খেলার টুকরো খবর
ফুটবলে জোন বিজয়ী বর্ধমান
আইএফএর উদ্যোগে মালদার এনায়েতপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্ত জেলা অনুর্ধ্ব ১৯ ফুটবলের জোন চ্যাম্পিয়ান হয়েছে বর্ধমান। বুধবার লিগের শেষ ম্যাচে তারা মুর্শিদাবাদকে ১-০ গেলে হারিয়েছে। গোল করেন বিশ্বজিত্‌ দাস। এই জয়ের সুবাদে মূল পর্বে উঠেছে বর্ধমান। সেখানে জেলার চার মূলপর্বে ওঠা দলের সঙ্গে খেলবে কলকাতার মোহনবাগান, ইষ্টবেঙ্গল, চিরাগ ইউনাইটেড ও পৈলান একাদশ। তবে এই ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পর্বের ম্যাচগুলির দিন এখনও স্থির হয়নি।

জয়ী সুব্রত স্মৃতি সঙ্ঘ
সদর দ্বিতীয় ডিভিশন লিগ ক্রিকেটে সুব্রত স্মৃতি সঙ্ঘ ১৭ রানে হারাল ইছলাবাদ অ্যাথলেটিক ক্লাবকে। প্রথমে সুব্রত ৩৪.৫ ওভারে ১৯৯ রান করে। প্রীতম মাঝি করেন ৪৬, সুমন জানা ৩৩, মহম্মদ সরিফ করেন ৩১। জবাবে ইছলাবাদ ৩৫ ওভারে করে ১৮২-৮। দলের রবিকুমার ঠাকুর ৭৪, ও ঘনশ্যাম শর্মা ৩৮ রান করেন। ইছলাবাদের সফল বোলার সঞ্জিত কর্মকার (২৩-৩) ও দীপ্তেন্দু সাঁতরা (২৮-২)। সুব্রত সঙ্ঘের সফল বোলার কিষান সাউ (২১-৩) ও দিপঙ্কর পাল (১৩-২)।

হার দক্ষিণ দিনাজপুরের
নৈহাটিতে আয়োজিত আন্ত জেলা অনুর্ধ্ব ১৬ ক্রিকেটের প্রথম ম্যাচে বর্ধমান হারাল দক্ষিণ দিনাজপুরকে। ৭২ রানে জয়ী হয় বর্ধমান। প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ২৪৮-৬ রান করে বর্ধমান। বর্ধমান দলের সূর্য চৌধুরী করেন ৭০। পরে দক্ষিণ দিনাজপুর ৪০ ওভারে ১৭৬ রানে সব উইকেট হারায়।

জয়ী বোলকুণ্ডা
ডিওয়াইএফআই জামুড়িয়া ৫ নম্বর লোকাল কমিটির উদ্যোগে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার বুধবারের খেলায় বিজয়ী হল বোলকুন্ডা সিসি। পানুড়িয়া মাঠে চিত্তরঞ্জনকে ১০৩ রানে হারায় তারা। প্রথমে ব্যাট করে বোলকুন্ডা ১৮১ রান করে। জবাবে চিত্তরঞ্জন ৭৮ রানের বেশি তুলতে পারেনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.