স্বামীজীর জন্মজয়ন্তী
স্বামী বিবেকানন্দের ১৫১তম জন্মদিন উপলক্ষে শনি ও রবিবার নানা অনুষ্ঠান হল দুই মেদিনীপুরে। শনিবার ‘ঝাড়গ্রাম রামকৃষ্ণ কথামৃত পাঠচক্র ও সেবা সমিতি’র উদ্যোগে বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। ঝাড়গ্রাম শহরের বাছুরডোবার শ্রীরামকৃষ্ণ মন্দির থেকে শুরু হওয়া পদযাত্রাটি শেষ হয় শহরের বৈকালিক পার্কে। সেখানে স্বামীজি বিষয়ক আলোচনায় যোগ দেন মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায়, শিক্ষাব্রতী প্রভাসচন্দ্র সিংহ ও আভা মাইতি। ছিলেন সংস্থার সম্পাদক নিত্যরঞ্জন দাস, বর্ষীয়ান সমাজসেবী অনিলকুমার দাস প্রমুখ।
বিবেকানন্দের জন্মদিনে শোভাযাত্রা, তমলুক শহরে
রবিবার কোলাঘাটের নহলা তরুণ সঙ্ঘের অনুষ্ঠানে এলাকার ৪০০ দুঃস্থ বাসিন্দাকে শীতবস্ত্র প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
স্বামী বিবেকানন্দের ১৫১তম জন্মদিবস উপলক্ষে শনিবার নানা অনুষ্ঠান হয় কাঁথি মহকুমার বিভিন্ন এলাকায়। কাঁথি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে বিবেকানন্দের ভাবাদর্শে ছাত্র-যুব শিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে তাঁর জীবন, আদর্শ ও দর্শন নিয়ে আলোচনা করেন মিশনের অধ্যক্ষ স্বামী অক্ষতানন্দ ও বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের অধ্যাপক রুদ্রশেখর বসু।
জঙ্গলমহলের গোদাপিয়াশাল স্কুলে বিবেকানন্দের উপর অঙ্কন, প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন ছিল। বহু ছাত্রছাত্রী অনুষ্ঠানে যোগদান করে। চন্দ্রকোনা রোডে বিবেকানন্দ শিক্ষা নিকেতনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে ৯১ জন রক্ত দেন। শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো। বালিচক বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে শনিবার সকালে বেরোয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রতিবন্ধীদের নানা সরঞ্জাম দিয়ে সাহায্যের পাশাপাশি দুঃস্থদের শীতবস্ত্র প্রদান করা হয়। রবিবার আয়োজন করা হয়েছিল ভলিবল টুর্নামেন্টের। ভাদুতলা হাইস্কুলে বিবেকানন্দের নামে একটি গ্রন্থাগারের উদ্বোধন হয়। মেদিনীপুর রামকৃষ্ণ মিশনে দিনভর ছিল নানা অনুষ্ঠানের আয়োজন। ধর্মসভায় বিবেকানন্দের কর্মজীবন ও চিন্তাভাবনা নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.