বিদ্রোহী জোটের ভাল-মন্দে কাটল বুধবারের অস্ট্রেলীয় ওপেন।
জোটের মুখপাত্র সোমদেব দেববর্মনের পাঁচ সেটের লড়াকু হারে মেলবোর্ন পার্কের গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডেই ভারতীয় চ্যালেঞ্জ খতম। তবে জোটের মগজাস্ত্র মহেশ ভূপতি তাঁর নতুন কানাডিয়ান পার্টনার ড্যানিয়েল নেস্টরকে নিয়ে ডাবলসের প্রথম রাউন্ডে জিতেছেন। এআইটিএ-র বিরুদ্ধে বিদ্রোহে ভূপতির পুরনো দোসর রোহন বোপান্নাও ডাবলসের দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন মার্কিন সঙ্গী রাজীব রামকে নিয়ে।
তবে ভারতীয়দের পক্ষে দিনটা সবচেয়ে খারাপ গিয়েছে সানিয়া মির্জার। সদ্য ব্রিসবেন ওপেন চ্যাম্পিয়ন সানিয়া-বেথানি মাটেকের ইন্দো-মার্কিন জুটি দশম বাছাই হিসেবে অস্ট্রেলীয় ওপেনে নেমে প্রথম ম্যাচেই ছিটকে গিয়েছেন।
সোমদেব আগের ম্যাচে নিজের চেয়ে ৪৭৩ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষকে হারিয়ে র্যাঙ্কিংয়ে অনেকটাই ওঠা নিশ্চিত করলেও দ্বিতীয় ম্যাচে তাঁর ৬ ফুট ৮ ইঞ্চির প্রতিদ্বন্দ্বীর উচ্চতায় কোর্টে নিজের পারফরম্যান্সকে তুলতে পারেননি। ২৪তম পোলিশ বাছাই জের্জি জানোভিচকে চার বছর আগে একমাত্র সাক্ষাতে যুক্তরাষ্ট্র ওপেন কোয়ালিফাইংয়ে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছিলেন সোমদেব। কিন্তু নিজেই বলেছিলেন, “এই জের্জি সেই জের্জি নেই।” |
মেলবোর্ন পার্কে অপ্রতিরোধ্য শারাপোভা। ছবি: রয়টার্স |
বাস্তবেও সোমদেবের বিরুদ্ধে ০-২ সেটে পিছিয়ে পড়েও ছাব্বিশ বছরের পোলিশ ম্যাচ চার ঘণ্টায় বার করে নেন ৬-৭ (১০-১২), ৩-৬, ৬-১, ৬-০, ৭-৫-এ। ডাবলসে পঞ্চম বাছাই মহেশরা স্পেনের আদুজার-লোপেজকে হারান ৬-২, ৬-৪। একই ফলে দ্বাদশ বাছাই বোপান্নারা স্থানীয় অস্ট্রেলীয় কোকিনাকিস-কাইরগিয়সকে হারিয়েছেন। আর মেয়েদের ডাবলসে সানিয়ারা স্প্যানিশ জুটি নাভারো-এস্পিনোসার কাছে অপ্রত্যাশিত স্ট্রেট সেটে হেরে যান ৬-৭ (৪-৭), ৩-৬।
তারকাদের মধ্যে শারাপোভা তৃতীয় দিন সবচেয়ে ঝলমল করেছেন। রুশ টেনিস সুন্দরী আঠাশ বছরের মধ্যে গ্র্যান্ড স্ল্যামে প্রথম প্লেয়ার হিসেবে ডাবল ‘ডাবল ব্যাগেল’-এর নজির গড়েন। প্রথম রাউন্ডে পুচকোভাকে কোনও গেম না দিয়ে হারানোর পরে এ দিন দ্বিতীয় রাউন্ডে টেনিস সার্কিটের আদরের ‘মাশা’ ফের ৬-০, ৬-০ হারান জাপানের মিসাকি দোই-কে। টানা ২৪ গেম অপরাজিত শারাপোভার সামনে এ বার প্রাক্তন বিশ্বসেরা ভেনাস উইলিয়ামস। চার প্লাস সাত১১ গ্র্যান্ড স্ল্যাম জয়ী দুই মেগা মেয়ের তৃতীয় রাউন্ডেই দ্বৈরথ নিয়ে টেনিসমহল এখনই সরগরম। শারাপোভা বলেছেন, “ডাবল ডাবল ব্যাগেলেও আমাকে প্রতিপক্ষরা লজেন্স দেয়নি। ভেনাস তো আরওই ক্যান্ডি উপহার দেবে না। পরিসংখ্যান তৈরি করা নয়, আমার লক্ষ্য গ্র্যান্ড স্ল্যাম জেতা।” আর ভেনাস বলেছেন, “কী আর করব? তৃতীয় রাউন্ডেই নিজের সেরা খেলাটা বার করতে হবে।”
অন্য তারকাদের মধ্যে ছেলে-মেয়ে মিলিয়ে এ দিন তৃতীয় রাউন্ডে উঠেছেন জকোভিচ (এ বার সামনে লিয়েন্ডারের ডাবলস পার্টনার স্টেপানেক), ফেরার, বার্ডিচ, টিপসারেভিচ, নিশিকোরি, না লি, ইভানোভিচ, বার্তোলি, জানকোভিচ। |