টুকরো খবর
অন্ডালে তৃণমূল নেত্রীর নিগ্রহের অভিযোগ
পারিবারিক বিবাদে মধ্যস্থতা করতে গিয়ে এক তৃণমূল নেত্রী নিগৃহীত হয়েছেন বলে অভিযোগ। বুধবার অন্ডালের ধান্ডাডিহি গোয়ালাপাড়ায় ঘটনাটি ঘটেছে। এর জেরে পুলিশ দু’জনকে গ্রেফতার করে আদালতে তোলে। পরে অবশ্য তারা জামিনে ছাড়া পেয়ে যান। তৃণমূল নেত্রী কলেশ বিবি জানান, দুই পরিবারের বিবাদ মেটাতে গেলে কালা বাউড়ি ও তাঁর স্ত্রী চায়নাদেবী তাঁকে গালিগালাজ করে। তিনি থানায় অভিযোগও দায়ের করেছেন। অন্য দিকে কালাবাবু জানান, তার স্ত্রী চায়নাদেবীকে কলেশ বিবিদের অনুগামী এক যুবক কুপ্রস্তাব দেয়। এরই প্রতিবাদ করেন তাঁরা। এরপরেই কলেশ বিবি এসে মধ্যস্থতার নামে উল্টে কালাবাবুদেরই গালিগালাজ করতে থাকেন। কালাবাবু বলেন, “ঘটনার পরে আশ্চর্যজনক ভাবে পুলিশ আমার স্ত্রী এবং এক আত্মীয়কে ধরে নিয়ে যায়। কোনও প্রতিকার মিলবে না বুঝেই আমরা আর থানায় অভিযোগ জানাতে যাইনি।” পুলিশ জানিয়েছে, কলেশ বিবি অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। আর কেউ কোনও অভিযোগ করেনি।

বেকারদের জন্য চাকরির দাবি ডিওয়াইএফের
বধূ নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার কলকাতার মহেশতলা থেকে হিরাপুর থানার পুলিশ তাকে ধরে। ধৃতের নাম মহম্মদ জামসেদ আলম। রহমতনগরের বাসিন্দা নজরানা খাতুন ধৃতের বিরুদ্ধে হিরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ২০১০ এর ফেব্রুয়ারিতে তাঁর সঙ্গে জামসেদের বিয়ে হয়েছিল। কিন্তু মাস দেড়েক আগে তাঁকে স্বামীর ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়।

মেলে না পানীয় জল, বিক্ষোভ
দীর্ঘ এক বছর ধরে পানীয় জল সরবরাহ অনিয়মিত। এমনকী রাজ্য সরকার ও ইসিএল কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও পরিস্রুত জল সরবরাহের কোনও ব্যবস্থা হয়নি। ইসিএলের এই জল সরবরাহে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা যুব তৃণমূলের আঞ্চলিক শাখার উদ্যোগে বুধবার প্রায় সাড়ে তিন ঘন্টা পরাশিয়া কোলিয়ারির কেন্দা পীঠে উৎপাদন ও পরিবহন বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন। তাঁদের নেতা উদিত সিংহ জানান, বারবার আবেদন জানিয়েও কিছু লাভ হয়নি। বাধ্য হয়ে তাঁরা উৎপাদন বন্ধ করে দিয়েছেন। কর্তৃপক্ষ জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎহীন সেপকো
সারা রাত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রইল দুর্গাপুরের সেপকো এলাকায়। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েন বাসিন্দারা। ডিপিএল সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বেশ কিছু ত্রুটি ছাড়াও বি-জোন সাব স্টেশনের সামনে ওভারহেড তার ছিঁড়ে গিয়েছিল। রাতে কর্মীরা ত্রুটিগুলি মেরামত করে ফেলেন। কিন্তু তার লাগানোর কাজ করতে পারেননি। বুধবার সকালে কাজ হতেই বিদ্যুৎ ফেরে এলাকায়।

কেরোসিন উদ্ধার
প্রায় ৬০০ লিটার চোরাই কেরোসিন-সহ একটি অটোকে ধরেছে পুলিশ। মঙ্গলবার রাতে ২ নম্বর জাতীয় সড়ক এলাকা থেকে ওই চোরাই কেরোসিন উদ্ধার করা হয়। তেল পাচারের অভিযোগে চন্দন গুপ্ত নামে এক পাচারকারীকেও ধরে পুলিশ। তেল ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হচ্ছিল।

সংক্রান্তিতে মেলা হিরাপুরে
মকরসংক্রান্তি উপলক্ষে হিরাপুরের কালাঝড়িয়া গ্রাম সংলগ্ন দামোদর নদের পাড়ে তিনদিনের মেলা শুরু হল বুধবার। প্রথমদিন লীলা কীর্তন, দ্বিতীয় দিন বাউল ও শেষ দিন কবিগানের আয়োজন করা হয়েছে। আয়োজক সংস্থার পক্ষে গোপাল দাস মহন্ত জানান, পিয়ারীচাঁদ বাউল এক হাজার দশ বঙ্গাব্দে মকরের একদিন পর এই মেলা শুরু করেছিলেন। তাঁর নামেই এই মেলা বর্তমানে এলাকার সবথেকে বড় উৎসবে পরিণত হয়েছে। প্রথমদিন মধ্যাহ্নে পংক্তিভোজে প্রতিবছর মিলিত হন এলাকার হাজার কয়েক বাসিন্দা।

উদ্ধার চোরাই সামগ্রী
প্রচুর চোরাই ইলেট্রনিক জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আসানসোল উত্তর থানার পুরনো স্টেশন রোড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে প্রচুর ইলেট্রনিক্স সামগ্রী চুরি হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ এলাকার বাসিন্দা মহম্মদ সাজ্জাদের বাড়ি থেকে চোরাই সামগ্রীগুলি উদ্ধার করে। তবে অভিযুক্ত সজ্জাদ পলাতক।

বারাবনিতে সভা
নিজস্ব চিত্র।
বারাবনিতে দলের লোকাল কমিটির সম্মেলনে মঞ্চ ভাঙচুর ও কর্মীদের মারধরের প্রতিবাদে বুধবার দোমহানি হাটতলায় প্রতিবাদসভা করল ডিওয়াইএফ। সভায় সংগঠনের রাজ্য সভাপতি আভাস রায়চৌধুরী রাজ্য জুড়ে সংগঠনের কর্মী-সদস্য এবং বিভিন্ন কর্মসূচির উপর আক্রমণের তীব্র প্রতিবাদ করেন। রাজ্যে শিল্প কারখানা স্থাপন ও বেকারদের চাকরির দাবির পাশাপাশি সংগঠনের কর্মী সদস্যদের উপর আক্রমণের প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিরোধ কর্মসূচি পালনেরও ইঙ্গিত দেন। গত রবিবার নুনি গ্রাম সংলগ্ন একটি মাঠে সংগঠনের বারাবনি ১ নম্বর লোকাল কমিটির সম্মেলন ছিল। সম্মেলন শুরু হওয়ার আগেই সকাল ১০টা নাগাদ একদল সশস্ত্র দুষ্কৃতী সম্মেলন মঞ্চ ভাঙচুর করে ও কর্মীদের মারধর করে। সংগঠনের দাবি, এই ঘটনায় তৃণমূল জড়িত। এরই প্রতিবাদ এ দিনের কর্মসূচিতে বড় জমায়েতের ডাক দেয় ডিওয়াইএফ। এ দিনের কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল বলেই মনে করছে দলের একাংশ। প্রশাসনও যথেষ্ট সজাগ ছিল। সকাল থেকেই সভার চারপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।

কোথায় কী

কাটোয়া


লীলাকীর্তন। চড় ঘোষহাট। সন্ধ্যা ৬টা। উদ্যোগ: মহাপ্রভু স্মরণ উৎসব কমিটি।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। স্টেডিয়াম মাঠ। সকাল ১০টা। উদ্যোগ: বিদ্যাসাগর শিশুতীর্থ।

দুর্গাপুর

ক্রিকেট প্রতিযোগিতা। ওল্ড জিটি টাইপ মাঠ। দুপুর ২টো। উদ্যোগ: গৌরীবালা মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট কমিটি।

আসানসোল

স্বামী সারদানন্দজীর জীবনী পাঠ ও আলোচনা: স্বামী সুখানন্দ। সন্ধ্যা পৌনে ৬টা। রামকৃষ্ণ মিশন আশ্রম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.