‘এক্সপ্রেসওয়ে রুল’ অনুসারে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে নির্মাণ হওয়ার পর তার ওপর দিয়ে দ্বিচক্রযান চলাচল নিষিদ্ধ। এক্সপ্রেসওয়ের সবস্থানে বাইপাস রোড নির্মাণ হয়নি। ফলে বিকল্প রাস্তা না থাকায় ‘দাদপুর’ ও ‘বাবনাম’ গ্রাম পঞ্চায়েতে ‘মহেশ্বরপুর থেকে গোবিন্দপুর’ গ্রামীণ রাস্তাটির গুরুত্ব অনেক বেড়ে গেছে। কিন্তু এই রাস্তার এতটাই খারাপ অবস্থা যে বর্ণনা করে বোঝানো যাবে না। অমিলা বুনিয়াদি বিদ্যালয়ের সামনে রাস্তায় গোমল ও গোমূত্র জমা হয়ে এমন অবস্থা হয়েছে যে সেটি রাস্তা না গোবরগাদা বোঝা দায়। আঁশনালার কাছে ‘ঘিয়া’ নদীপাড়ের কাছে ছয়-সাতশো ফুট রাস্তা অল্প বৃষ্টিতে হয়ে যায় পিচ্ছিল। সাইকেল, মোটরসাইকেল ছাড়াও ওই রাস্তা দিয়ে গোবিন্দপুর, ভবানীপুর, আলিপুর, পুরাট, মহিষডিং সহ বেশ কিছু গ্রামের মানুষ যাতায়াত করেন। সেই কারণে ‘দাদপুর’ ও ‘বাবনাম’ গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদের কাছে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আবেদন জানাই, রাস্তাটি চলাচল যোগ্য করে তোলার জন্য।

আমি হাওড়া জেলার এন-এইচ সিক্সের পার্শ্ববর্তী রঘুদেবপুর গ্রামের বাসিন্দা। এই রাস্তার পাশেই পাঁচলা বাজার। বাজারের পিছনে লক্ষ লক্ষ লোকের বাস। এলাকার প্রায় সকল বাসিন্দাকেই ঐ রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু অতি দুঃখের সাথে জানাচ্ছি যে, বর্তমানে ঐ বাজারের উপর দিয়ে যান চলাচলের রাস্তাটি জবরদখলকারিদের করায়ত্ত। প্রায় বছরদুয়েক আগে পাঁচলা থানার উদ্যোগে পাঁচলা বাজারটি হকার মুক্ত হয়েছিল। কিন্তু বর্তমানে রাস্তাটি পুনরায় দখল হয়ে গেছে। সামনে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং সাধারণ ছাত্রছাত্রীদের কথা ভেবে রাস্তাটি জবরদখলমুক্ত করার জন্য বিশেষভাবে উপযুক্ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

হাওড়া জেলার জুজারসাহা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় যে পিচমোড়া দীর্ঘ ১০ কিমি রাস্তা প্রস্তাবিত হয়েছিল। এই রাস্তা জুজারসাহা থেকে ভায়া বহরিয়া হয়ে বড়গাছিয়া পর্যন্ত বিস্তৃত হওয়ার কথা। কিন্তু বর্তমানে জুজারসাহা থেকে ১ কিমি পথ তৈরি হয়ে থমকে রয়েছে এবং অন্যপ্রান্তে বড়গাছিয়া হয়ে হায়নার বাঁধ পর্যন্ত ৭ কিমি কাঁচা পথ পিচমোড়ায় রূপান্তরিত হয়েছে। ফলে এই পথের যাত্রী সাধারণ এবং বহু স্কুলছাত্রীকে খুবই সুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কুলডাঙ্গা বিবেকানন্দ গার্লস স্কুল থেকে হায়নার বাঁধ পর্যন্ত প্রস্তাবিত দীর্ঘ ২ কিমি পথ দ্রুত পিচমোড়া রাস্তায় পরিণত করার উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি।

হাওড়ার বাগনান-গাদিয়াড়া রুটে একসময় বিভিন্ন রুটের বাস চলত। কিন্তু বেশ কয়েক বছর ধরে পরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত। এর ফলে কয়েক হাজার আমার মত নিত্যযাত্রী সন্ধ্যা থেকেই বাস না পেয়ে বিকল্প ব্যবস্থা হিসাবে ইট, কয়লা, বালি, সিমেন্ট, আটার লরিতে যাতায়াত করতে বাধ্য হয়। আমার মনে হয়, শ্যামপুর থানাতে লোকাল বাসের চেয়েও সিটিসি, সিএসটিসি, এসবিএসটিসি বাসের বেশি প্রয়োজন। এই জন্য মাননীয় বিধায়ক বা বর্তমানে ক্ষমতায় থাকা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে রাত্রি ১০টা পর্যন্ত বাগনান-গাদিয়াড়া রুটে বাস পরিষেবা পাওয়া যায়।

ভদ্রেশ্বর কে.জি.আর.এস.পথ ডাকঘরে ১০০ টাকা, ২০০ টাকার মাসিক রেকারিং জমা প্রকল্প অ্যাকাউন্ট খুলতে গেলে পোষ্টমাস্টার ৫০০টাকার কমে অ্যাকাউন্ট খুলতে রাজি হন না। অবশ্য বিশেষ বিশেষ ব্যক্তি কম টাকায় অ্যাকাউন্ট খোলার সুযোগ পান। বিষয়টি নিয়ে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

চাঁপদানি পুরসভার অন্তগর্ত বাড়িগুলিতে পুরসভার পক্ষ থেকে আবর্জনা রাখার জন্য দুটি করে প্লাস্টিকের পাত্র দেওয়া হয়েছিল পচনশীল এবং অপচনশীল আবর্জনা রাখার জন্যে। কিন্তু এই ব্যবস্থা কিছু পুর এলাকায় চালু করা গেলেও সব এলাকায় এখনও চালু হয়নি। আবার বেশ কিছু এলাকায় চালু হয়ে বন্ধ হয়ে গেছে। তাই চাঁপদানি পুরসভার প্রতিটি ওয়ার্ডে এই প্রক্রিয়া চালু করার জন্য পুরপ্রধান এবং সমস্ত কাউন্সিলারদের কাছে আবেদন করছি।

হাওড়া জেলার উদয়নারায়ণপুরে দামোদর নদের উপর বকপোতা সেতুটির অবস্থা খুবই বিপজ্জনক। দৈনন্দিন এই সেতুর উপর দিয়ে বহু যানবাহন চলাচল করে। অবিলম্বে সেতুটির সংস্কার এবং অথবা নতুন সেতুর প্রয়োজন। না হলে বড় বিপদ হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির অফিস থেকে স্থানীয় হরালী বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা এখনও খানা খন্দে ভর্তি। দীর্ঘদিন যাবৎ রাস্তাটি যাতায়াতের অযোগ্য। ওই রাস্তায় প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। স্থানীয় প্রশাসনের কাছে অবিলম্বে এই দীর্ঘ ও গুরুত্বপূর্ণ রাস্তাটিকে পিচ করার অনুরোধ জানাই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.