টুকরো খবর
বন্যা নিয়ন্ত্রণে সীমান্তে বাঁধ, চুক্তি ভারত বাংলাদেশের
সীমান্ত সমস্যা মিটিয়ে তিস্তার গতি নিয়ন্ত্রণে বাঁধ তৈরি নিয়ে চুক্তি স্বাক্ষর করল ভারত ও বাংলাদেশ। সোমবার কোচবিহারের কুচলিবাড়ি সীমান্ত এলাকায় দুই দেশের প্রতিনিধিদের বৈঠকে ওই চুক্তি সই হয়। ভারতের পক্ষে উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান নারায়ণ চট্টোপাধ্যায় ও বাংলাদেশের ‘ওয়াটার বোর্ড’-এর তরফে নর্দান জোনের চিফ ইঞ্জিনিয়ার সৈয়দ আহসান চুক্তিতে সই করেন। প্রশাসন সূত্রের খবর, চুক্তি অনুযায়ী দুই দেশই নিজেদের এলাকায় একই সঙ্গে বাঁধের কাজ শুরু করবে। পরে সীমান্তের জিরো পয়েন্টে দুই পাড়ের বাঁধ দুটিকে মিলিয়ে দেওয়া হবে। মে মাসের মধ্যে ওই কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নারায়ণবাবু বলেন, “সীমান্ত সমস্যার জন্য দীর্ঘ দিন থেকে ওই বাঁধ করা যাচ্ছিল না। সেই সমস্যা মিটিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ দিন তিস্তার গতি নিয়ন্ত্রণে বাঁধ তৈরি করে জিরো পয়েন্টে মিলিয়ে দেওয়ার চুক্তি সই করা হয়েছে।” উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ কমিশন সূত্রেই জানা গিয়েছে, কোচবিহারের মেখলিগঞ্জের কুচলিবাড়ি হয়ে তিস্তা বাংলাদেশের নীলোফামারি জেলায় ঢুকেছে। কয়েক বছর থেকেই তিস্তা গতিপথ বদলানোয় উভয় দেশের সীমান্ত এলাকার গ্রামে ক্ষয়ক্ষতি হচ্ছে। ইতিমধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া, বসত বাড়ি ও আবাদী জমিরও ক্ষতি হয়েছে। সমস্যা মেটাতে সেচ দফতর কুচলিবাড়ি এলাকায় প্রাথমিক ভাবে বাঁধ তৈরির পরিকল্পনাও নেয়। কিন্তু বাংলাদেশের আপত্তির জেরে তা ভেস্তে যায়। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে দুই দেশের সরকার আলোচনা শুরু করে। এর পরেই দুই দেশের তরফে বাঁধ তৈরি নিয়ে জটিলতা কাটাতে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।

ভল্ট কেটে লুঠ ২১ লক্ষ টাকা
জানালার গ্রিল ভেঙে, গ্যাস কাটার দিয়ে ভল্ট কেটে প্রায় ২১ লক্ষ টাকা নিয়ে পালিয়েছে একদল দুষ্কৃতী। রবিবার রাতে ইংরেজবাজার থানার সাট্টারি গ্রামের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখায় ঘটনাটি ঘটেছে। সোমবার সকালে ব্যাঙ্ক খুলতে গিয়ে ব্যাঙ্কের কর্মীরা ভল্ট ভাঙা দেখে পুলিশকে খবর দেন। পুলিশ তদন্তে নামলেও দুষ্কৃতীদের চিহ্নিত করতে পারেনি। ওই ব্যাঙ্কের চিফ ম্যানেজার উদয় সিংহ বলেন, “ব্যাঙ্ক খোলার পরে ভল্ট ভাঙা দেখে ওই শাখার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার পুলিশকে খবর দেন। ভল্ট ভেঙে ২০ লক্ষ ৭৩ হাজার ৭৪৫ টাকা লুঠ করে পালিয়েছে দুষ্কৃতীরা।” সোমবার দুপুরে কুকুর নিয়েও পুলিশ ব্যাঙ্ক লুঠের কিনারা করতে পারেনি। পুলিশ জানিয়েছে, যে দুষ্কৃতীদের দলটি ব্যাঙ্কের ভল্ট ভেঙে টাকা লুঠ করেছে তারা গাড়ি নিয়ে এসেছিল। আরও কিছু সূত্র পাওয়া গিয়েছে। তদন্ত শুরু হয়েছে। ব্যাঙ্কের ক্লোজ সার্কিট টিভির ফুটেজ খুলে পরীক্ষা করানো হচ্ছে। দ্রুত ব্যাঙ্ক লুঠের কিনারা হয়ে যাবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে , শুক্রবার বিকেলে ব্যাঙ্ক বন্ধ হয়ে যায়। শনিবার ও রবিবার পর পর দুইদিন ছুটির পরে এদিন ব্যাঙ্ক খোলে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, রবিবার রাতে নয় কমপক্ষে ২৪ ঘন্টা আগে ওই ঘটনা ঘটেছে। লোকমান শেখের একতলা বাড়ির ৩০ ফুট বাই ৩০ ফুট একটি ঘরেই ওই রাষ্টায়ত্ব ব্যাঙ্কটি চলছে। ব্যাঙ্কের পিছনে ও উত্তর দিকে আমবাগান। দুষ্কৃতীরা ব্যাঙ্কের উত্তর দিকের তৃতীয় জানালা খুলে সেই গ্রিল কাটে। জানালার ভিতর দিয়ে দুষ্কৃতীরা ব্যাঙ্কে ঢোকে। ঢোকার পরই সিসি টিভির লাইন কেটে দেয় তারা। গ্যাস কাটার দিয়ে ভল্ট কেটে যত টাকা ছিল সব নিয়ে পালায় তারা। ব্যাঙ্ক লাগোয়া পিছনের বাড়ির বাসিন্দা আলাউদ্দিন মোমিন বলেন, “আমরা কিছুই বুঝতে পারিনি।”

কলেজে গোলমাল
ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র তোলা নিয়ে টিএমসিপি, ছাত্র পরিষদ সমর্থকদের মধ্যে গোলমালের জেরে কোচবিহারে উত্তেজনার সৃষ্টি হয় সোমবার কোচবিহারের বিটি অ্যান্ড ইভনিং কলেজে। অতিরিক্ত পুলিশ সুপার অমিত সিংহ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে থাকায় অপ্রীতিকর ঘটনা হয়নি। পরে মহকুমা প্রশাসনের পরামর্শে কোচবিহারের ওই কলেজে আজ মঙ্গলবারও মনোনয়ন পত্রের ফর্ম বিলি করার সিদ্ধান্ত নেন কলেজ কর্তৃপক্ষ। ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র পরিষদ। সদর মহকুমা শাসক বিকাশ সাহা বলেন, “কলেজ ও ছাত্র সংগঠনগুলির সঙ্গে কথা বলেই নিয়ম মেনে মঙ্গলবারও মনোনয়নের ফর্ম বিলির সিদ্ধান্ত হয়। ওই কলেজের অধ্যক্ষ মলয়রঞ্জন সরকার বলেন, “প্রশাসনের পরামর্শ মেনেই মঙ্গলবার ফের ফর্ম দেওয়া হবে।” কলেজ সূত্রেই জানা গিয়েছে, বিটি অ্যান্ড ইভনিং কলেজে মোট ২২ টি আসন রয়েছে। দুই দশকের বেশি সময় সংসদ ছাত্র পরিষদের হাতে।

২৮শে মমতা কাঞ্চনজঙ্ঘায়
উত্তরবঙ্গ উৎসবে এ বছর রাজ্যের ৪ জন ব্যক্তিকে ‘বঙ্গরত্ন’ দেওয়া হচ্ছে। ২৮ জানুয়ারি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব সোমবার জানিয়েছেন, উদ্বোধন মঞ্চে ১ হাজার জন কোরাস গাইবেন। এ বছর উত্তরবঙ্গদের ১০০টি ক্লাবকে ৫০ হাজার করে টাকা দেওয়া হচ্ছে খেলাধূলার উন্নয়নে। উচ্চ শিক্ষার ২৫ জন মেধাবী ছাত্রছাত্রীকে সাহায্য করা হবে। বঙ্গরত্ন হিসাবে প্রত্যেককে ১ লক্ষ টাকা সাম্মানিক পুরস্কার তুলে দেওয়া হবে। পাহাড়েও উৎসব হবে। সেখানে অঞ্জন দত্ত এবং জোজোর গান ছাড়া অন্যান্য অনুষ্ঠান হবে। দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারকে উৎসবের ফোকাস করা হয়েছে। ১৩ জায়গায় নাচ গান, যাত্রা, নাটকের আয়োজন করা হয়েছে। কলকাতার নামী ব্যান্ডগুলিতে থাকবে। চলচ্চিত্র পরিচালক গৌতম দেব উদ্বোধন মঞ্চে শিলিগুড়িতে থাকবেন।

বাস স্ট্যান্ডে ছাত্রী উদ্ধার
আত্মীয়ের বাড়ি থেকে পালিয়ে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা। সোমবার দুপুরে রায়গঞ্জের পুর বাসস্ট্যান্ড এলাকায় বাসিন্দারা ওই ছাত্রীকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। বাসিন্দারা ছাত্রীকে আটকে উত্তর দিনাজপুর জেলা চাইল্ড লাইন ও পুলিশে খবর দেন। খবর পেয়ে চাইল্ডলাইনের সদস্যরা ও পুলিশ যৌথভাবে সেখানে পৌঁছে ১৬ বছর বয়সী ওই স্কুলছাত্রীকে উদ্ধার করেন। তাকে আপাতত রায়গঞ্জের সূর্যোদয় হোমে রাখা হয়েছে। ওই কিশোরীর বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হোসেনপুর সন্ন্যাস কলোনিতে। সে একাদশ শ্রেণিতে পড়ে। পুলিশ জানিয়েছে, এক সপ্তাহ আগে ওই ছাত্রী তার ঠাকুমার সঙ্গে রায়গঞ্জের মহারাজা মোড় এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। এদিন সে বাড়ি যেতে চাইলে আত্মীয়রা তাকে বকাবকি করে জানায় আরও কয়েক দিন পর তাকে বাড়ি পাঠানো হবে। এর পরে সে পালিয়ে পুর বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে বালুরঘাটগামী গাড়ির খোঁজ খবর শুরু করে। সেই সময় গাড়ি না পেয়ে সে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল। বাসিন্দারা এরপর ওই স্কুলছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানতে পেরে চাইল্ডলাইন ও পুলিশে খবর দেন। রায়গঞ্জ থানার আইসি দীনেশ প্রামাণিক বলেন, “ছাত্রীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে ছাত্রীকে তাঁদের হাতে তুলে দেওয়া হবে।”

আন্দোলন
অসাধু অর্থলগ্নি সংস্থাগুলিতে চিহ্নিত করে ব্যবস্থার দাবিতে আন্দোলনে দক্ষিণ দিনাজপুরের স্মল সেভিংস এজেন্টস অ্যাসোসিয়েশন। সোমবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল বার করেন এজেন্টরা। স্বল্প সঞ্চয় এজেন্ট ও সঞ্চয় উন্নয়ন আধিকারিকরা রাজ্যের অর্থ দফতরের যুগ্ম সচিবকে জেলা স্বল্পসঞ্চয় উপ অধিকর্তার মাধ্যমে স্মারকলিপি দেন। জেলা পরিষদ সভাধিপতিকেও স্মারকলিপি পেশ করা হয়। বিক্ষোভ সমাবেশে সমিতির রাজ্য নেতা নবকুমার দাস, অভিযোগ করেন, “একশ্রণির অসাধু সংস্থা প্রলোভন দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করে শর্ত অনুযায়ী ফেরত দিচ্ছে না। মার খাচ্ছে স্বল্প সঞ্চয় প্রকল্প।” কিসান বিকাশ পত্রের অনুরূপ প্রকল্প চালু করে এজেন্টদের কমিশন বৃদ্ধির দাবিও বিক্ষোভ সমাবেশ থেকে করা হয়েছে।

পথ অবরোধ
বাসের ধাক্কায় ছাত্র মৃত্যুর ঘটনার পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাল মৃতের সহপাঠীরা। সোমবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার কুয়ারণ এলাকায় বালুরঘাট-তপন রাজ্য সড়কে। শনিবার রাতে হাট থেকে বাড়ি ফেরার পথে একটি বেসরকারি বাস পেছন থেকে ধাক্কা মারলে মারা যান। স্থানীয় কাটনা হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র। কনকডাঙ্গুয়ায় এ দিন সকাল ৯টা থেকে অবরোধকারী ছাত্রছাত্রীরা ওই সড়কে বেপরোয়া বাস চালানো রোধে ট্রাফিক নিয়ন্ত্রণের দাবিতে পথ অবরোধ শুরু করে।

প্রেমিকাকে বন্দুক দেখিয়ে গ্রেফতার
আগ্নেয়াস্ত্র নিয়ে প্রেমিকাকে বাড়ি থেকে তুলে আনতে গিয়ে বাসিন্দাদের হাতে ধরা পড়ল এক যুবক। রবিবার রাতে বালুরঘাট থানার খাসপুরের মদনগঞ্জ এলাকার ঘটনা বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে একটি পাইপগান ও গুলি সমেত তাকে গ্রেফতার করে। আইসি মনোজ চক্রবর্তী জানান, ধৃতের নাম গোপাল কামেত। বাড়ি বালুরঘাট শহরের পাওয়ার হাউসপাড়া এলাকায়। রাতে ওই এলাকায় গিয়ে মদ খেয়ে ওই তরুণীর বাড়ির দিকে যাওয়ার পথে এলাকার বাসিন্দাদের সন্দেহ হলে যুবকটিকে ধরে ফেলেন। ধৃত যুবকের অভিযোগ, “প্রেমের নামে তার কাছ থেকে কয়েক দফায় টাকা নিয়ে ওই তরুণী পরে সম্পর্ক রাখতে অস্বীকার করেন। ফলে তরুণীর বাড়িতে কথা বলতে যাচ্ছিলাম।” ধৃতকে জেরা করে ওই পাইপগান সরবরাহের অভিযোগে এক যুবককে শহরের ছিন্নমস্তা কলোনি এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে।

সহবাসে গ্রেফতার
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে পুলিশ পাকুয়াহাট কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে বামনগোলা থানার পাকুয়াহাটে। ধৃত দিব্যেন্দু সরকারকে সোমবার কোর্টে তোলা হলে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট তাঁর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নালাগোলার বেলডাঙার গ্রামের অতুল সরকারের ছোট মেয়ে পাকুয়াহাট কলেজে তৃতীয়বর্ষের ছাত্রী। সে পাকুয়াহাটে একটি ভাড়াবাড়িতে থেকে পাকুয়াহাট কলেজে পড়াশুনা করে। কলেজ পড়ার সময় ওই কলেজেরই তৃতীয় বর্ষের ছাত্র দিব্যেন্দু সরকারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়। ছাত্রীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করছে। সোমবার পুলিশ ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা করিয়েছে।

গ্রেফতার ৪ বাংলাদেশি
দিল্লি ঘুরে চোরাপথে দক্ষিণ দিনাজপুর সীমান্ত টপকে বাড়ি ফেরার পথে বিএসএফের হাতে ধরা পড়ল ৪ বাংলাদেশি যুবক। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ গঙ্গারামপুরের দোমুঠা ফরিদপুর সীমান্ত এলাকায়। সংশ্লিষ্ট ১৪০ নম্বর বিএসএফ কোম্পানির তরফে তাদের পুলিশের হাতে দেওয়া হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলায় পুলিশ ধৃতদের বুনিয়াদপুর মহকুমা আদালতে তুললে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের নাম জামিরুল ইসলাম, মণিজুল ইসলাম, পরিমল রায় এবং হরিমোহন রায়। সকলে বাংলাদেশের ঠাকুরগাঁও ও দিনাজপুরে র বাসিন্দা।

বইমেলা শেষ
দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা সোমবার শেষ হল। আসর বসেছিল গঙ্গারামপুরে। এদিন তপনের বিধায়ক বাচ্চু হাঁসদা বিধায়ক তহবিল থেকে ১২টি গ্রন্থাগারকে বই কিনতে ৫ হাজার টাকা করে দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.