|
|
|
|
ছিনতাই পরচুলা অবশেষে উদ্ধার খড়্গপুরে, ধৃত দুই |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
অবশেষে তমলুকে জাতীয় সড়কে ছিনতাই হওয়া প্রায় সাড়ে ৩ কোটি টাকার পরচুলা উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে খড়্গপুর শহর থেকে ছিনতাই হওয়া সমস্ত পরচুলা উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। ঘটনায় জড়িত দুই দুষ্কৃতীকে খড়্গপুর থেকেই গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুকেশ কুমার জৈন বলেন, “ছিনতাই হওয়া ৫৮ বস্তা পরচুলার পুরোটাই উদ্ধার করা হয়েছে। যার দাম প্রায় সাড়ে ৩ কোটি টাকা। এই ঘটনায় মোট ৭ জন জড়িত রয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে দু’জনকে ধরা গিয়েছে। বাকিদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে।” |
|
তমলুক থানায় উদ্ধার হওয়া পড়চুলা বোঝাই ট্রাক। —নিজস্ব চিত্র। |
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভগবানপুরের কয়েকজন ব্যবসায়ীর ৫৮ বস্তা পরচুলা ট্রাকে করে যাচ্ছিল হাওড়ার শালিমারে, ট্রেনপথে অন্ধ্রপ্রদেশের এলুড়ে যাবে বলে। ৮ জানুয়ারি ভোর সাড়ে ৫টা নাগাদ হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে তমলুকের ভাণ্ডারবেড়িয়া গ্রামের কাছে ট্রাকটি ছিনতাই হয়। কয়েক কোটি টাকা মূল্যের ওই পরচুলা উদ্ধারের দাবিতে মঙ্গলবার সকালে ভগবানপুরের নতুন রাস্তার মোড়ে স্থানীয় পরচুলা ব্যবসায়ী ও শ্রমিকরা বাজকুল-এগরা সড়ক অবরোধ করে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। বৃহস্পতিবার সকালে ফের একই দাবিতে চণ্ডীপুর থানার নরঘাটে দিঘা-মেচাদা সড়ক অবরোধ করেন পরচুলা ব্যবসায়ী ও শ্রমিকরা।
পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে পরচুলা বোঝাই ট্রাকটি গত ৯ জানুয়ারি রাতে খড়্গপুরের নিমপুরা এলাকায় জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হলেও পরচুলা মেলেনি। শনিবার রাতে দুষ্কৃতীরা ছিনতাই করা ওই পরচুলা খড়্গপুর থেকে অন্যত্র পাচার করা চেষ্টা করছিল। সেই খবর পেয়ে তমলুক ও খড়্গপুর পুলিশের যৌথ বাহিনী অভিযান চালায়। খড়্গপুরের মালঞ্চ এলাকার চণ্ডীপুরে মনির শা’র বাড়িতে হানা দিয়ে পরচুলা বোঝাই ৫৮টি বস্তা উদ্ধার করে পুলিশ। মনির শা ছাড়াও আর এক দুষ্কৃতী শেখ খাইবারকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, খড়গপুরের নিউ বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা পেশায় গাড়ি চালক শেখ খাইবার পরচুলা বোঝাই ট্রাকটি ছিনতাই করার পর চালিয়ে নিয়ে এসেছিল। আর পরচুলার বস্তা মালঞ্চ এলাকার মনির শা’র বাড়িতে রাখা ছিল। পুলিশ সুপার সুকেশ কুমার জৈন জানান, খড়্গপুর থেকে পরচুলা ওড়িশা, জামশেদপুর এলাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল দুষ্কৃতীরা। তার আগেই সেগুলি উদ্ধার করা হয়েছে। আন্তঃরাজ্য ছিনতাই চক্র জড়িত এই ঘটনার সঙ্গে। খড়্গপুর ছাড়াও ঝাড়খণ্ডের টাটা, জামশেদপুরের কুখ্যাত দুষ্কৃতীরা পরচুলা ছিনতাইয়ের জড়িত বলে প্রমাণ পাওয়া গিয়েছে। বাকি দুষ্কৃতীদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে। |
|
|
|
|
|