হামলা চালিয়ে প্রায় ৫০০ ভরি রুপো এবং ২৫ ভরি সোনার অলঙ্কার-সহ বেশ কয়েক হাজার টাকা লুঠপাটের ঘটনা ঘটেছে। বাদুড়িয়া বাজারে লুঠপাট চালানোর সময় দুই নৈশপ্রহরী-সহ চারজনকে বেঁধে রেখে পালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের গাড়ি আটকাতে গিয়ে আহত হন বাদুড়িয়া থানার ওসি। ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত মাত্র এক জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। তাঁকে জেরা করে এবং প্রতিটি ডাকাতির ঘটনায় পুলিশ মনে করছে এর পিছনে একটিই চক্র রয়েছে। চক্রটিকে ধরতে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। স্বরূপনগরের সিআই শঙ্কর রায়চৌধুরী বলেন, “গাড়িতে করে এসে লুঠপাট চালাচ্ছে দুষ্কৃতীরা। আশা করছি খুব শীঘ্রই তাদের ধরা সম্ভব হবে।” |
জন্ম সার্ধশতবর্ষে স্বামীজিকে স্মরণ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সাড়ম্বরে স্বামী বিবেকানন্দের জন্মের ১৫১ বছর পালিত হল বসিরহাট মহকুমার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে। বসিরহাটের কাছারিপাড়ায় বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয়। স্বরূপনগরের শাঁড়াপুল ডাকবাংলোয় আয়োজিত হয় ব্লক যুব উৎসব। এই অনুষ্ঠানে শিশু কিশোরদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, চক্ষুদান ও স্বাস্থ্য শিবির আয়োজিত হয়। নারী ও শিশু নির্যাতন বিষয়ে আলোচনায় যোগ দেন বিশিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার অনুষ্ঠানের শেষ দিনে বিভিন্ন প্রতিযোগিতায় সফলদের পুরস্কৃত করা হয়। হিঙ্গলগঞ্জের বিশপুর সামাজিক শিক্ষাকেন্দ্র ও সাধারণ পাঠাগার-এর পক্ষ থেকে তিন দিনের ‘স্বামী বিবেকানন্দ ছাত্র ও চেতনা উৎসব ২০১৩’ অনুষ্ঠিত হয়। এ ছাড়াও গুণিজন সংবর্ধনা, মহিলাদের ক্যানসার নির্ণয় শিবির, দুঃস্থদের শীতের পোশাক বিতরণ, ছাত্র ছাত্রীদের বই প্রদান, যেমন খুশি সাজো, খেলাধুলা, ক্যুইজ প্রতিযোগিতা, নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। |
ক্রিকেটে জয়ী ‘এগিয়ে চল’
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
ভরা ক্রিকেট মরসুমে জমজমাট বনগা। স্থানীয় প্রতাপগড় স্পোটিং ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল এগিয়ে চলো সংঘ। ফাইনালে তাঁরা প্রতাপগড় স্পোটিং ক্লাবের মাঠে গাঁধীপল্লী বিবেকানন্দ স্পোটিং ক্লাবকে পরাস্ত করে। ফাইনাল খেলায় এগিয়ে চলো সংঘ নির্ধারিত ৩০ ওভারে ১৮২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১৭৪ রানে থেমে যায় বিবেকানন্দ স্পোটিং ক্লাব। একই সঙ্গে প্রতিযোগিতার সেরা খেলোয়াড়, সেরা বোলার ও সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন এগিয়ে চলো সংঘের সৌরভ দত্ত। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন সচিব শরদিন্দু পাল, মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক শঙ্কর আঢ্য ও আয়োজক সংগঠনের সভাপতি সুনীল সরকার। |
মাদক-চোলাই পাচার, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
মাদক পাচারের অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে হাসনাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার নাম রোজিনা বিবি। তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন আটক হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হাসনাবাদ স্টেশন চত্বরে ওই মহিলাকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশে। পুলিশ এসে ওই মহিলাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে, মহিলা এক ব্যাক্তির কাছে ওই মাদক পৌঁছে দিতে এসেছিলেন। অন্যদিকে, এ দিন রাতে বসিরহাট থানার সংগ্রামপুর থেকে আর এক চোলাই বিক্রেতা সনৎ সিংহকে গ্রেফতার করেন বসিরহাট থানার আইসি। তার কাছ থেকে বেশ কয়েক লিটার চোলাই আটক করা হয়েছে। |
গাইঘাটায় মেলা
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা
|
শুরু হয়েছে গাইঘাটা ব্লক পুষ্প, কৃষি ও শিল্প মেলা। গত শনিবার মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের ডেপুটি ডাইরেক্টর জেনারেল কে ডি কোকাটে, স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ও বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক সুরজিৎ বিশ্বাস। মেলার আয়োজক স্থানীয় পুষ্প ও শিল্প মেলা কমিটি। সহযোগিতায় রয়েছে গাইঘাটা পঞ্চায়েত সমিতি। মেলা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। |
গাইঘাটায় যুব উৎসব
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা
|
জাতীয় যুব উৎসব উপলক্ষে দু’দিনের গ্রামশ্রী উৎসব শেষ হল রবিবার। গাইঘাটার বিদ্যাসাগর সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এই উৎসবের সহযোগিতায় ছিল নেহেরু যুবকেন্দ্র। |
বারাসতের খুনে ঠিকাদার ধৃত
|
বারাসতে গৃহবধূ হত্যায় ইটভাটার ঠিকাদারকে গ্রেফতার করল সিআইডি। পুলিশ জানায়, বুধবার বারাসতের নীলগঞ্জে ধৃত ওই ব্যক্তির নাম ইউসুফ বৈদ্য। বারাসত আদালতের নির্দেশের ভিত্তিতে সাত দিনের জন্য তাকে নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি। ২৯ ডিসেম্বর জগন্নাথপুরের একটি ইটভাটায় খুন হন ওই মহিলা। |