প্রয়াত পালাকার কানাই নাথ |
কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় বনগাঁর পূর্বপাড়ায় মারা গেলেন বিশিষ্ট যাত্রাপালাকার কানাই নাথ। বয়স হয়েছিল ৮৬ বছর। বাবা হাজারিলাল নাথের উৎসাহে ছেলেবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি নাটকে অভিনয় করতেন কানাইবাবু। ১৬ বছর বয়স থেকে যাত্রাপালা রচনায় হাতেখড়ি। প্রথম দিকে পৌরাণিক ও ঐতিহাসিক পালাই বেশি লিখতেন। ১৯৭০ সাল সামাজিক পালা লেখার শুরু। তাঁর লেখা ‘কবরের কান্না’ প্রথম বেতারে ও কলকাতার রঙ্গমঞ্চে অভিনীত হয়। ‘মাটির প্রদীপ’, ‘চণ্ডীতলার মন্দির’, ‘আমি মা হতে চাই’, ‘রায়কমল’, ‘হানাবাড়ির কান্না’, ‘ভিখারিনী রাজলক্ষ্মী’-সহ প্রায় ৭২টি পালা লিখেছেন তিনি। বিভিন্ন বিখ্যাত যাত্রা কোম্পানিতে অভিনীত হয়েছে তাঁর পালা। ‘চণ্ডীতলার মন্দির’ যাত্রার জন্য রাজ্য সরকারের কাছ থেকে ‘শ্রেষ্ঠ পালাকার’-এর পুরস্কার পান কানাইবাবু। ‘আমি মা হতে চাই’ পালার জন্য পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কার। ইছামতী নদী সংস্কার আন্দোলনেও তিনি ছিলেন। শনিবার বহু মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন।
|
গুলিভর্তি রিভলভার-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। তার কাছ থেকে এক রাউন্ড গুলিও উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার দেউড়ি গ্রামে গোলাম মোল্লা নামে ওই দুষ্কৃতী ধরা পড়ে। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার পয়না গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই-সহ একাধিক দুষ্কর্মের অভিযোগ রয়েছে। ওই দিন রাতে কয়েকজন সঙ্গীকে নিয়ে সে দেউড়ি গ্রামে জড়ো হয়েছে বলে খবর পায় পুলিশ। পুলিশ গেলে সঙ্গীরা পালাতে সক্ষম হলেও গোলাম ধরা পড়ে।
|
দুষ্কৃতীদের উপদ্রব চলছেই। হাড়োয়া ও বাদুড়িয়ায় সোনার দোকানের ডাকাতির দিন কয়েক পরেই ফের ডাকাতির ঘটনা ঘটল। শুক্রবার রাতে মিনাখাঁ পঞ্চায়েত ভবনের দরজার তালা ভেঙে কম্পিউটার ও অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। নষ্ট করে দিয়ে গিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও। পঞ্চায়েত প্রধান আবুবক্কর সিদ্দিকি জানান, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
দশ দিন আগে ক্যানিংয়ের হাটখোলা অঞ্চলের গাজিপাড়ায় প্রহৃত হয়েছিলেন কংগ্রেস কর্মী জুলফিকার গাজি (৩৩)। শুক্রবার রাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল তাঁর। ক্যানিংয়ের কংগ্রেস নেতা অর্ণব রায় বলেন, “২ জানুয়ারি ক্যানিংয়ে দলের সভায় আসার জন্য তৃণমূলের লোকজন তাঁকে মারধর করে।” তৃণমূল অবশ্য অভিযোগ মানেনি।
|
অজ্ঞাতপরিচয় দুই মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার বিকালে বছর তিরিশের সালোয়ার কামিজ পরা দেহদুটি উদ্ধার হয় কাকদ্বীপের চৌধুরীমহল গ্রামের কাছে একটি পুকুরে। পুলিশ এসে তা উদ্ধার করে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহগুলি ডায়মন্ড হারবার হাসপাতালে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করল বাসন্তী থানার পুলিশ। শনিবার রাতে খবর পেয়ে বাসন্তীর উত্তর পানিখালি থেকে একটি গুলি ভর্তি পাইপগান-সহ হাবিবুল্লা লস্কর নামে ওই ব্যক্তিকে ধরা হয়। |