বর-কনে প্রস্তুত, শুধু চাই আশীর্বাদের হাত |
ঋজু বসু • কলকাতা |
ছাদনাতলায় বাঙালির মিষ্টি। আর ক্যাডবেরির মাথায় টোপর। এবিপি সংস্থার ঘটকালিতে ভিন্দেশি স্বাদের ক্যাডবেরির সঙ্গে এই অসবর্ণ বিয়েই মিষ্টির স্বাদে নতুন মাত্রা আনতে চলেছে। বাংলার ২৭টি হেভিওয়েট মিষ্টি প্রতিষ্ঠানের শো-কেসেই ফুটছে এই বিয়ের সুগন্ধ। |
|
ভবানীপুরের এক মিষ্টির দোকানে রূপম ইসলাম ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ছবি: দেবাশিস রায় |
গত বার ক্যাডবেরি মিষ্টি, সেরা সৃষ্টির লড়াই দেখা গিয়েছিল শুধু কলকাতার ময়দানে। এ বার অবশ্য লড়াই নয়। কলকাতা, রিষড়া, বারাসত ও লাগোয়া এলাকার ১৬টি বিপণি এবং দুর্গাপুরের ৩টি বিপণিতে বিয়ের নেমন্তন্ন। মিষ্টি ও ক্যাডবেরির বিয়ের আমেজে মজবে গোটা বাংলা। বুধবার ভবানীপুরে বলরাম মল্লিকে ‘মিষ্টির মাসি’ কনীনিকা বন্দ্যোপাধ্যায় যেন পাত পেড়ে আপ্যায়ন করলেন তারকা-অতিথি রূপম ইসলামকে। এভারেস্ট হাউজের গাঙ্গুরামে মিষ্টির মামা বিশ্বনাথ বসু আবির চট্টোপাধ্যায়ের আদর-যত্নের ত্রুটি রাখেননি। আর কাঁকুড়গাছির ভিখারাম চাঁদমলে আপ্যায়নের পুরোভাগে মিষ্টির দাদু পরাণ বন্দ্যোপাধ্যায়। ডায়েটিং ভুলে মিষ্টি চেখে গদগদ পার্নো মিত্র। |
|
নতুন মিষ্টি-ভোজে খুশি হয়ে আপনিও কিন্তু সুযোগ পাচ্ছেন, মিষ্টিকে আর্শীবাদ করার। মিষ্টি খেয়ে ‘আনন্দবাজার পত্রিকা’, ‘দ্য টেলিগ্রাফ’-এর পাতায় নজর রেখে নির্দিষ্ট নম্বরে মিস্ড কল দিয়ে আশীর্বাদ সারুন তড়ি-ঘড়ি। |
|