নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তরুণকে উইকেট-পেটা করার পরে আরপিএফ বা রেলরক্ষী বাহিনীর আরও একটি অমানবিক কীর্তি দেখল হাওড়া!
রেলের মাঠে ক্রিকেট খেলার ‘অপরাধ’-এ মঙ্গলবার এক যুবককে উইকেট দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছিল রেলরক্ষী বাহিনীর এক কনস্টেবলের বিরুদ্ধে। পরে ওই কনস্টেবলকে সাসপেন্ডও করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই আবার, এক ব্যক্তির সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠল কয়েক জন আরপিএফ-কর্মীর বিরুদ্ধে।
রেললাইনের উপর দিয়ে হাঁটার অভিযোগে গঙ্গাসাগর-ফেরত এক বৃদ্ধকে ধরে নিয়ে যাচ্ছিলেন তিন জন আরপিএফ-কর্মী। তাঁরাও হাঁটছিলেন রেললাইন ধরেই। তাঁরা যে-লাইন দিয়ে হাঁটছিলেন, হঠাৎ তাতে একটি মালগাড়ি চলে আসে। আরপিএফ-কর্মীরা সরে গেলেও মালগাড়ির ধাক্কায় ওই বৃদ্ধের দু’টি হাতই গুরুতর জখম হয়। কিন্তু তাঁর চিকিৎসার ব্যবস্থা না-করে, তাঁকে লাইনে ফেলে রেখেই ওই আরপিএফ কর্মীরা চম্পট দেন বলে অভিযোগ। বুধবার ঘটনাটি ঘটে লিলুয়া স্টেশনের কাছে।
পুলিশ জানায়, সুধাপ্রসাদ পাল নামে ওই বৃদ্ধ উত্তরপ্রদেশের শক্তিনগরের বাসিন্দা। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিন দুপুরে তিনি ভুল করে হাওড়া থেকে ট্রেনে চেপে লিলুয়ায় নামেন। সেখান থেকে রেললাইন ধরে হাঁটতে শুরু করেন হাওড়ার দিকে। সেই সময় তাঁকে আটক করে টহলদার তিন আরপিএফ-কর্মী। অভিযোগ, সুধাবাবুর মাফলার দিয়েই তাঁর দু’হাত বেঁধে রেললাইন দিয়ে হাঁটিয়ে বামনগাছি আরপিএফ অফিসে নিয়ে যাচ্ছিলেন ওই তিন রেলরক্ষী। সেই সময় বামনগাছি ডিজেল কারশেডের কাছে পিছন থেকে একটি মালগাড়ি চলে আসে। তার আওয়াজ শুনে ওই তিন রক্ষী লাইন থেকে সরে গেলেও সরতে পারেননি সুধাবাবু। মালগাড়ির ধাক্কায় তাঁর দু’টি হাত জখম হয়। প্রায় আধ ঘণ্টা তিনি রক্তাক্ত অবস্থায় রেললাইনের ধারে পড়ে ছিলেন।
দেবাশিস বন্দ্যোপাধ্যায় নামে ডিজেল কারশেডের এক কর্মী বলেন, “দেখতে পেয়ে ওই বৃদ্ধকে রেলের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাই।” সেখানে আরপিএফের এই আচরণের প্রতিবাদ করে বিক্ষোভও দেখান ডিজেল কারশেডের কর্মীরা। পরে সুধাবাবুকে হাওড়া হাসপাতালে ভর্তি করানো হয়।
প্রশ্ন উঠেছে: • রেললাইনে হাঁটার অভিযোগে বৃদ্ধকে ধরা হল। অথচ রেললাইন ধরেই ধৃতকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল কেন?
• মালগাড়ির ধাক্কায় জখম বৃদ্ধকে ফেলে রেখে রক্ষীরা পালিয়েই বা গেলেন কেন? আরপিএফের সিনিয়র ডিভিশনাল সিকিওরিটি কম্যান্ডার অরোমা সিংহ ঠাকুর বলেন, “এক জন অফিসার তদন্ত করছেন। দোষ প্রমাণিত হলে অভিযুক্তদের সাসপেন্ড করা হবে।” |