স্কুলের বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
খাতড়া ব্লকের কাঁকড়াদাড়া শিবানন্দ স্মৃতি বিদ্যালয়ে রসিদ ছাড়া ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করার অভিযোগ উঠেছে। এই মর্মে খাতড়ার মহকুমাশাসকের কাছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন এলাকার বাসিন্দা তথা অভিভাবকদের একাংশ এবং বিজেপি নেতৃত্ব। অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন প্রধান শিক্ষক। কাঁকড়াদাড়ার বাসিন্দা তপন মল্লিক, মোহনলাল ভুঁইয়া, দীপঙ্কর সেনগুপ্তদের অভিযোগ, ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে বার্ষিক ভর্তি-ফি বাবদ ৫০ টাকা করে নেওয়া হয়েছে। কিন্তু, এই টাকার কোনও রসিদ দেওয়া হয়নি ছাত্রছাত্রীদের। স্থানীয় বাসিন্দা তথা বিজেপি-র বাঁকুড়া জেলা সম্পাদক অভিজিৎ দাসের অভিযোগ, “ছাত্রছাত্রীদের কাছ থেকে দীর্ঘদিন ধরেই রসিদ ছাড়া টাকা আদায় করা হচ্ছে। এটা করছেন প্রধান শিক্ষক” প্রধান শিক্ষক মনোরঞ্জন গোস্বামীর দাবি, “রসিদ না দিয়ে পড়ুয়াদের কাছ থেকে টাকা আদায় করা হয়, এই অভিযোগ ভিত্তিহীন। ওই বিজেপি নেতা অনেক দিন ধরেই আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ করেছেন। ভর্তি ফি নিয়ে উনিই কয়েক জন অভিভাবককে দিয়ে আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করিয়েছেন। তদন্ত হলেই সব প্রমাণ হবে।” অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক (খাতড়া) দেবপ্রিয় বিশ্বাস।
|
বিষ্ণুপুরেই পুড়ল বালুচরী
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
পুড়ে ছাই বালুচরী শাড়ি। রবিবার ছবিটি তুলেছেন শুভ্র মিত্র। |
তাঁতঘরে আগুন লাগিয়ে কয়েকটি বালুচরী শাড়ি পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের তেঁতুলতলা এলাকায়। বালুচরীর জন্য প্রসিদ্ধ বিষ্ণুপুর শহরে এই ধরনের ঘটনা আগে ঘটেনি। তাই এই ঘটনায় ক্ষুদ্ধ বালুচরী শিল্পীরা। রবিবার সকালে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ তদন্তে আসে। তবে এ দিন রাত পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তাঁত শিল্পী রাজু নন্দী বলেন, “শনিবার কাজ সেরে রাত ৯টায় তাঁতশালের দরজায় তালা মেরে বাড়ি যাই। এ দিন সকালে এসে দেখি, চাবি খোলা। ঘরে ঢুকে দেখি তৈরি হয়ে থাকা ২৩টি শাড়ি পুড়ে ছাই। তাঁত যন্ত্রও আংশিক ভাবে পুড়ে গিয়েছে। কারা আমার সর্বনাশ করল বুঝতে পারছি না।” পরে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিষ্ণুপুরের পুরপ্রধান তথা রাজ্যের শিশু কল্যাণ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি ওই শিল্পীকে আর্থিক সাহায্য করেন। শ্যামবাবু বলেন, “শহরে এমন ঘটনা আগে কখনও হয়নি। পুলিশ তদন্ত করে দোষিদের গ্রেফতার করুক।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • নিতুড়িয়া |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল শ্যালক ও ভগ্নিপতির। শনিবার সন্ধ্যায় পুরুলিয়া বরাকর রাজ্য সড়কে নিতুড়িয়া থানার হরিডি সেতুর কাছে, একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় মোটরবাইকে থাকা ওই দুই যুবকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্যালক দীপক বাউরির (২৮)। তাঁর বাড়ি রঘুনাথপুর থানার পাথুরিয়াডাঙা গ্রামে। আশঙ্কাজকন অবস্থায় পুলিশ দীপকের ভগ্নিপতি ধনঞ্জয় বাউরিকে (২৭) আসানসোল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিতুড়িয়া থানার অযোধ্যা গ্রামে তাঁর বাড়ি। দু’জনেই রঘুনাথপুরে ডিভিসি-র নির্মীয়মান তাপবিদ্যুৎ কেন্দ্রের ঠিকা শ্রমিক ছিলেন। নিতুড়িয়ার হারমাড্ডি স্বাস্থ্যকেন্দ্র থেকে তাঁরা রঘুনাথপুরে যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে। গাড়িটি আটক করতে পারেনি পুলিশ।
|
তালড্যাংরায় ছিনতাই, মারধর
নিজস্ব সংবাদদাতা • তালড্যাংরা |
গরু বিক্রি করতে যাওয়ার পথে দুই ব্যক্তিকে মারধর করে টাকা লুঠ করে নেওয়ার অভিযোগ উঠল সাত সকালে। রবিবার তালড্যাংরা থানার রাজপুর গ্রামের ঘটনা। ওই দুই গরু বিক্রেতা ফজলুর হক খান ও আলি হোসেন খান জখম হয়ে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি। তাঁদের অভিযোগ, “স্থানীয় দুষ্কৃতী মঞ্জুর আলি খান দলবল নিয়ে ভোজালি মেরে টাকা কেড়ে নেয়।” পুলিশের কাছে তাঁরা অভিযোগ জানিয়েছেন। পুলিশ জানায়, মঞ্জুর দাগী অপরাধী। ওর খোঁজ চলছে।
|
আদ্রায় কনভেনশন
নিজস্ব সংবাদদাতা • আদ্রা |
বেসরকারিকরণের হাত থেকে রেলকে বাঁচানোর দাবিতে কনভেনশন করল আদ্রার লোকো রানিং স্টাফ সংগঠন। রবিবার আদ্রার বাঙালি সমিতির মাঠে ওই কনভেনশনে রেল বিষয়ক স্থায়ী কমিটির প্রাক্তন চেয়ারম্যান বাসুদেব আচারিয়া অভিযোগ করেন, “রেল বাজেটে ঘোষিত বহু প্রকল্পের বাস্তবায়ন হচ্ছে না।” রেল সুরক্ষার সঙ্গে জড়িত বিভিন্ন শূন্য পদ অবিলম্বে পূরণ করার দাবিও ওঠে। |