সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান স্কুলে |
পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইল ব্লকের ‘লাউদহ বিবেকানন্দ আঞ্চলিক আদিবাসী বিদ্যাপীঠের’ সুবর্ণজয়ন্তীর সূচনা বর্ষ উদ্যাপন হল শনিবার। স্বামী বিবেকানন্দের ১৫১তম জন্মজয়ন্তীর দিনে লাউদহের এই মাধ্যমিক স্কুলটির সুবর্ণজয়ন্তীর সূচনা বর্ষের উদ্বোধন করেন মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী স্বামী লক্ষ্মীকান্তানন্দ। ছিলেন সাঁকরাইলের বিডিও সৌরভ চট্টোপাধ্যায়, ঝাড়গ্রামের সহকারি বিদ্যালয় পরিদর্শক (এআই) সমর দাস, রোহিনী চক্রের সহকারি বিদ্যালয় পরিদর্শক (এআই) ওঙ্কারপ্রসাদ পারিয়াল, শিক্ষাব্রতী হিমাংশু ঘোষ প্রমুখ। সন্ধ্যায় ‘যুব নায়ক স্বামী বিবেকানন্দ’ শীর্ষক নৃত্যগীতি আলেখ্য পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রীরা। রাতে ঝুমুর গান পরিবেশন করেন বিশিষ্ট ঝুমুর শিল্পী বিজয় মাহাতো। প্রধান শিক্ষক সৌমেন পাত্র বলেন, “সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারা বছর ধরে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী বছরের ১২ জানুয়ারি সুবর্ণজয়ন্তী বর্ষপূর্তির উৎসব হবে।” রবিবার পাঁশকুড়ার মাগুরী জগন্নাথচক উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবের সূচনা হয়। এই উপলক্ষে এ দিন সকালে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবকদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে।
|
দিদির বাড়ি থেকে ফেরার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ হলেন এক যুবক। পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রি বসনছড়া পঞ্চায়েতের বেলেঘাটার বাসিন্দা বিদ্যুৎ কারক শনিবার চন্দ্রকোনার ঝাঁকরা সংলগ্ন ঘনরামপুরে দিদির বাড়ি গিয়েছিলেন। শনিবার বিকালে তিনি সাইকেল চালিয়ে বাড়ি উদ্দেশে বের হন। কিন্তু রাতেও বাড়ি না ফেরায় রবিবার সকালে তাঁর দাদা উত্তম কারক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, বিদ্যুৎবাবুর বাড়ি সংলগ্ন বৈদ্যনাথপুর গ্রামের একটি পুকুরের পাশ থেকে তাঁর সাইকেল, মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
|
সরকারি সহায়ক মূল্যে চাষিদের কাছ থেকে ধান কেনার জন্য শিবির হল পাঁশকুড়ার প্রতাপপুর ভীমতলায়। শনিবার পাঁশকুড়া পুরসভার ওই এলাকায় স্থানীয় ওয়ার্ড কমিটির অফিস প্রাঙ্গণে ধান কেনার শিবিরের উদ্বোধন হয়। পূর্ব মেদিনীপুরের কবিগুরু হোলসেল কনজিউমারস্ কো-আপারেটিভ সোসাইটির ডিরেক্টর নন্দ মিশ্র জানান, এ দিন প্রায় ২৫০ কুইন্টাল ধান কেনা হয়। আগামী ৬ মাস ধরে প্রতি রবিবার ও বুধবার এখানে ধান কেনার শিবির হবে।
|
সৈকত পযর্টন কেন্দ্র দিঘার বিকাশে পিপিপি মডেলের প্রয়োগে উৎসাহী দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী। শনিবার দিঘায়, পর্ষদের অফিসে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করে এ কথা জানান শিশিরবাবু। তিনি আরও বলেন, সমুদ্র বাঁধ সংস্কার, উপকূল বরাবর নতুন রাস্তা নির্মাণ-সহ দিঘার পর্যটন বিকাশের উপর জোর দেওয়াই তার লক্ষ্য। পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল রবিবার শিশিরবাবুর হাতে পুস্প স্তবক তুলে দিয়ে তাঁকে স্বাগত জানান।
|
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সুবোধচন্দ্র হাঁসদার নামে ‘সুবোধচন্দ্র হাঁসদা মেমোরিয়াল স্পোটর্স্ অ্যান্ড কালচারাল আকাডেমি’র আনুষ্ঠানিক সূচনা হল। রবিবার দুপুরে ঝাড়গ্রাম শহরের রাজবাড়ি ময়দানে পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিক ভাবে আকাডেমির উদ্বোধন করেন গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি মাহাতো। ছিলেন সুবোধবাবুর পুত্র পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা, তৃণমূল নেতা নির্মল ঘোষ, দুর্গেশ মল্লদেব প্রমুখ। সুবোধবাবু প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ঝাড়গ্রামে ওই অ্যাকাডেমি গড়া হচ্ছে। উদ্যোক্তাদের দাবি, জঙ্গলমহলে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতিভা সম্পন্ন কিশোর-যুবক-যুবতীদের অন্বেষণ করে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
|
‘গ্লাস বিডস জুয়েলারি ও ফ্লাওয়ার মেকিং’ বিষয়ে আট সপ্তাহের একটি প্রশিক্ষণ শিবিরের সূচনা হল শুক্রবার। পটাশপুরের বারুইপুর গ্রামে ‘কন্টাই পালপাড়া সারদাদেবী মহিলা মণ্ডল’-এর উদ্যোগে শিবিরের উদ্বোধন করেন কেন্দ্রের ‘সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনসস্টিটিউটে’-এর প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার ইয়াদ রাম ও পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির সভানেত্রী অণিমা মিশ্র। তাঁরা জানান, স্বনির্ভর করতে ৫০ জন মহিলাকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। |