গ্রামে তল্লাশিতে ঢুকলে তাঁদের নামে ধর্ষণ ও মহিলা নিগ্রহের মামলার হুমকিতে সন্ত্রস্ত বিএসএফ কর্তৃপক্ষ। রবিবার বালুরঘাট থানায় এমনই অভিযোগ করেছেন ডাঙি চৌকির বিএসএফের সহকারি কমান্ড্যান্ট রাম কুমার। তাঁর অভিযোগ, “নজরদারির জেরে গরু পাচার-সহ চোরাচালানে বাধা পেয়ে পাচারকারীরা স্থানীয় কিছু বাসিন্দার মাধ্যমে জওয়ানদের ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।” বছর খানেক আগে হিলি ভীমপুর সীমান্তে পাচারকারীদের ধারাল অস্ত্রের আঘাতে এস কান্তারাজ নামে এক বিএসএফ জওয়ান মারা যান। ৩ জানুয়ারি হিলির লস্করপুর গ্রামে গরু আটক নিয়ে বিএসএফের গুলিতে একজনের মৃত্যু হয়। আহত হন জওয়ান-সহ গ্রামবাসীরা। এরপর থেকেই দক্ষিণ দিনাজপুরের সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিশেষ নজরদারিতে নামে বিএসএফ। গ্রামে নজরদারিতে গেলে কিছু লোক ধর্ষণের মত মামলায় জওয়ানদের ফাঁসিয়ে দেবে বলে হুমকি দিচ্ছেন।” ডাঙি গ্রামের বাসিন্দারা অবশ্য বিএসএফের তোলা অভিযোগ অস্বীকার করেছেন।
|
নিবার্চন বিধিভঙের অভিযোগ উঠেছে রাজ্যের পযর্টন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরীর বিরুদ্ধে। সিপিএম নিবার্চন কমিশনের কাছে পযর্টন মন্ত্রীর বিরুদ্ধে ওই অভিযোগ জানিয়েছে। সিপিএমের অভিযোগ, সরকারি দেওয়াল দখল করে সরকারি আলোক বাতিতে নিজের ছবি লাগিয়ে নিবার্চনী প্রচার শুরু করেছেন মন্ত্রী। শুধু তাই নয়, মন্ত্রী হিসাবে বিভিন্ন সরকারি অনুষ্টানে সাইকেল বিবি, কম্বল বিলির ছবি লাগানো পোস্টার গোটা শহরে টাঙিয়ে প্রচার শুরু করেছেন আসন্ন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দুবাবু। সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, “আমাদের প্রার্থীই ঠিক হয়নি। প্রচারে নামার সুযোগ পেলাম কই। সরকারি দেওয়াল দখল করে ও আলোক বাতিতে ফেস্টুন ঝুলিয়ে নিবার্চনী বিধি করার অভিযোগে পযর্টন মন্ত্রীর বিরুদ্ধে নিবার্চন কমিশনে অভিযোগ জানানো হয়েছে।” জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নরেন্দ্র নাথ তিওয়ারি বলেন, “মন্ত্রী হয়ে নিজেই নিবার্চন বিধি ভাঙছেন কৃষ্ণেন্দু চৌধুরী। কংগ্রেসের পক্ষ থেকে মন্ত্রীর বিরুদ্ধে নিবার্চন কমিশনের কাছে অভিযোগ জানানো হচ্ছে।” পর্যটন মন্ত্রীর সাফাই, “আমি মন্ত্রী হওয়ার পর শহরের বহু মানুষ সংবর্ধনা দিয়েছিল। সেই পোস্টারগুলি টাঙানো রয়েছে। সমস্ত পোস্টার সরিয়ে দেওয়া হবে। সরকারি দেওয়াল লিখন মুছে ফেলা হচ্ছে।”
|
বাসের ধাক্কায় নবম শ্রেণির একটি ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার কৃষ্ণনগর এলাকায় রাজ্য সড়কে। গুরুতর জখম অবস্থায় দুই পথচারীকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, মৃত ছাত্রের নাম কনক ডাঙুয়ার (১৭)। তার বাড়ি চককাশি এলাকায়। জলঘর হাট থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে তপন থেকে বালুরঘাটের দিকে বাসটি তাকে ধাক্কা মারে। পরে দুজন পথচারীকে ধাক্কা দিয়ে বাসটি পালিয়ে যায়। ক্ষিপ্ত জনতা অন্য একটি বাস দাঁড় করিয়ে ভাঙচুর করে।
|
রবিবার ইসলামপুরের প্রবীণদের ক্রীড়া প্রতিযোগিতা হয়। মাস্টার ভেটারান্স প্লেয়ার্স সংস্থার উদ্যোগে ইসলামপুরের হাইস্কুল ময়দানে এই প্রতিযোগিতা এ বার ৭ বছরে পড়ল। দক্ষিণ দিনাজপুর বাদে উত্তরবঙ্গের বাকি জেলা থেকে ১০৫ জন প্রতিযোগী অংশ নেন। ৪০ ধরনের প্রতিযোগিতা হয়েছে।
|
শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল কোচবিহারে। রবিবার এমজেএন স্টেডিয়ামে এবিটিএ জেলা কমিটি এর আয়োজক। ৩০টি ইভেন্টে ১৩৫ জন যোগ দেন। এবিটিএ জেলা সম্পাদক সুজিত দাস বলেন, “১১ বছর প্রতিযোগিতা হচ্ছে। সফলরা রাজ্য স্তরে সুযোগ পাবেন।”
|
বাসের ধাক্কায় নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাতে বালুরঘাটের কৃষ্ণনগর এলাকায়। মৃত ছাত্রের নাম কনক ডাঙুয়ার (১৭)। তার বাড়ি চককাশি।
|
এইমসের দাবিতে কংগ্রেসের মহাকরণ অভিযান আন্দোলনে গিয়ে নিখোঁজ হয়েছেন বালুরঘাট থানার গোপালবাটির এক ব্যাক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার নাম সাধন মন্ডল। বছর চল্লিশের ওই ব্যক্তি। ১০ জানুয়ারি কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে তিনি হারিয়ে যান বলে কংগ্রেসের তরফে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়। |