টুকরো খবর |
পথেই অসুস্থ রবীন্দ্রনাথ, ভর্তি হলেন হাসপাতালে |
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া ও কলকাতা |
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি হৃদরোগে ভুগছিলেন। বছর খানেক আগে বাইপাস সার্জারি হয়। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রনাথবাবু রবিবার দুপুরে গাড়িতে দেবানন্দপুরে এক পরিচিতের বাড়িতে যাচ্ছিলেন। তখনই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালের সুপার শ্যামলকুমার চক্রবর্তী জানান, ৩ জন চিকিৎসক রবীন্দ্রনাথবাবুকে পরীক্ষা করেন। ইসিজি-সহ কয়েকটি পরীক্ষা হয়। শ্যামলবাবু বলেন, “পরীক্ষায় এমনিতে খুব একটা অস্বাভাবিকতা পাওয়া যায়নি। তবে, পর্যবেক্ষণে রাখার জন্য আইটিইউ-র সুবিধা আছে বলে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।” সন্ধ্যায় রবীন্দ্রনাথবাবুকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। ওই হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডন রাতে বলেন, “রবীন্দ্রনাথবাবুকে আইসিইউ-তে রাখা হয়েছে। ভর্তি হওয়ার সময় উনি সঙ্কটজনক ছিলেন। রক্তচাপ এবং নাড়ির গতি স্বাভাবিকের তুলনায় কম ছিল। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। সোমবার কিছু পরীক্ষা হবে।” রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী তথা হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না বলেন, “মাস্টারমশাইয়ের অসুস্থতার খবর পেয়েই দলের ছেলেরা হাসপাতালে গিয়েছিলেন। আমিও যাব।”
|
সংঘর্ষে উত্তপ্ত বাঁশবেড়িয়া |
নিজস্ব সংবাদদাতা • বাঁশবেড়িয়া |
দুষ্কৃতী-পুলিশ লড়াই ঘিরে রবিবার বিকেলে উত্তেজনা ছড়াল হুগলির বাঁশবেড়িয়ার পঞ্চাননতলা ঘাটে। দুষ্কৃতীর বাঁশের আঘাতে মাথা ফাটল এক পুলিশের। তাঁর ছোড়া গুলিতে জখম হল এক দুষ্কৃতীও। পুলিশের রিভলভার ছিনতাইয়ের চেষ্টাও হয়। তবে, কোনও দুষ্কৃতীকেই পুলিশ ধরতে পারেনি। এ দিন দুপুরে নৌকায় চেপে সাহাগঞ্জের ডানলপ কারখানার কাছাকাছি গঙ্গায় ৭-৮ জন দুষ্কৃতী ঘোরাঘুরি করছে, এই খবর পেয়ে মগরা থানা থেকে পুলিশ যায়। পুলিশ দেখে দুষ্কৃতীরা পালায়। পুলিশ ধাওয়া করে। বাঁশবেড়িয়ার ঈশ্বরগুপ্ত সেতুর কাছে একটি পার্কের পাশে নৌকায় কয়েক জন যুবককে বসে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ গেলে দু’পক্ষের বচসা বাধে। এক দুষ্কৃতী বাঁশ দিয়ে বুদ্ধদেব সরকার নামে এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরের মাথা ফাটিয়ে দেয়। সহকর্মীরা তাঁকে ধরতে গেলে দুষ্কৃতীরা পুলিশের উপরে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয়। দু’পক্ষের ধস্তাধস্তি বাধে। বুদ্ধদেববাবুর রিভলভার ছিনতাইয়ের চেষ্টা হয়। এর পরেই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালান বুদ্ধদেববাবু। গুলি এক দুষ্কৃতীর পায়ে লাগে। তাকে নিয়ে পালিয়ে যায় সঙ্গীরা। গুলির আওয়াজে ভয়ে স্থানীয় লোকজন পালাতে থাকেন। আহত বুদ্ধদেববাবুকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তথাগত বসু জানান, “পুলিশের উপরে দুষ্কৃতীরাই প্রথমে আঘাত হানে। আত্মরক্ষার্থে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালান এক পুলিশ অফিসার।”
|
স্বামী বিবেকানন্দের স্মরণে অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হাওড়ার বিভিন্ন এলাকায় পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মসার্ধশত বার্ষিকী। আমতার তাজপুরে শ্যামাপ্রসাদ ইন্সিটিটিউট অফ কালচারের উদ্যোগে শুক্রবার থেকে শুরু হয়েছে চারদিনব্যাপী নানা অনুষ্ঠান। সাঁকরাইলে জোড়হাট বয়েজ ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বাউড়িয়া ফোর্ট গ্লস্টার বিবেকানন্দ জন্মসার্ধশত বার্ষিকী উদ্যাপন কমিটির উদ্যোগে উন্মোচন করা হয় স্বামীজির মর্মর মূর্তি। বীরশিবপুর শ্রীরামকৃষ্ণ মন্দির এবং উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের পক্ষ থেকে শোভাযাত্রা হয়। এই হাসপাতালে খোলা হয় থ্যালাসেমিয়া বিভাগ। পদযাত্রার আয়োজন করেছিল পানিত্রাস স্বামী বিবেকানন্দ জন্মসার্ধশত বার্ষিকী কমিটি। যদুরবেড়িয়া সনাতন স্পোর্টিং ক্লাবে অনুষ্ঠিত হয় চক্ষু পরীক্ষা শিবির। বাহিরতফা সতীশ স্মৃতি আদর্শ ব্যায়ামাগার, বানীতবলা সবুজ সংঘ এবং বৃন্দাবনপুর কল্যাণব্রত সংঘ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বামীজির জন্মসার্ধশত বার্ষিকী পালন করে।
|
জমজমাট বৈদ্যবাটি উৎসব ও মেলা |
নিজস্ব সংবাদদাতা • বৈদ্যবাটি |
গ্যালারিতে ঠাসা রবীন্দ্রনাথ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর পরস্পরকে লেখা চিঠির সম্ভার। পাশের গ্যালারিতে বিশ্বজুড়ে ‘সাম্রাজ্যবাদের ক্ষতচিহ্ন’ এবং তার বিরুদ্ধে আন্দোলনের ছবি। সেখানে কোথাও ইরাক, প্যালেস্তাইনে মার্কিন আক্রমন, আবার কোথাও ভিয়েতনাম, লাতিন আমেরিকা, চিন বা সোভিয়েত ইউনিয়নের সংগ্রাম। আবার, আজাদ হিন্দ ফৌজ তথা নেতাজি এবং স্বামী বিবেকানন্দের হরেক ছবির সারি। কোনও প্রদর্শনী নয়, এই চিত্র ত্রয়োদশ বৈদ্যবাটি উৎসব ও মেলার। প্রদর্শনীর পাশাপাশি চলছে দেদার বিকিকিনি। ঘর গেরস্থালির জিনিস থেকে হস্তশিল্প কি নেই সেখানে! ছোটদের জন্য নাগরদোলা। বুদ্ধিজীবী সমন্বয়ে আলোচনাচক্র, সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। গত ১ জানুয়ারি বৈদ্যবাটি স্টেশন সংলগ্ন বান্ধব সমিতি ময়দানে মেলার উদ্বোধন করেন কবি সুবোধ সরকার। বৈদ্যবাটি উৎসব ও মেলা কমিটির সভাপতি নরেন চট্টোপাধ্যায় জানান, মেলা চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।
|
রেলে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মিছিল |
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
রেলের ভাড়া বৃদ্ধি, পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের প্রতিবাদে হুগলিতে মিছিল করল তৃণমূল। শনিবার বিকেলে পিয়ারাপুর থেকে মিছিল বের হয়। প্ল্যাকার্ড ফেস্টুন হাতে সামিল হন কয়েকশো মানুষ। উপস্থিত ছিলেন বৈদ্যবাটির পুরপ্রধান অজয়প্রতাপ সিংহ, উপ-পুরপ্রধান পিন্টু মাহাতো, দলের নেতা কল্যাণ সরকার-সহ অন্যান্যরা। মিছিল শেষ হয় শেওড়াফুলি ফাঁড়ির অদূরে। সেখানে একটি সভা হয়। রবিবার বিকেলে মিছিল পোলবার গোটু থেকে হুগলি মোড় পর্যন্ত মিছিল হয় চুঁচুড়ার তৃণমূল বিধায়ক তপন মজুমদারের নেতৃত্বে। চুঁচুড়া বিধানসভা এলাকায় সিপিএমের ‘হামলা’র প্রতিবাদেও সোচ্চার হন আন্দোলনকারীরা।
|
দুর্ঘটনায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • হাজিপুর |
বাসের সঙ্গে মোটরভ্যানের সংঘর্ষে মৃত্যু হল মোটরভ্যান চালকের। রবিবার বিকালে ঘটনাটি ঘটে গোঘাটের হাজিপুরে। পুলিশ জানায়, মৃতের নাম প্রশান্ত দলুই (২৮)। বাড়ি স্থানীয় ডাকপুর গ্রামে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। |
|