শ্রমিক-কর্মচারীদের নিয়ে সভা করল আরএসপি-র শ্রমিক সংগঠন ‘ইউনাইটেড ট্রেডস ইউনিয়ন কংগ্রেস’ (ইউটিইউসি)। রবিবার মেদিনীপুর শহরে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক অশোক ঘোষ, জেলা সভাপতি শক্তি ভট্টাচার্য, অমৃত মাইতি প্রমুখ। সভা থেকে শ্রমিকদের দাবি আদায়ের জন্য আন্দোলনে নামার ডাক দেন নেতৃত্ব। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলোর ডাকে আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট রয়েছে। দু’দিনের ওই ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয় সভায়। ইউটিইউসি-র জেলা সভাপতি শক্তিবাবু বলেন, “ধর্মঘট হলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়, আমরা জানি। কিন্তু, শ্রমিকদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হলে এ ছাড়া পথও নেই।” তাঁর কথায়, “আমরা কারও পদত্যাগ চাই না। না কেন্দ্রীয় সরকারের, না রাজ্য সরকারের। তবে শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করতে সরকারকে পদক্ষেপ করতে হবে। না-হলে আন্দোলন অব্যাহত থাকবে।”
|
তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এক সভা হল মেদিনীপুরে। শনিবার বিকেলে মেদিনীপুর শহরের কলেজ মোড়ের সভায় ছিলেন তৃণমূলের শহর সভাপতি সুকুমার পড়্যা, ছাত্র সংগঠনের জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি, শহর সভাপতি বুদ্ধ মণ্ডল প্রমুখ। টিএমসিপি-র শহর সভাপতি বলেন, “রাজ্য সরকার যখন উন্নয়নের সব রকম চেষ্টা করছে, তখন বিরোধীরা নতুন করে চক্রান্ত শুরু করেছে। রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসা চলছে। সত্যি তুলে ধরতে আমাদের প্রচার চলবে।”
|
খড়্গপুর গ্রামীণ এলাকার বড়কোলা বিবেকানন্দ হাইস্কুলের সুবর্ণজয়ন্তী উৎসব শুরু হল শনিবার। উৎসব চলবে আজ, সোমবার পর্যন্ত। শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরনোর পরে স্কুলের স্মরণিকা প্রকাশ হয়। ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে। রবিবার ‘জন্ম-সার্ধশতবর্ষে স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনাসভার আয়োজন ছিল। দুপুরে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন হয়। আজ, সোমবার স্বাস্থ্য সচেতনতা শিবির, বিবেকানন্দের উপর তথ্যচিত্র প্রদর্শন, ক্যুইজের আয়োজন রয়েছে।
|
ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির দ্বাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হল দু’দিন ধরে। শনিবার-রবিবার খড়্গপুর কলেজে এই সম্মেলনে ২৩৭ প্রতিনিধি যোগ দেন। শনিবার প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। রবিবার সম্মেলনের শেষে সিদ্ধার্থ সাতঁরাকে সভাপতি ও শান্তনু হালদারকে সম্পাদক করে ৩৫ জনের জেলা কমিটি গঠিত হয়েছে।
|
লরি ছিনতাইয়ে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে লরিটিও। বেলদার জাহালদা থেকে শনিবার লরিটি ছিনতাই হয় বলে অভিযোগ। পরে কন্টাই ব্রিজ সংলগ্ন এলাকা থেকে লরিটি উদ্ধার হয়। ধৃত কালু রানা এবং নিতাই ঘোড়ইকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
|