বর-কনে প্রস্তুত, শুধু চাই আশীর্বাদের হাত
ছাদনাতলায় বাঙালির মিষ্টি। আর ক্যাডবেরির মাথায় টোপর। এবিপি সংস্থার ঘটকালিতে ভিন্দেশি স্বাদের ক্যাডবেরির সঙ্গে এই অসবর্ণ বিয়েই মিষ্টির স্বাদে নতুন মাত্রা আনতে চলেছে। বাংলার ২৭টি হেভিওয়েট মিষ্টি প্রতিষ্ঠানের শো-কেসেই ফুটছে এই বিয়ের সুগন্ধ।
ভবানীপুরের এক মিষ্টির দোকানে রূপম ইসলাম ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ছবি: দেবাশিস রায়
গত বার ক্যাডবেরি মিষ্টি, সেরা সৃষ্টির লড়াই দেখা গিয়েছিল শুধু কলকাতার ময়দানে। এ বার অবশ্য লড়াই নয়। কলকাতা, রিষড়া, বারাসত ও লাগোয়া এলাকার ১৬টি বিপণি এবং দুর্গাপুরের ৩টি বিপণিতে বিয়ের নেমন্তন্ন। মিষ্টি ও ক্যাডবেরির বিয়ের আমেজে মজবে গোটা বাংলা। বুধবার ভবানীপুরে বলরাম মল্লিকে ‘মিষ্টির মাসি’ কনীনিকা বন্দ্যোপাধ্যায় যেন পাত পেড়ে আপ্যায়ন করলেন তারকা-অতিথি রূপম ইসলামকে। এভারেস্ট হাউজের গাঙ্গুরামে মিষ্টির মামা বিশ্বনাথ বসু আবির চট্টোপাধ্যায়ের আদর-যত্নের ত্রুটি রাখেননি। আর কাঁকুড়গাছির ভিখারাম চাঁদমলে আপ্যায়নের পুরোভাগে মিষ্টির দাদু পরাণ বন্দ্যোপাধ্যায়। ডায়েটিং ভুলে মিষ্টি চেখে গদগদ পার্নো মিত্র।
নতুন মিষ্টি-ভোজে খুশি হয়ে আপনিও কিন্তু সুযোগ পাচ্ছেন, মিষ্টিকে আর্শীবাদ করার। মিষ্টি খেয়ে ‘আনন্দবাজার পত্রিকা’, ‘দ্য টেলিগ্রাফ’-এর পাতায় নজর রেখে নির্দিষ্ট নম্বরে মিস্ড কল দিয়ে আশীর্বাদ সারুন তড়ি-ঘড়ি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.