টুকরো খবর
তৃণমূলে গোষ্ঠী বিবাদ
মদের ভাটির দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গোঘাটের কুলিয়া গ্রামে। এ দিন সন্ধ্যায় তৃণমূলের একটি মিছিল গ্রামে ঘুরছিল। সে সময় একদল দুষ্কৃতী মিছিলকারীদের উপর হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন আহত হন। আহতদের আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্য দিকে, রিষড়ার বারুজীবি এলাকায় তৃণমূল নেতা স্বপন পাল গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযুক্ত আরও তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রিষড়া থেকে শুভঙ্কর বিশ্বাস ওরফে ঢোলে, দীপঙ্কর বিশ্বাস ওরফে ভোলে এবং বিপুল শীলকে গ্রেফতার করে পুলিশ।

গরিব পড়ুয়াদের বই
এলাকার ৯টি স্কুলের ৯০ জন গরিব ছাত্রছাত্রীর হাতে তিনটি করে পাঠ্যবই তুলে দিল বৈদ্যবাটী বনমালী মুখার্জি ইনস্টিটউশনের প্রাক্তন ছাত্র সম্মিলনী। কয়েক বছর ধরেই বাইরের কোনও চাঁদা ছাড়া এই প্রাক্তন ছাত্ররা গরিব ছাত্রদের কখনও টেস্ট পেপার, কখনও স্কুলের পোশাক, কখনও আবার পাঠ্যবই দিয়ে আসছে। শনিবার একটি অনুষ্ঠানে ৮৫ জন ছাত্রছাত্রী হাজির ছিল। তাদের হাতে ইতিহাস, ভূগোল ও ভৌতবিজ্ঞান বই তুলে দেওয়া হয়।

বধূর মৃত্যু
হাসপাতালে মৃত্যু হল অগ্নিদগ্ধ বধূর। মঙ্গলবার রাতে আরামবাগ হাসপাতালে ঘটেছে। মৃতার বাড়ি আরামবাগের গৌরহাটি রথতলা পাড়ায়। পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া যায়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.