একটি পথ দুর্ঘটনায় গত জুলাই মাসে মারা যান হাওড়ার কৈলাস ব্যানার্জি লেনের খেলা অন্ত প্রাণ যুবক প্রদীপ্ত
প্রদীপ্ত।
মণ্ডল। তাঁর স্মৃতিতে মধ্য হাওড়ার সরস্বতী ক্লাবের উদ্যোগে দু’দিনের ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বাকসাড়া অনুশীলন চক্র। রবিবার সন্ধ্যায় ওই ক্লাবের মাঠেই আয়োজিত ফাইনালে তারা ৩-২ ব্যবধানে হারিয়ে দেয় বাকসাড়া নবচক্রকে।
হাওড়া জেলা ভলিবল সংস্থার অনুমোদনপ্রাপ্ত এই ‘প্রদীপ্ত মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্ট’-এ প্রতিযোগিতায় আটটি দল সামিল হয়েছিল। ফাইনালে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়।
খেলার পুরস্কার প্রদান করে প্রদীপ্তের পরিবার। প্রদীপ্তের জন্ম হাওড়ায় হলেও বেড়ে ওঠা বিশাখাপত্তনমে। এম টেক পাশ ওই যুবক মাত্র ২২ বছরেই মারা যান। প্রদীপ্তের মা পাপিয়াদেবী এ দিন বলেন, “ছেলে বিশ্ববিদ্যালয় স্তরে টেবিল টেনিস খেলত। আমি চাই খেলার মাঠ থেকেই উঠে আসুক আরও অনেক প্রদীপ্ত। তাই এই প্রতিযোগিতার আয়োজন।”
বিজয়ী দল।
সংগঠকরা জানান, এই জেলায় ভলিবলে অনেক প্রতিভা। শুধু একটু প্রচার চাই। ভলিবলকে বেছে নেওয়ার জন্য তাঁরা প্রদীপ্তের পরিবারের কাছে কৃতজ্ঞ। প্রতি বছর প্রতিযোগিতার আয়োজন করার আশ্বাস দিয়ে উদ্যোক্তাদের পক্ষে রাজীব ঘোষ বলেন, “ক্লাবে নিয়মিত যোগব্যায়াম ও ভলিবল প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের ক্লাব থেকে বাংলা ভলিবল দলেও অনেকে সুযোগ পেয়েছেন। তাঁর মধ্যে প্রদীপ্তের মামাতো ভাইও রয়েছেন।”
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.