টুকরো খবর |
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
প্রেমের টোপ দিয়ে প্রথম বর্ষের এক কলেজ ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগে এক জন গ্রেফতার হয়েছে। শনিবার শিলিগুড়ি প্রধাননগর থানা এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা, অপহরণ, ধর্ষণের মামলা করে পুলিশ। পুলিশ ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা করায়নি। তাঁকে জলপাইগুড়ির এক হোমে পাঠায়। যেখানে ধর্ষণের অভিযোগ হলে জরুরি ভিত্তিতে কাছের হাসপাতালে ডাক্তারি পরীক্ষা বাধ্যতামূলক, সেখানে পুলিশ কেন গড়িমসি করল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ময়নাগুড়ি থানার যুক্তি, ওই ছাত্রীটি মানসিক বিপর্যস্ত থাকায় সরাসরি হোমে পাঠানো হয়। পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ছাত্রীটির মেডিক্যাল পরীক্ষার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে জেরার জন্য প্রয়োজনে আদালতে আবেদন জানানো হবে।” পুলিশ জানায়, ছাত্রীটি ময়নাগুড়ির মাধবডাঙা এলাকার। তাঁর সঙ্গে পিন্টু রায় পরিচয় দিয়ে অভিযুক্ত আলাপ জমায়। ঘটকালির পেশায় যুক্ত ওই ব্যক্তি পিন্টু নাম নিয়ে ছাত্রীর সঙ্গে ভাব জমায়। কলেজে যাওয়ার পথে ৯ জানুয়ারি ওই ছাত্রীকে অভিযুক্ত একটি ছোট গাড়িতে তুলে শিলিগুড়ির প্রধাননগরের একটি বাড়িতে দুদিন আটকে ধর্ষণ করে বলে অভিযোগ।
|
ছাদ টপকে বাড়ি ঢুকে বেঁধে লুঠ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ছাদ টপকে বাড়িতে ঢুকে গৃহকর্তার ছেলের হাত বেঁধে লুঠের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি পুলিশ ফাঁড়ির ফুলবাড়ি এলাকায়। পুলিশ জানায়, দীপক কুমার ঘোষের বাড়িতে ডাকাতি হয়। দীপকবাবুর ছেলের গলার হার, আংটি এবং নগদ ২৫ হাজার টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রের খবর, দীপকবাবুর ছেলে একটি ঘরে একা ছিলেন। দুষ্কৃতীরা ছাদে উঠে বাড়ির ভিতরে ঢোকে। দীপকবাবুর ছেলের ঘরে ঢুকে তার হাত বেধে ফেলে দুষ্কৃতীরা। এর পরে তার কাছে থাকা ব্যবসার টাকা, হাতের আংটি, সোনার হার নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার তদন্তে যান শিলিগুড়ির এসিপি প্রদীপ পাল। শিলিগুড়ির ডেপুটি কমিশনার ও জি পাল বলেন, “ওই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। শীঘ্রই দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে।”
|
খুনে জড়িত আছে আরও কেউ, সন্দেহ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দশম শ্রেণির ছাত্র দীপঙ্কর সরকার অপহরণ ও খুনে আরও কেউ জড়িত রয়েছে বলে সন্দেহ করছে পরিবারের সদস্যরা। রবিবার বিকালে মাটিগাড়ার পতিরামজোতে দীপঙ্করের বাড়িতে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সে সময় দীপঙ্করের বাবা গোপালবাবু এবং কাকা সত্যবাবু মন্ত্রীর কাছে সন্দেহ প্রকাশ করেন, ওই ঘটনায় যে ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে তাদের পক্ষে দীপঙ্করকে খুন করা সম্ভব নয়। গোপালবাবু বলেন, “ওই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছেন।” এ ছাড়া নিহতের ময়নাতদন্তের রিপোর্ট যাতে সঠিক থাকে সে ব্যপারেও মন্ত্রীর কাছে আবেদন জানান। মন্ত্রী সেখান থেকে শিলিগুড়ির পুলিশ কমিশনার আনন্দ কুমার এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলেন। মন্ত্রী বলেন, “ওই ঘটনায় আরও কেউ অভিযুক্ত রয়েছে বলে তাঁরা সন্দেহ করছে। আমি কমিশনারের সঙ্গে কথা বলেছি। দীপঙ্করের অভিভাবকদের কমিশনারের সঙ্গে দেখা করে তাঁদের সন্দেহের কথা জানাতে বলেছি। কমিশনার উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।”
|
বাইক চুরি, ধৃত চার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বাইক চুরিতে যুক্ত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে এনজেপি পুলিশ ফাঁড়ি গোড়ামোড় এবং শামুকতলা থানা এলাকা থেকে ওই চার জনকে গ্রেফতার করা হয়। তিনটি চোরাই বাইক উদ্ধার করা হয়েছে, পুলিশ সূত্রের খবর, ওই দিন রাতে ভক্তিনগর ও এনজেপি ফাঁড়ির সাদা পোশাকের পুলিশ গোড়ামোড় থেকে প্রদীপ রায় নামে এক যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তার কাছ থেকে একটি চুরির বাইক উদ্ধার করা হয়। শামুকতলায় আরও তিনজনের খোঁজ পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। রাজীব বসুমাতা, সুধন বর্মন, ফজিরুল হক নামে তিন জনকে ধরে। সেখান থেকে দুটি বাইক উদ্ধার করা হয়। একটি চোরাই চক্রের সঙ্গে ধৃতরা জড়িত বলে পুলিশ জানতে পেরেছে। শিলিগুড়ির ডেপুটি পুলিশ সুপার ও জি পাল বলেন, “আরও কেউ যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
|
১২ লক্ষ টাকার যন্ত্রাংশ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
গুদাম থেকে চুরি যাওয়ায় ১২ লক্ষ টাকার কম্পিউটার ও যন্ত্রাংশ উদ্ধার হল এক রেল কর্মীর অবাসন থেকে। তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে। উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন রেল সুরক্ষা বাহিনীর ইন্সপেক্টর প্রণব মণ্ডল জানান, ধৃত রেল কর্মীর নাম কৈলাস কুমার ঝা। তিনি নৈশপ্রহরীর পাশাপাশি রেলের খালাসিও। আবাসনের বক্সখাটের ভেতর থেকে পাঁচটি দামি এলইডি মনিটর, তিনটি পিসি-সহ অন্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। ৫ জানুয়ারী আলিপুরদুয়ার জংশনের ডিভিশনাল সিগন্যাল ও টেলি কমিউনিকেশনের গুদাম থেকে জিনিসগুলি চুরি হয়।
|
অপহরণ, গ্যাংটক যাচ্ছে পুলিশ-দল
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
তরুণীকে অপহরণ করার অভিযোগ উঠেছে তাঁর পরিচিত এক যুবকের বিরুদ্ধে। তরুণীকে গ্যাংটকে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। রবিবার অপহরণের অভিযোগ পেয়ে তরুণীকে উদ্ধারের জন্য পুলিশ দল রওনা হয়। শুক্রবার চিকলিগুড়ির বাসিন্দা এক তরুণীকে আলিপুরদুয়ার শিলবাড়িঘাট এলাকার যুবক আজাদুল আলি অপহরণ করে বলে অভিযোগ জমা পড়েছে। ১১ জানুয়ারি তরুণী নিখোঁজ হন। অভিযুক্ত আজাদুলের দাদা জনাব আলি বলেছেন, “ছ’মাস আগে ভাইয়ের সঙ্গে ওই তরুণীর বিয়ের কথাবার্তা এগিয়েছিল। কিন্তু তরুণীর পরিবার তাতে সম্মতি দেয়নি। তার পরে কী হয়েছে জানি না।”
|
দলবাজির নালিশ
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
ডুয়ার্সের কুমারগ্রাম ব্লকের ময়নাবাড়ি এলাকায় জল সমস্যা মেটাতে গভীর নলকূপ বসানো নিয়ে বাম পরিচালিত কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে দলবাজির অভিযোগ উঠেছে। বহু এলাকায় জলের কোনও ব্যবস্থা নেই। অথচ সেই সব এলাকা বাদ দিয়ে বেছে বেছে আরএসপি নেতাদের বাড়িতে নলকূপ বসানো হচ্ছে। রবিবার ময়নাবাড়ি দশালিয়া লাইনে তিনজন আরএসপি নেতার বাড়িতে নলকূপ বসাতে গেলে বিক্ষোভে বন্ধ হয়ে যায়। তৃণমূল নেতা রাজু লামা জানান, “নলকূপ বসানো নিয়ে দলবাজি করছে পঞ্চায়েত সমিতি।”
|
রায়গঞ্জে ক্যুইজ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
রায়গঞ্জ কালচারাল ফোরাম ও উত্তর দিনাজপুর জেলা ক্যুইজ সংস্থার উদ্যোগে শুরু হল রাজ্যভিত্তিক আন্তঃ কলেজ ক্যুইজ। রবিবার রায়গঞ্জের বিধানমঞ্চে প্রতিযোগিতার উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। মঙ্গলবার পর্যন্ত প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতায় রাজ্যের ৩৮টি দল অংশ নিয়েছে। তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান। আজ, সোমবার শিক্ষার অধিকার আইন বিষয়ে একটি সেমিনার হবে।
|
প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
তমলুকের তরুণীকে গাড়িতে তুলে গণধর্ষণ, দিল্লি কাণ্ড-সহ নারীদের উপর অত্যাচারের বিভিন্ন ঘটনার প্রতিবাদে মিছিল করল শিলিগুড়ি কলেজ হস্টেলের ছাত্রদের একাংশ। রবিবার সন্ধ্যায় তাঁরা মোমবাতি হাতে মৌন মিছিল করেন। শিলিগুড়ি কলেজ হস্টেল থেকে মিছিল বার হয়ে চিলড্রেন পার্ক হয়ে বাঘা যতীন পার্কে শেষ হয়।
|
দোকানে চুরি, গুলি
নিজস্ব সংবাদাতা • জলপাইগুড়ি |
শাটার ভেঙে সোনার দোকানে চুরির সময়ে বাধা পাওয়ায় গুলি, লাঠিপেটা করে ৪ চার জনকে জখম করে পালাল দুষ্কৃতীরা। রবিবার ভোরে প্রধানপাড়া বাজারে।
|
দুর্ঘটনায় মৃত্যু |
সেবক থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে ধাক্কায় মৃত্যু হল এক ছোট গাড়ির চালকের। রবিবার বিকেলে ভক্তিনগরের শালুগাড়া সংলগ্ন এলাকায়। মৃতের নাম নিখিল সিংহ (৪০)। ওই ঘটনায় বিজয় সিংহ নামে আরও এক ব্যক্তি জখম হয়েছেন। |
|