নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জন্ম-সার্ধশতবর্ষে বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানাতে পশ্চিম মেদিনীপুর জুড়ে নানা অনুষ্ঠান হল শনিবার। জেলার বিভিন্ন প্রান্তে স্কুল, কলেজ, ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির উদ্যোগে মনীষীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। মেদিনীপুর রামকৃষ্ণ মিশনে দিনভর ছিল নানা অনুষ্ঠানের আয়োজন। ধর্মসভায় বিবেকানন্দের কর্মজীবন ও চিন্তাভাবনা নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। |
স্বামী বিবেকানন্দের ১৫১তম জন্মদিন পালন হয় জঙ্গলমহলের গোদাপিয়াশাল স্কুলে। বিবেকানন্দের উপর অঙ্কন, প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন ছিল স্কুলে। বহু ছাত্রছাত্রী অনুষ্ঠানে যোগদান করে। চন্দ্রকোনা রোডে বিবেকানন্দ শিক্ষা নিকেতনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে ৯১ জন রক্ত দেন। শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো। বালিচক বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে শনিবার সকালে বেরোয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রতিবন্ধীদের নানা সরঞ্জাম দিয়ে সাহায্যের পাশাপাশি দুঃস্থদের শীতবস্ত্র প্রদান করা হয়। রবিবার আয়োজন করা হয়েছিল ভলিবল টুর্নামেন্টের। ভাদুতলা হাইস্কুলে বিবেকানন্দের নামে একটি গ্রন্থাগারের উদ্বোধন হয়। আয়োজন ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। হিজলি সাংস্কৃতিক উৎসব উদ্যাপন সমিতির উদ্যোগে প্রেমবাজারের মৈত্রী ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে অসম থেকে ‘বিবেক র্যালি’ বেরিয়েছিল গত ১ জানুয়ারি। শনিবার রাতে সেই র্যালি পৌঁছায় মেদিনীপুরে। রবিবার সকালে তাঁদের সংবর্ধনা দেয় তরুণ সঙ্ঘ ব্যায়ামাগার ও জগন্নাথ মন্দির সংস্কার কমিটি।
সাড়ম্বরে বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করে খড়্গপুর শহরের মালঞ্চ বিবেকানন্দ ক্লাব। রবিবার সকালে রক্তদান শিবিরের আয়োজন করেছিল তারা। ৫০ জন রক্তদান করেন শিবিরে।
|