পাকিস্তানের মেয়ে ক্রিকেট দলের ভারতে আসার সম্ভাবনা বিশ বাঁও জলে। এমনকী মেয়েদের টি-টেয়েন্টি বিশ্বকাপটাও আদৌ ভারতে হবে তো? উঠে গেল সেই প্রশ্নও। পাকিস্তানকে আটকাতে গিয়ে উল্টে ক্রিকেট দুনিয়ায় ভারতের অস্বস্তিই বাড়ল।
ভারতে পেশাদার লিগে খেলতে আসা পাক হকি খেলোয়াড়রা দেশে ফিরে যাওয়ার দিনই ভারতে বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়ে পাল্টা চাল দিল পাক ক্রিকেট বোর্ড। পাক মেয়ে দলের ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশগ্রহণের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। মুম্বই ক্রিকেট সংস্থা ও মুম্বই পুলিশ বুধবার বৈঠকের পর জানিয়েছে, পাক দলের নিরাপত্তার ব্যবস্থা করা গেলেও কোনও সংগঠন ম্যাচ ভন্ডুলের চেষ্টা করলে তা রোখার নিশ্চয়তা তারা দিতে পারবে না। অন্য দিকে গুজরাত ক্রিকেট সংস্থা পাক মেয়ে দলের ম্যাচ আয়োজন করতে রাজি নয়। এই পরিস্থিতিতে ভারতের হাত থেকে গোটা বিশ্বকাপটাই ‘ছিনতাই’ করে নেওয়ার চেষ্টা শুরু করে দিল পাকিস্তান। |
অশান্তির জের |
• বুধবারই দেশে ফিরে গেলেন ভারতীয় হকি লিগে খেলতে আসা পাক প্লেয়াররা
• ভারতের মাটিতে পাক মেয়ে ক্রিকেট দলের ম্যাচ আয়োজনের কেন্দ্র পাওয়া যাচ্ছে না
• নরেন্দ্র মোদীর গুজরাত ক্রিকেট সংস্থা বিশ্বকাপে পাক দলের ম্যাচ করতে গররাজি
• ভারতে মেয়েদের বিশ্বকাপ করা নিয়ে সমস্যায় আইসিসি, স্পনসররাও অশান্ত বিশ্বকাপ চাইছে না
• পাক বোর্ড প্রধানের দাবি, কাপ হোক দক্ষিণ আফ্রিকায় |
|
৩১ জানুয়ারি শুরু হচ্ছে মেয়েদের বিশ্বকাপ। প্রথম দিনই পাকিস্তানের সঙ্গে মুম্বইয়ে অস্ট্রেলিয়ার ম্যাচ। তীব্র বিক্ষোভের মুখে পড়ে ভারতীয় বোর্ড পাকিস্তানের ম্যাচ মুম্বইয়ের বদলে আমদাবাদে সরাতে চাইলে জিসিএ সেই প্রস্তাব নাকচ করেছে। যে সংস্থার সভাপতির নাম নরেন্দ্র মোদী, তাদের সচিব রাজেশ পটেল এ দিন জানান, দু’দেশের সীমান্তে অশান্তির কারণে এই সিদ্ধান্ত। পাক ম্যাচ অন্যত্র সরানোটাও পুরো সমাধান নয়। কেন না, পাকিস্তান সেমিফাইনাল, ফাইনালে উঠলে তাদের মুম্বইয়েই খেলতে হবে। আর তখন ফের সমস্যা তৈরি হবে। ফলে ভারতীয় বোর্ড যেমন কঠিন পিচে, তেমনই আইসিসি-ও পড়েছে ধন্দে। তাদের পূর্ণ সদস্য দেশ পাকিস্তানকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন করাও আইসিসি-র পক্ষে কঠিন। পাক বোর্ড এ ব্যাপারে চাপে রেখেছে ক্রিকেটের বিশ্ব নিয়ামক সংস্থাকে। তাই পাকিস্তান দল ভারতে না আসতে পারলে গোটা বিশ্বকাপটাই ভারত থেকে সরে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আইসিসি-র স্পনসররাও অশান্ত বিশ্বকাপ চায় না। পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ বলেছেন, “যে দেশে খেলোয়াড়দের নিরাপত্তার গ্যারান্টি নেই, সে দেশে বিশ্বকাপ না হওয়াই ভাল। বিশ্বকাপ সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হোক। সেখানে নির্বিঘ্নে খেলা হবে।” |